Aishwarya- Abhishek: সব হিসেব ওলটপালট...! অভিষেকের সঙ্গে বিচ্ছেদের জল্পনার মধ্যে এ কী করলেন ঐশ্বর্য? হতবাক সকলে

Last Updated:
Aishwarya- Abhishek: দেখতে দেখতে বিয়ের ১৭ বছর পার৷ বিচ্ছেদের খবরের মধ্যেই এবার সকলকে চমকে দিলেন ঐশ্বর্য রাই বচ্চন৷
1/6
বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন সর্বদাই খবরের শিরোনামে৷ অভিনয় দিয়ে সকলের মনে যেমন জায়গা করে নিয়েছেন তেমনই ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সর্বদাই সকলের নজরে রয়েছেন৷
বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন সর্বদাই খবরের শিরোনামে৷ অভিনয় দিয়ে সকলের মনে যেমন জায়গা করে নিয়েছেন তেমনই ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সর্বদাই সকলের নজরে রয়েছেন৷
advertisement
2/6
বিয়ের দু'দশক পার করে ফেলেছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন৷ দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যে ভাঙন ধরেছে বলেই শোনা যাচ্ছে৷ তারকা দম্পতির বিচ্ছেদের খবর নিয়ে তোলপাড় বি-টাউন৷ শোনা যাচ্ছে, একসঙ্গে আর থাকছেন না অভিষেক ও ঐশ্বর্য৷
বিয়ের দু'দশক পার করে ফেলেছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন৷ দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যে ভাঙন ধরেছে বলেই শোনা যাচ্ছে৷ তারকা দম্পতির বিচ্ছেদের খবর নিয়ে তোলপাড় বি-টাউন৷ শোনা যাচ্ছে, একসঙ্গে আর থাকছেন না অভিষেক ও ঐশ্বর্য৷
advertisement
3/6
বিচ্ছেদের খবরের মধ্যেই এবার সকলকে চমকে দিলেন ঐশ্বর্য রাই বচ্চন৷ দেখতে দেখতে বিয়ের ১৭ বছর পার৷ ২০ এপ্রিল অভিষেক-ঐশ্বর্যর ১৭ তম বিবাহবার্ষিকীতে কোনও শুভেচ্ছা বার্তা পোস্ট করেননি তারা৷
বিচ্ছেদের খবরের মধ্যেই এবার সকলকে চমকে দিলেন ঐশ্বর্য রাই বচ্চন৷ দেখতে দেখতে বিয়ের ১৭ বছর পার৷ ২০ এপ্রিল অভিষেক-ঐশ্বর্যর ১৭ তম বিবাহবার্ষিকীতে কোনও শুভেচ্ছা বার্তা পোস্ট করেননি তারা৷
advertisement
4/6
আচমকাই মধ্যরাতে এল বড় চমক৷ বিচ্ছেদের জল্পনার মধ্যে একফ্রেমে ধরা দিলেন ঐশ্বর্য ও অভিষেক৷ মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়েই এদিন হাসিমুখে ছবি পোস্ট করেছেন তাঁরা৷
আচমকাই মধ্যরাতে এল বড় চমক৷ বিচ্ছেদের জল্পনার মধ্যে একফ্রেমে ধরা দিলেন ঐশ্বর্য ও অভিষেক৷ মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়েই এদিন হাসিমুখে ছবি পোস্ট করেছেন তাঁরা৷
advertisement
5/6
মায়ের কাঁধে মাথা দিয়ে রয়েছেন আরাধ্যা৷ মেয়ের মাথায় থুতনি লাগিয়ে পোজ দিয়েছেন অভিষেক৷ রেড হট লিপস-এ নজর কেড়েছেন ঐশ্বর্য৷ নীল নয়না সুন্দরীর স্টাইলে বুঁদ নেটপাড়া৷ পাশাপাশি ঐশ্বর্য কন্যার ট্রান্সফরমেশন থেকে চোখ ফেরাতে পারছেন না কেউই৷
মায়ের কাঁধে মাথা দিয়ে রয়েছেন আরাধ্যা৷ মেয়ের মাথায় থুতনি লাগিয়ে পোজ দিয়েছেন অভিষেক৷ রেড হট লিপস-এ নজর কেড়েছেন ঐশ্বর্য৷ নীল নয়না সুন্দরীর স্টাইলে বুঁদ নেটপাড়া৷ পাশাপাশি ঐশ্বর্য কন্যার ট্রান্সফরমেশন থেকে চোখ ফেরাতে পারছেন না কেউই৷
advertisement
6/6
ঐশ্বর্য নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টটি শেয়ার করেছেন৷ ছবি দেখেই বোঝা যাচ্ছে ঘরোয়া সেলিব্রেশনের মধ্যে দিয়েই দিনটা সেলিব্রেট করেছেন তাঁরা৷ আপাতত এই ছবি নেটদুনিয়ায় ভাইরাল৷ তবে কি বরফ গলে জল হল?
ঐশ্বর্য নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টটি শেয়ার করেছেন৷ ছবি দেখেই বোঝা যাচ্ছে ঘরোয়া সেলিব্রেশনের মধ্যে দিয়েই দিনটা সেলিব্রেট করেছেন তাঁরা৷ আপাতত এই ছবি নেটদুনিয়ায় ভাইরাল৷ তবে কি বরফ গলে জল হল?
advertisement
advertisement
advertisement