Alia Bhatt Botox: মুখে Botox করাতে গিয়ে বড় 'গোলমাল'? ঘোর বিতর্কে আলিয়া...! কী বললেন নায়িকা?

Last Updated:
Alia Bhatt Botox: বোটক্স করাতে গিয়ে নাকি মুখের একটি অংশ "প্যারালাইজড" হয়ে গিয়েছে  অভিনেত্রীর! সেই দেখিয়ে আলিয়ার বাঁকা হাসির এক ছবি দেওয়া হয়। যা নিয়ে তুমুল বিতর্ক!
1/8
বহু দিন পর পারিবারিক মিলন। মুম্বইতে সোনি রাজদানের জন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। পারিবারিক নৈশভোজে একসঙ্গে দেখা গেল আলিয়ার বাবা-মা মহেশ ভাট এবং সোনি রাজদানকে। সেই সঙ্গে আলিয়ার দিদি পূজা ভাট, শাশুড়ি নীতু কাপুর এবং ভাই রাহুল ভাট যোগ দিয়েছিলেন।
বহু দিন পর পারিবারিক মিলন। মুম্বইতে সোনি রাজদানের জন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। পারিবারিক নৈশভোজে একসঙ্গে দেখা গেল আলিয়ার বাবা-মা মহেশ ভাট এবং সোনি রাজদানকে। সেই সঙ্গে আলিয়ার দিদি পূজা ভাট, শাশুড়ি নীতু কাপুর এবং ভাই রাহুল ভাট যোগ দিয়েছিলেন।
advertisement
2/8
পাপারাজ্জিরা এই সুযোগ ছাড়তে চাননি। তারকাজুটির পারিবারিক মুহূর্ত ধরে রাখতে পড়ল হুড়োহুড়ি। এর কয়েক ঘণ্টা আগেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল সেই পোস্ট, যার নীচে মন্তব্যের বন্যা। একটি ভাইরাল ভিডিও ঘিরে চলছিল শোরগোল। যেখানে দাবি করা হয়েছে, আলিয়া নাকি মুখ বদলেছেন! সত্যি কি তাই?
পাপারাজ্জিরা এই সুযোগ ছাড়তে চাননি। তারকাজুটির পারিবারিক মুহূর্ত ধরে রাখতে পড়ল হুড়োহুড়ি। এর কয়েক ঘণ্টা আগেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল সেই পোস্ট, যার নীচে মন্তব্যের বন্যা। একটি ভাইরাল ভিডিও ঘিরে চলছিল শোরগোল। যেখানে দাবি করা হয়েছে, আলিয়া নাকি মুখ বদলেছেন! সত্যি কি তাই?
advertisement
3/8
সেই ঘটনার কয়েক ঘণ্টা পর আলিয়াকে সামনে পেয়ে ক্যামেরায় ধরার চেষ্টা চলল নায়িকাকে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'জিগরা'। সেটি প্রেক্ষাগৃহে খুব একটা জনপ্রিয় হয়নি বলেই খবর, এ নিয়ে এমনিও কটাক্ষ হচ্ছে। এসবের মধ্যেই ফের ভাইরাল আলিয়ার মুখ নিয়ে বিতর্ক।
সেই ঘটনার কয়েক ঘণ্টা পর আলিয়াকে সামনে পেয়ে ক্যামেরায় ধরার চেষ্টা চলল নায়িকাকে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'জিগরা'। সেটি প্রেক্ষাগৃহে খুব একটা জনপ্রিয় হয়নি বলেই খবর, এ নিয়ে এমনিও কটাক্ষ হচ্ছে। এসবের মধ্যেই ফের ভাইরাল আলিয়ার মুখ নিয়ে বিতর্ক।
advertisement
4/8
আলিয়া নাকি মুখে বোটক্স করিয়েছেন, এমনই দাবি তোলা হয়েছিল সেই ভাইরাল ভিডিওতে। কসমেটিক সার্জারি বা কৃত্রিম উপায়ে মুখ বদলাতে গিয়ে নিজের মুখকে বিকৃত করে ফেলেছেন আলিয়া, এমনই বলা ছিল সেই ভিডিওতে। যা নিয়ে বিতর্ক ওঠে। মুখের একটি অংশ "প্যারালাইজড" হয়ে গিয়েছে দেখিয়ে আলিয়ার বাঁকা হাসির এক ছবি দেওয়া হয়।
আলিয়া নাকি মুখে বোটক্স করিয়েছেন, এমনই দাবি তোলা হয়েছিল সেই ভাইরাল ভিডিওতে। কসমেটিক সার্জারি বা কৃত্রিম উপায়ে মুখ বদলাতে গিয়ে নিজের মুখকে বিকৃত করে ফেলেছেন আলিয়া, এমনই বলা ছিল সেই ভিডিওতে। যা নিয়ে বিতর্ক ওঠে। মুখের একটি অংশ "প্যারালাইজড" হয়ে গিয়েছে দেখিয়ে আলিয়ার বাঁকা হাসির এক ছবি দেওয়া হয়।
advertisement
5/8
বিষয়টি আলিয়ার চোখে পড়তে তিনি সোচ্চার হন সমাজমাধ্যমে। বোটক্স করিয়েছেন কি করাননি এ নিয়ে একটিও কথা না বলে আলিয়া ফুঁসে ওঠেন নারীদের হেনস্থা করার এই প্রবণতা নিয়েই। তাঁর কথায়, "হাস্যকর, অযৌক্তিক এই ভিডিও। কীসের ভিত্তিতে বলা যায় এমন?" আলিয়ার দাবি, সোশ্যাল মিডিয়ায় ক্লিক বেট তৈরির চেষ্টায় আজকাল লোকে এমন কন্টেন্ট বানাচ্ছে। কিন্তু লক্ষ্য মহিলারা কেন? কারও চেহারা নিয়ে troll করার বিরোধিতা করেন অভিনেত্রী তাঁর নিজের পোস্টে।
বিষয়টি আলিয়ার চোখে পড়তে তিনি সোচ্চার হন সমাজমাধ্যমে। বোটক্স করিয়েছেন কি করাননি এ নিয়ে একটিও কথা না বলে আলিয়া ফুঁসে ওঠেন নারীদের হেনস্থা করার এই প্রবণতা নিয়েই। তাঁর কথায়, "হাস্যকর, অযৌক্তিক এই ভিডিও। কীসের ভিত্তিতে বলা যায় এমন?" আলিয়ার দাবি, সোশ্যাল মিডিয়ায় ক্লিক বেট তৈরির চেষ্টায় আজকাল লোকে এমন কন্টেন্ট বানাচ্ছে। কিন্তু লক্ষ্য মহিলারা কেন? কারও চেহারা নিয়ে troll করার বিরোধিতা করেন অভিনেত্রী তাঁর নিজের পোস্টে।
advertisement
6/8
এই বিতর্ক সত্ত্বেও, সপ্রতিভ ভাবেই সন্ধ্যায় দেখা যায় আলিয়াকে। চটকদার বেগুনি রঙের প্যান্টসুট পরিহিত নায়িকা এলেন ডিনারে। একটুও বিভ্রান্ত দেখায়নি তাঁকে। পাশে রণবীর কাপুর সাদা পোশাকে বিরাজ করছিলেন। জুটিকে পরিবারের সঙ্গে আনন্দ করতেই দেখা যায়।
এই বিতর্ক সত্ত্বেও, সপ্রতিভ ভাবেই সন্ধ্যায় দেখা যায় আলিয়াকে। চটকদার বেগুনি রঙের প্যান্টসুট পরিহিত নায়িকা এলেন ডিনারে। একটুও বিভ্রান্ত দেখায়নি তাঁকে। পাশে রণবীর কাপুর সাদা পোশাকে বিরাজ করছিলেন। জুটিকে পরিবারের সঙ্গে আনন্দ করতেই দেখা যায়।
advertisement
7/8
 সন্ধ্যার পরে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাওয়ার সময় একসঙ্গে পোজও দেন তাঁরা। হাত ধরে একই গাড়িতে ফিরে যান আলিয়া-রণবীর। মহেশ, পূজারা ফেরেন অন্য একটিতে। ফেরার আগে মহেশের সঙ্গে গল্প করতে দেখা যায় রণবীরকে।
সন্ধ্যার পরে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাওয়ার সময় একসঙ্গে পোজও দেন তাঁরা। হাত ধরে একই গাড়িতে ফিরে যান আলিয়া-রণবীর। মহেশ, পূজারা ফেরেন অন্য একটিতে। ফেরার আগে মহেশের সঙ্গে গল্প করতে দেখা যায় রণবীরকে।
advertisement
8/8
আলিয়া আবার এখন ব্যস্ত হয়ে পড়বেন 'আলফা'র শুটিংয়ে। অন্যদিকে রণবীর 'রামায়ণ'-এর শুটিংয়ে ব্যস্ত। এই দম্পতিকে পরবর্তীতে 'লাভ অ্যান্ড ওয়ার'-এ একসঙ্গে দেখা যাবে, যা ২০২৬ সালের মার্চ মাসে মুক্তি পাবে।
আলিয়া আবার এখন ব্যস্ত হয়ে পড়বেন 'আলফা'র শুটিংয়ে। অন্যদিকে রণবীর 'রামায়ণ'-এর শুটিংয়ে ব্যস্ত। এই দম্পতিকে পরবর্তীতে 'লাভ অ্যান্ড ওয়ার'-এ একসঙ্গে দেখা যাবে, যা ২০২৬ সালের মার্চ মাসে মুক্তি পাবে।
advertisement
advertisement
advertisement