বলিউড তথা সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন পূজা বেদীর কন্যা অলায়া ফার্নিচারওয়ালা বা অলায়া এফ (Alaya F)৷ সাদা-কালো লুকে অলায়া যেন উষ্ণতার প্রতিমূর্তি৷ সাদা করসেট টপ এবং কালো খাটো স্কার্টে অলায়া মন কেড়েছেন অনুরাগী ও ভক্তদের৷ লাল ব্রালেট, হাইওয়েস্ট ডেনিম ও জংলা শ্রাগে অলায়া কেতাদুরস্ত৷ টাই ডাই ক্রপ টপ ও ট্যাসেল ডেনিম শর্টসে অলায়া বাজিমাত করেছেন নেটদুনিয়ায়৷ ক্রপ টপ এবং লেদার প্যান্টসে অলায়া যেন উষ্ণতা ছড়াচ্ছেন ভরা মাঘেও৷ প্রিন্টেড অ্যাসিমেট্রিক্যাল পোশাকে অলায়া অপরূপা৷ ঊর্ধ্বাঙ্গে স্বচ্ছ আবরণ, হাই ওয়েস্ট ডেনিমের যুগলন্দিকে অলায়া অসামান্যা৷ কুঁচি দেওয়া ক্রপ টপ ও ফ্লোরাল ঢিলেঢালা প্যান্টে অলায়া কুল ক্যাজুয়াল৷ হাই স্লিট ড্রেসে ফুটে উঠেছে সুতনুকা অলায়ার সৌন্দর্য৷