Aditya Ananya Break-up: একেবারে পাকা খবর! মাঝরাতে শ্রদ্ধার বাড়ি.... প্রেম ভেঙে খানখান আদিত্য-অনন্যার

Last Updated:
এর আগে শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেম ছিল আদিত্যর। ‘আশিকি টু’ দিয়েই প্রেম শুরু দু’জনের । যদিও এই সম্পর্কের কথা তাঁরা নিজেরা কোনওদিন স্বীকার করেননি। অবশ্য এই প্রেম বেশিদূর গড়ায়নি, তার আগেই বিচ্ছেদ হয়ে যায়।
1/8
শুক্রবার গভীর রাত। হঠাতই ঝলসে উঠল ক্যামেরার ফ্ল্যাশ। অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বেরচ্ছেন আদিত্য রায় কাপুর। সেই ছবিই এখন ইন্টারনেটে ভাইরাল।
শুক্রবার গভীর রাত। হঠাতই ঝলসে উঠল ক্যামেরার ফ্ল্যাশ। অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বেরচ্ছেন আদিত্য রায় কাপুর। সেই ছবিই এখন ইন্টারনেটে ভাইরাল।
advertisement
2/8
তখন থেকেই গুঞ্জন তাহলে কি অনন্যার সঙ্গে প্রেম ভাঙল! অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুরের ডেটিং গুজব ছড়িয়ে পড়ে বেশ কিছুদিন আগেই৷ শোনা যায়, বি-টাউনের হার্টথ্রব আদিত্য রায় কাপুর জমিয়ে প্রেম করছেন চাঙ্কি পান্ডের মেয়ের সঙ্গে।
তখন থেকেই গুঞ্জন তাহলে কি অনন্যার সঙ্গে প্রেম ভাঙল! অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুরের ডেটিং গুজব ছড়িয়ে পড়ে বেশ কিছুদিন আগেই৷ শোনা যায়, বি-টাউনের হার্টথ্রব আদিত্য রায় কাপুর জমিয়ে প্রেম করছেন চাঙ্কি পান্ডের মেয়ের সঙ্গে।
advertisement
3/8
বিভিন্ন অনুষ্ঠান এবং তারকাদের পার্টিতে পাপারাৎজিদের নজর কেড়েছেন তাঁরা।
বিভিন্ন অনুষ্ঠান এবং তারকাদের পার্টিতে পাপারাৎজিদের নজর কেড়েছেন তাঁরা।
advertisement
4/8
বেশ কিছুদিন আগে কফি উইথ করণ-এর অষ্টম সিজনের তৃতীয় পর্বে সারা আলি খানের সঙ্গে অতিথি হয়ে আসছেন অনন্যা । করণ সারাকে জিজ্ঞাসা করেন, ‘‘অনন্যার জীবনে এমন কী রয়েছে, যা তোমার নেই।’’ উত্তরে সারা বলেন, ‘‘আমার জীবনে নাইট ম্যানেজার নেই।’’ সারার ইঙ্গিত যে আদিত্যের দিকে, তা কারও বুঝতে বাকি নেই। লাজুক চোখ নামিয়ে নেন অনন্যা। তারপর জানান, তিনি নিজেকে অনন্যা ‘কয়’ কাপুর ভাবছেন।
বেশ কিছুদিন আগে কফি উইথ করণ-এর অষ্টম সিজনের তৃতীয় পর্বে সারা আলি খানের সঙ্গে অতিথি হয়ে আসছেন অনন্যা । করণ সারাকে জিজ্ঞাসা করেন, ‘‘অনন্যার জীবনে এমন কী রয়েছে, যা তোমার নেই।’’ উত্তরে সারা বলেন, ‘‘আমার জীবনে নাইট ম্যানেজার নেই।’’ সারার ইঙ্গিত যে আদিত্যের দিকে, তা কারও বুঝতে বাকি নেই। লাজুক চোখ নামিয়ে নেন অনন্যা। তারপর জানান, তিনি নিজেকে অনন্যা ‘কয়’ কাপুর ভাবছেন।
advertisement
5/8
প্রেম নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে আদিত্যকেও। করণ জোহর প্রশ্ন করেন, ‘তুমি কি অনন্যাকে ডেট করছো?’ জানতে চেয়েছিলেন করণ। জবাবে আদিত্য জানিয়েছিলেন-‘করণ আমাকে কোনও সিক্রেট জিগ্গেস করো না, আমি মিথ্যে বলব না’।
প্রেম নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে আদিত্যকেও। করণ জোহর প্রশ্ন করেন, ‘তুমি কি অনন্যাকে ডেট করছো?’ জানতে চেয়েছিলেন করণ। জবাবে আদিত্য জানিয়েছিলেন-‘করণ আমাকে কোনও সিক্রেট জিগ্গেস করো না, আমি মিথ্যে বলব না’।
advertisement
6/8
এখন প্রশ্ন, তাহলে কী এমন হল যে এইটুকু সময়েই ভেঙে গেল জুটি!
এখন প্রশ্ন, তাহলে কী এমন হল যে এইটুকু সময়েই ভেঙে গেল জুটি!
advertisement
7/8
গত মাসে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিলেন অনন্যা। তারপর থেকেই আদিত্যর সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হয়। মাঝে উঠে আসে শ্রদ্ধার নাম। সেই জল্পনাতেই শিলমোহর পড়ল এবার।
গত মাসে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিলেন অনন্যা। তারপর থেকেই আদিত্যর সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হয়। মাঝে উঠে আসে শ্রদ্ধার নাম। সেই জল্পনাতেই শিলমোহর পড়ল এবার।
advertisement
8/8
এর আগে শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেম ছিল আদিত্যর। ‘আশিকি টু’ দিয়েই প্রেম শুরু দু’জনের । যদিও এই সম্পর্কের কথা তাঁরা নিজেরা কোনওদিন স্বীকার করেননি। অবশ্য এই প্রেম বেশিদূর গড়ায়নি, তার আগেই বিচ্ছেদ হয়ে যায়।
এর আগে শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেম ছিল আদিত্যর। ‘আশিকি টু’ দিয়েই প্রেম শুরু দু’জনের । যদিও এই সম্পর্কের কথা তাঁরা নিজেরা কোনওদিন স্বীকার করেননি। অবশ্য এই প্রেম বেশিদূর গড়ায়নি, তার আগেই বিচ্ছেদ হয়ে যায়।
advertisement
advertisement
advertisement