Alia Bhatt Botox: মুখে Botox করাতে গিয়ে বড় 'গোলমাল'? ঘোর বিতর্কে আলিয়া...! কী বললেন নায়িকা?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Alia Bhatt Botox: বোটক্স করাতে গিয়ে নাকি মুখের একটি অংশ "প্যারালাইজড" হয়ে গিয়েছে অভিনেত্রীর! সেই দেখিয়ে আলিয়ার বাঁকা হাসির এক ছবি দেওয়া হয়। যা নিয়ে তুমুল বিতর্ক!
advertisement
advertisement
advertisement
আলিয়া নাকি মুখে বোটক্স করিয়েছেন, এমনই দাবি তোলা হয়েছিল সেই ভাইরাল ভিডিওতে। কসমেটিক সার্জারি বা কৃত্রিম উপায়ে মুখ বদলাতে গিয়ে নিজের মুখকে বিকৃত করে ফেলেছেন আলিয়া, এমনই বলা ছিল সেই ভিডিওতে। যা নিয়ে বিতর্ক ওঠে। মুখের একটি অংশ "প্যারালাইজড" হয়ে গিয়েছে দেখিয়ে আলিয়ার বাঁকা হাসির এক ছবি দেওয়া হয়।
advertisement
বিষয়টি আলিয়ার চোখে পড়তে তিনি সোচ্চার হন সমাজমাধ্যমে। বোটক্স করিয়েছেন কি করাননি এ নিয়ে একটিও কথা না বলে আলিয়া ফুঁসে ওঠেন নারীদের হেনস্থা করার এই প্রবণতা নিয়েই। তাঁর কথায়, "হাস্যকর, অযৌক্তিক এই ভিডিও। কীসের ভিত্তিতে বলা যায় এমন?" আলিয়ার দাবি, সোশ্যাল মিডিয়ায় ক্লিক বেট তৈরির চেষ্টায় আজকাল লোকে এমন কন্টেন্ট বানাচ্ছে। কিন্তু লক্ষ্য মহিলারা কেন? কারও চেহারা নিয়ে troll করার বিরোধিতা করেন অভিনেত্রী তাঁর নিজের পোস্টে।
advertisement
advertisement
advertisement