প্রায় ১৭ বছর পর অক্ষয় কুমারের সঙ্গে রুপোলি পর্দায় কাজ করতে দেখা যাবে এই খান সুপারস্টারকে, খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত খিলাড়ি কুমার?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Akshay Kumar Saif Ali Khan Reunion: একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন অক্ষয় কুমার এবং সইফ আলি খান। নব্বইয়ের দশকে রুপোলি পর্দায় বেশ জনপ্রিয় ছিলেন দুই তারকাই। এবার আবারও তাঁদের একসঙ্গে পেতে চলেছেন ভক্তরা। একটি নতুন প্রজেক্টে প্রায় সতেরো বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে অক্ষয় এবং সইফকে। আর এটা হল একটি দক্ষিণী ছবির রিমেক।
advertisement
আবারও পর্দা কাঁপাতে আসছেন সইফ আলি খান আর অক্ষয় কুমার: সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রায় সতেরো বছর পর মালয়ালম ছবি ‘ওপ্পম’-এর হিন্দি রিমেক আবারও একসঙ্গে কাজ করতে দেখা যাবে অক্ষয় কুমার এবং সইফ আলি খানকে। ২০১৬ সালে এই মালয়ালম ছবিটি মুক্তি পেয়েছিল। যেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল মোহনলালকে। সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, এই নতুন ভার্সনে খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে অক্ষয় কুমারকে। (File Photo)
advertisement
যদিও কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত হয়নি। Bollywood Hungama-র রিপোর্ট থেকে ছবির কাস্টিং এবং বিশদ তথ্য সম্পর্কে জানা গিয়েছে। সইফকে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। অন্য দিকে অক্ষয়কে দেখা যাবে ভয়ঙ্কর অবতারে। মারকাটারি অ্যাকশনে দেখা যাবে দুই তাবড় তারকাকে। চলতি বছর অগাস্ট মাস থেকে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। ছবিটি মুক্তি পাবে পরের বছর অর্থাৎ ২০২৬ সালে। (File Photo)
advertisement
সইফ আলি খানের সাম্প্রতিক কাজ: ‘তশন’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ইয়ে দিল লগি’, ‘আরজু’, ‘তু চোর ম্যায় সিপাহি’ এবং ‘কিমত’-এর ছবিতে একসঙ্গে কাজ করেছেন সইফ আলি খান এবং অক্ষয় কুমার। এগুলো অবশ্য হিন্দি ছবি ছিল। তবে দক্ষিণী রিমেকে এই প্রথমবারের জন্য কাজ করতে প্রস্তুত তাঁরা। সম্প্রতি ‘জ্যুয়েল থিফ’ ছবিতে কাজ করেছেন সইফ। সেই ছবিতে অভিনয় করেছিলেন জয়দীপ অহলাওয়াত এবং নিকিতা দত্ত। আপাতত নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে ছবিটির। ভক্তদের থেকে মিলেছে দারুণ সাড়া। (File Photo)
advertisement
অক্ষয় কুমারের সাম্প্রতিক কাজ: অন্যদিকে, অক্ষয় কুমারের সাম্প্রতিক কাজ হল ‘কেশরী চ্যাপ্টার ২’। ওই ছবিতে তাঁর পাশাপাশি অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে এবং আর. মাধবন। এটি একটি পিরিয়ড কোর্টরুম ড্রামা, যা ভক্তদের থেকে প্রচুর ভালবাসা পেয়েছে। এই সাফল্যের পর অক্ষয়ের পরের ছবি হল ‘হাউজফুল ৫’। সম্প্রতি এই ছবির টিজার মুক্তি পেয়েছে। তরুণ মনসুখানি পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ৬ জুন ২০২৫ তারিখে।