Adrit Roy Kaushambi Chakraborty Wedding: আদৃত-কৌশাম্বির বউভাতে দেশি-বিদেশি খাবার! রাজসিক ভোজের আয়োজন, রইল মেন্যুর এক্সক্লুসিভ ছবি, দেখেই জিভে জল!

Last Updated:
Adrit Roy Kaushambi Chakraborty Wedding Reception: আদৃত-কৌশাম্বির প্রেমের সাক্ষী থাকল মিঠাই পরিবার থেকে আত্মীয়-পরিজনেরা। মস্ত ব্যাঙ্কোয়েটে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে খাবারের স্টল। বুফেতে ছিল রকমারি জিভে জল আনা পদ।
1/8
‘দিদিয়া’ আর ‘উচ্ছেবাবু’। একে অপরের হাতে হাত রাখলেন যুগল। বিয়ে করে নতুন অধ্যায় শুরু করলেন কৌশাম্বি চক্রবর্তী আর আদৃত রায়। প্রেমের সময় যাঁরা ছিলেন চুপ, বিয়ের সময় সারা শহরকে রঙিন করে তুললেন তাঁরাই।
‘দিদিয়া’ আর ‘উচ্ছেবাবু’। একে অপরের হাতে হাত রাখলেন যুগল। বিয়ে করে নতুন অধ্যায় শুরু করলেন কৌশাম্বি চক্রবর্তী আর আদৃত রায়। প্রেমের সময় যাঁরা ছিলেন চুপ, বিয়ের সময় সারা শহরকে রঙিন করে তুললেন তাঁরাই।
advertisement
2/8
গত পরশু, ৯ মে সাতপাকে বাঁধা পড়েছিলেন আদৃত-কৌশাম্বি। আজ, শনিবার, ১১ মে, কলকাতারই এক ক্লাবে রিসেপশন সারলেন নবদম্পতি। তাঁদের বিয়েতে চাঁদের হাট। সমাবেশ হয়েছিল টেলিপাড়ার তারকাদের।
গত পরশু, ৯ মে সাতপাকে বাঁধা পড়েছিলেন আদৃত-কৌশাম্বি। আজ, শনিবার, ১১ মে, কলকাতারই এক ক্লাবে রিসেপশন সারলেন নবদম্পতি। তাঁদের বিয়েতে চাঁদের হাট। সমাবেশ হয়েছিল টেলিপাড়ার তারকাদের।
advertisement
3/8
সাদা রঙের এম্বেলিশড লেহঙ্গায় তাক লাগালেন নববধূ কৌশাম্বি। আদৃতের পরনে ছিল সাদা শেরওয়ানি। রিসেপশনে কেকও কাটা হল। একগাল হাসি নিয়ে লেন্সবন্দি হলেন নবদম্পতি।
সাদা রঙের এম্বেলিশড লেহঙ্গায় তাক লাগালেন নববধূ কৌশাম্বি। আদৃতের পরনে ছিল সাদা শেরওয়ানি। রিসেপশনে কেকও কাটা হল। একগাল হাসি নিয়ে লেন্সবন্দি হলেন নবদম্পতি।
advertisement
4/8
থ্রি টিয়ার কেক কেটে একে অপরকে খাওয়ালেন আদৃত-কৌশাম্বি। সাক্ষী থাকল মিঠাই পরিবার থেকে আত্মীয়-পরিজনেরা। মস্ত ব্যাঙ্কোয়েটে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে খাবারের স্টল। বুফেতে ছিল রকমারি জিভে জল আনা পদ।
থ্রি টিয়ার কেক কেটে একে অপরকে খাওয়ালেন আদৃত-কৌশাম্বি। সাক্ষী থাকল মিঠাই পরিবার থেকে আত্মীয়-পরিজনেরা। মস্ত ব্যাঙ্কোয়েটে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে খাবারের স্টল। বুফেতে ছিল রকমারি জিভে জল আনা পদ।
advertisement
5/8
স্টার্টার হিসেবে অতিথিদের জন্য ছিল লেমন ফিশ ফ্রাই, চিকেন টেংরি কেবাব, চিজ বল, কোরিয়েন্ডার কর্ন স্যুপ, চিকেন স্যুপ, আম পান্নার সরবত, পাইন্যাপেল স্মুদি।
স্টার্টার হিসেবে অতিথিদের জন্য ছিল লেমন ফিশ ফ্রাই, চিকেন টেংরি কেবাব, চিজ বল, কোরিয়েন্ডার কর্ন স্যুপ, চিকেন স্যুপ, আম পান্নার সরবত, পাইন্যাপেল স্মুদি।
advertisement
6/8
মেন কোর্সের সূত্রপাত স্যালাড দিয়ে। রাশিয়ান স্যালাড, কর্ন বেল পিপার স্যালাড, ফ্রেশ গ্রিন স্যালাড।
মেন কোর্সের সূত্রপাত স্যালাড দিয়ে। রাশিয়ান স্যালাড, কর্ন বেল পিপার স্যালাড, ফ্রেশ গ্রিন স্যালাড।
advertisement
7/8
এরপর আমিষ-নিরামিষের এলাহি আয়োজন। বেনারসি আলুর দম, মেথি পনির, দিওয়ানি হন্ডি, বেবি নান, ডাল বুখারা, মটর কচুরি, বাসন্তি পোলাও, চিকেন বিরিয়ানি, মাটন কষা, প্রন।
এরপর আমিষ-নিরামিষের এলাহি আয়োজন। বেনারসি আলুর দম, মেথি পনির, দিওয়ানি হন্ডি, বেবি নান, ডাল বুখারা, মটর কচুরি, বাসন্তি পোলাও, চিকেন বিরিয়ানি, মাটন কষা, প্রন।
advertisement
8/8
শেষপাতে ছিল টম্যাটোর চাটনি, পাপড়, ক্যারামেল কাস্টার্ড, ওয়েডিং কেক, রসমালাই, ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে দর্শন।
শেষপাতে ছিল টম্যাটোর চাটনি, পাপড়, ক্যারামেল কাস্টার্ড, ওয়েডিং কেক, রসমালাই, ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে দর্শন।
advertisement
advertisement
advertisement