Bollywood Gossip: আরাধ্যার সঙ্গে বচ্চন বাড়িতে কী হয়, তথ্য ফাঁস করলেন নায়িকা, 'মেয়ে ছাড়া তাঁর জীবনে আর কিছু নেই', মুখ খুললেন ঐশ্বর্য!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Bachchan Family News: আপাতত কয়েক মাস তিনি এবং অভিষেক খবরের শিরোনামে রয়েছেন৷ কারণ তাঁদের দাম্পত্যের কলহ সামনে এসেছে৷
advertisement
বচ্চন বহুরানি একবার জানিয়েছিলেন যে অনেক ছোট থেকেই তিনি নিজের কাজ নিজে করা পছন্দ করেন৷ ১৮ বছর বয়স থেকে সংসারের বহু দায়িত্ব তিনি সামলেছেন৷ প্রতিদিন ভোর ৫.৩০-এ তিনি ঘুম থেকে উঠে পড়েন৷ এবং তখন থেকে শুরু হয় তাঁর দিন এবং কাজ৷ মেয়ে হওয়ার পর থেকে তাঁর জীবনের দিক পাল্টেছে৷ নায়িকার জীবনের প্রাধান্য এখন শুধুই আরাধ্যা, বাকি সবকিছু গুরুত্ব কম৷
advertisement
একটি পুরনো সাক্ষাৎকারে ঐশ্বর্য উল্লেখ করেছিলেন যে তিনি এবং অভিষেক সবসময় চেষ্টা করেন যে আরাধ্যার জীবন যেন সুস্থ ও স্বাভাবিক হয়৷ বচ্চন বাড়ির যে বিশাল প্রতিপত্তি তা যেন আরাধ্যার উপর খুব বেশি প্রভাব না ফেলে, সেই চেষ্টা করা হয়৷ ঐশ্বর্য বলেন “আরাধ্য বাড়িতে গান গায়, নাচে৷ কখনও আমার ছবির গানে, কখনও তার বাবা এবং ঠাকুরদার ছবির গানের সঙ্গে নাচে। আমাদের একটি সাধারণ পরিবার। আমরা আরাধ্যার চারপাশের পরিবেশ যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করি৷
advertisement
তবে স্টার পরিবারের ব্যস্ততার ফলে সবসময় মেয়েকে দেখভাল করতে পারেন না নায়িকা৷ ফলে আরাধ্যার জন্য এক ন্যানি রয়েছে৷ ২৪ ঘণ্টা তার যত্ন নেন তিনি৷ ঐশ্বর্য আরও বলেন যে তাঁকে বলা হয়েছিল মেয়ের জন্য ২জন আয়ার প্রয়োজন৷ কারণ বাড়ির বাইরে গেলে, লম্বা সময়ের জন্য একজন দেখভাল করতে পারলে সুবিধা হবে৷ তবে তিনি সেরমক করেননি৷ মেয়ের সব কাজ করতে তিনি উপভোগ করেন বলে জানিয়েছেন বলিউডের স্টার নায়িকা৷
advertisement
এক্ষেত্রে মায়ের সাহায্যও পান ঐশ্বর্য৷ পেশার কারণে অনেকটা সময় তিনি ব্যস্ত থাকেন৷ ফলে কাজ, ঘর, সন্তান সব কিছু সামলানো সত্যিই খুব চাপে৷ বাস্তবের নায়ক বা হিরো এই মহিলারা, যাঁরা সবদিক সামলান, মত নায়িকার৷ কাজ এবং সংসার সামলাতে স্বামীদের অবদান অনেকটা, মানেন তিনি৷ এক্ষেত্রে তিনি ভাগ্যবতী বলেন মনে করেন অভিষেক পত্নী৷
advertisement
advertisement
advertisement