Vinod Khanna-Akshay Khanna: একটি ছবি করেই নাকে খত! কেন বাবা বিনোদ খান্নার সঙ্গে আর কাজ করতে চাননি অক্ষয়

Last Updated:
Vinod Khanna-Akshay Khanna: অক্ষয় খান্না। অভিনেতা বিনোদ খান্নার একমাত্র পুত্র। অভিনয় দক্ষতায় বারবার নিজেকে প্রমাণ করলেও পর্দায় হাতেখড়ির অভিজ্ঞতা খুব মসৃণ ছিল না বলিউডের এই তারকা-সন্তানের।
1/5
অক্ষয় খান্না। অভিনেতা বিনোদ খান্নার একমাত্র পুত্র। অভিনয় দক্ষতায় বারবার নিজেকে প্রমাণ করলেও পর্দায় হাতেখড়ির অভিজ্ঞতা খুব মসৃণ ছিল না বলিউডের এই তারকা-সন্তানের।
অক্ষয় খান্না। অভিনেতা বিনোদ খান্নার একমাত্র পুত্র। অভিনয় দক্ষতায় বারবার নিজেকে প্রমাণ করলেও পর্দায় হাতেখড়ির অভিজ্ঞতা খুব মসৃণ ছিল না বলিউডের এই তারকা-সন্তানের।
advertisement
2/5
১৯৯৭ সালে 'হিমালয় পুত্র' ছবিতে প্রথম অভিনয় করেন অক্ষয়। কেরিয়ারের শুরুতেই সঙ্গী হিসাবে পেয়েছিলেন বাবা বিনোদ খান্নাকে। সেই ছবির পর আর কখনও বিনোদের সঙ্গে কাজ করতে চাননি তাঁর পুত্র।
১৯৯৭ সালে 'হিমালয় পুত্র' ছবিতে প্রথম অভিনয় করেন অক্ষয়। কেরিয়ারের শুরুতেই সঙ্গী হিসাবে পেয়েছিলেন বাবা বিনোদ খান্নাকে। সেই ছবির পর আর কখনও বিনোদের সঙ্গে কাজ করতে চাননি তাঁর পুত্র।
advertisement
3/5
অক্ষয়ের যুক্তি যদিও একেবারে ফেলে দেওয়ার মতো নয়। অভিনেতা জানিয়েছিলেন, বাবার সঙ্গে অভিনয় করতে গিয়ে তাঁর আত্মবিশ্বাসে টান পড়েছিল। এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন, "কিছু মানুষ আছেন, যাঁদের সঙ্গে কাজ করতে নেই। আমার বাবা তাঁদের মধ্যে একজন। তাঁর সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে পর্দায় দাঁড়ানো অসম্ভব।"
অক্ষয়ের যুক্তি যদিও একেবারে ফেলে দেওয়ার মতো নয়। অভিনেতা জানিয়েছিলেন, বাবার সঙ্গে অভিনয় করতে গিয়ে তাঁর আত্মবিশ্বাসে টান পড়েছিল। এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন, "কিছু মানুষ আছেন, যাঁদের সঙ্গে কাজ করতে নেই। আমার বাবা তাঁদের মধ্যে একজন। তাঁর সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে পর্দায় দাঁড়ানো অসম্ভব।"
advertisement
4/5
অভিনেতা আরও যোগ করেন, "আমার সেই গুণ নেই। পর্দায় আমার উপস্থিতি এত জোরালো নয়। কিছু অভিনেতা পর্দায় সব কিছু ধুয়েমুছে নিয়ে যায়। আমার বাবা তাঁদেরই একজন।" বিনোদের সঙ্গে একই তালিকায় অমিতাভ বচ্চনকেও রেখেছেন অক্ষয়।
অভিনেতা আরও যোগ করেন, "আমার সেই গুণ নেই। পর্দায় আমার উপস্থিতি এত জোরালো নয়। কিছু অভিনেতা পর্দায় সব কিছু ধুয়েমুছে নিয়ে যায়। আমার বাবা তাঁদেরই একজন।" বিনোদের সঙ্গে একই তালিকায় অমিতাভ বচ্চনকেও রেখেছেন অক্ষয়।
advertisement
5/5
ভবিষ্যতে কি কখনও বিনোদের জীবনীমূলক ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করবেন অক্ষয়?অতীতে এক সাক্ষাৎকারে এমনই প্রশ্ন রাখা হয়েছিল অভিনেতার কাছে। অক্ষয় বলেছিলেন, "আমাকে একদমই ওঁর মতো দেখতে নয়। এ নিয়ে কখনও ভাবিনি, তাই বলতে পারব না।
ভবিষ্যতে কি কখনও বিনোদের জীবনীমূলক ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করবেন অক্ষয়?অতীতে এক সাক্ষাৎকারে এমনই প্রশ্ন রাখা হয়েছিল অভিনেতার কাছে। অক্ষয় বলেছিলেন, "আমাকে একদমই ওঁর মতো দেখতে নয়। এ নিয়ে কখনও ভাবিনি, তাই বলতে পারব না।
advertisement
advertisement
advertisement