ঐশ্বর্য-অভিষেকের সংসারে ভাঙনের জল্পনা তুঙ্গে; এরই মাঝে নিজেদের রোকা প্রসঙ্গে এক অজানা সত্য সামনে আনলেন প্রাক্তন বিশ্বসুন্দরী

Last Updated:
Aishwarya Rai Abhishek Bachchan Relation: ২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঐশ্বর্য-অভিষেক। সংবাদমাধ্যমে সেই সময় এই জমকালো বিয়ে নিয়ে যথেষ্ট হইচই হয়েছিল।
1/6
বলিউডের প্রথম সারির জুটির মধ্যে অন্যতম হলেন ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চন। কিন্তু এহেন জনপ্রিয় দম্পতির সুখের সংসারেই না কি ভাঙন! এমনই জল্পনা ভক্তদের। আসলে বেশ কিছু সময় ধরে একসঙ্গে দেখা যাচ্ছে না অভিষেক আর ঐশ্বর্যকে। এমনকী, শ্বশুর অমিতাভের জন্মদিনের ভিডিওতেও দেখা যায়নি প্রাক্তন বিশ্বসুন্দরীকে। আবার বিভিন্ন অনুষ্ঠানে ঐশ্বর্য যোগ দিলেও তাঁর সঙ্গে থাকছেন না অভিষেক।
বলিউডের প্রথম সারির জুটির মধ্যে অন্যতম হলেন ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চন। কিন্তু এহেন জনপ্রিয় দম্পতির সুখের সংসারেই না কি ভাঙন! এমনই জল্পনা ভক্তদের। আসলে বেশ কিছু সময় ধরে একসঙ্গে দেখা যাচ্ছে না অভিষেক আর ঐশ্বর্যকে। এমনকী, শ্বশুর অমিতাভের জন্মদিনের ভিডিওতেও দেখা যায়নি প্রাক্তন বিশ্বসুন্দরীকে। আবার বিভিন্ন অনুষ্ঠানে ঐশ্বর্য যোগ দিলেও তাঁর সঙ্গে থাকছেন না অভিষেক।
advertisement
2/6
এদিকে অভিনেতার সঙ্গে আর এক অভিনেত্রী নিমরত কৌরের সম্পর্কের গুঞ্জনও উড়ে বেড়াচ্ছে বি-টাউনের অন্দর জুড়ে। এই সমস্ত জল্পনার মাঝেই ঐশ্বর্যর সাক্ষাৎকারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। অভিষেক বচ্চনের সঙ্গে কীভাবে তাঁর বিয়ে হয়েছিল, সেটাই ওই সাক্ষাৎকারে তুলে ধরেছেন রাইসুন্দরী। ২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঐশ্বর্য-অভিষেক। সংবাদমাধ্যমে সেই সময় এই জমকালো বিয়ে নিয়ে যথেষ্ট হইচই হয়েছিল। অথচ এই জুটির রোকা অনুষ্ঠানের গল্প খুব কম সংখ্যক মানুষই জানেন।
এদিকে অভিনেতার সঙ্গে আর এক অভিনেত্রী নিমরত কৌরের সম্পর্কের গুঞ্জনও উড়ে বেড়াচ্ছে বি-টাউনের অন্দর জুড়ে। এই সমস্ত জল্পনার মাঝেই ঐশ্বর্যর সাক্ষাৎকারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। অভিষেক বচ্চনের সঙ্গে কীভাবে তাঁর বিয়ে হয়েছিল, সেটাই ওই সাক্ষাৎকারে তুলে ধরেছেন রাইসুন্দরী। ২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঐশ্বর্য-অভিষেক। সংবাদমাধ্যমে সেই সময় এই জমকালো বিয়ে নিয়ে যথেষ্ট হইচই হয়েছিল। অথচ এই জুটির রোকা অনুষ্ঠানের গল্প খুব কম সংখ্যক মানুষই জানেন।
advertisement
3/6
আগে এক সাক্ষাৎকারে ঐশ্বর্য জানিয়েছিলেন যে, অভিষেক প্রোপোজ করার পরে আচমকাই তাঁদের রোকা হয়ে গিয়েছিল। এমনকী সেই সময় শহরে ছিলেন না অভিনেত্রীর বাবাও। সেই সময়ই রোকা করতে ঐশ্বর্যদের বাসভবনে হাজির হয়েছিল বচ্চন পরিবার। ঐশ্বর্যর কথায়, “এমনকী আমি জানতামও না রোকা বলে কোনও অনুষ্ঠান হয়। আমরা দক্ষিণ ভারতীয়। সেই কারণে আমি জানতামও না রোকা কী? হঠাৎই ওঁদের বাড়ি থেকে ফোন আসে আর ওঁরা জানান যে, আমরা আসছি।”
আগে এক সাক্ষাৎকারে ঐশ্বর্য জানিয়েছিলেন যে, অভিষেক প্রোপোজ করার পরে আচমকাই তাঁদের রোকা হয়ে গিয়েছিল। এমনকী সেই সময় শহরে ছিলেন না অভিনেত্রীর বাবাও। সেই সময়ই রোকা করতে ঐশ্বর্যদের বাসভবনে হাজির হয়েছিল বচ্চন পরিবার। ঐশ্বর্যর কথায়, “এমনকী আমি জানতামও না রোকা বলে কোনও অনুষ্ঠান হয়। আমরা দক্ষিণ ভারতীয়। সেই কারণে আমি জানতামও না রোকা কী? হঠাৎই ওঁদের বাড়ি থেকে ফোন আসে আর ওঁরা জানান যে, আমরা আসছি।”
advertisement
4/6
অভিনেত্রী বলে চলেন, “অভিষেক বলেছিলেন, আমরা সবাই আসছি। আর আমি বাবাকে আটকাতে পারছি না। আমরা রাস্তাতেই রয়েছি। তোমার বাড়িতে আসছি। আমি ভেবেছিলাম, হে ঈশ্বর! এসব কী হচ্ছে?” আসলে ওই সময় শহরে ছিলেন না ঐশ্বর্যর বাবা কৃষ্ণরাজ রাই। ফলে গোটা বিষয়টাই ছিল তাঁদের কাছে রীতিমতো আকাশ থেকে পড়ার মতো! সাধারণত ছেলেমেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকেন মা-বাবারা। কিন্তু ঐশ্বর্যর বাবা সেই সময় না থাকায় তাঁকে ফোন করেই বাগদান প্রক্রিয়া সম্পন্ন হয়।
অভিনেত্রী বলে চলেন, “অভিষেক বলেছিলেন, আমরা সবাই আসছি। আর আমি বাবাকে আটকাতে পারছি না। আমরা রাস্তাতেই রয়েছি। তোমার বাড়িতে আসছি। আমি ভেবেছিলাম, হে ঈশ্বর! এসব কী হচ্ছে?” আসলে ওই সময় শহরে ছিলেন না ঐশ্বর্যর বাবা কৃষ্ণরাজ রাই। ফলে গোটা বিষয়টাই ছিল তাঁদের কাছে রীতিমতো আকাশ থেকে পড়ার মতো! সাধারণত ছেলেমেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকেন মা-বাবারা। কিন্তু ঐশ্বর্যর বাবা সেই সময় না থাকায় তাঁকে ফোন করেই বাগদান প্রক্রিয়া সম্পন্ন হয়।
advertisement
5/6
ঐশ্বর্যর বক্তব্য, আমার বাবা সেই সময় ছিলেন না। তাই তাঁকে কল করেই বাগদান পর্ব সারা হয়। আর এভাবে আচমকাই বিষয়টি ঘটে যায়। এমনকী এতে বেশ তাজ্জব বনে গিয়েছিলেন অভিনেত্রীর মা বৃন্দা রাইও। দীর্ঘ সতেরো বছরের দাম্পত্যজীবন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের। দম্পতির এক কন্যাসন্তান রয়েছে। যার নাম আরাধ্যা বচ্চন।
ঐশ্বর্যর বক্তব্য, আমার বাবা সেই সময় ছিলেন না। তাই তাঁকে কল করেই বাগদান পর্ব সারা হয়। আর এভাবে আচমকাই বিষয়টি ঘটে যায়। এমনকী এতে বেশ তাজ্জব বনে গিয়েছিলেন অভিনেত্রীর মা বৃন্দা রাইও। দীর্ঘ সতেরো বছরের দাম্পত্যজীবন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের। দম্পতির এক কন্যাসন্তান রয়েছে। যার নাম আরাধ্যা বচ্চন।
advertisement
6/6
চলতি বছরের গোড়ার দিকে অভিষেক আর ঐশ্বর্যর দাম্পত্যে চিড় ধরার জল্পনা তুঙ্গে ওঠে। কারণ মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে কন্যা আরাধ্যাকে নিয়ে যোগ দিয়েছিলেন ঐশ্বর্য। এমনকী, একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও কন্যা আরাধ্যার সঙ্গেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই অনুষ্ঠানে অভিষেক তো অনুপস্থিত ছিলেনই, এমনকী ঐশ্বর্যের জয় নিয়ে কোনও মন্তব্যও করতে দেখা যায়নি বচ্চন পরিবারের কোনও সদস্যকে। এখান থেকেই অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদের জল্পনা আরও তীব্র হয়েছে।
চলতি বছরের গোড়ার দিকে অভিষেক আর ঐশ্বর্যর দাম্পত্যে চিড় ধরার জল্পনা তুঙ্গে ওঠে। কারণ মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে কন্যা আরাধ্যাকে নিয়ে যোগ দিয়েছিলেন ঐশ্বর্য। এমনকী, একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও কন্যা আরাধ্যার সঙ্গেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই অনুষ্ঠানে অভিষেক তো অনুপস্থিত ছিলেনই, এমনকী ঐশ্বর্যের জয় নিয়ে কোনও মন্তব্যও করতে দেখা যায়নি বচ্চন পরিবারের কোনও সদস্যকে। এখান থেকেই অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদের জল্পনা আরও তীব্র হয়েছে।
advertisement
advertisement
advertisement