Aditya Ananya Break-up: একেবারে পাকা খবর! মাঝরাতে শ্রদ্ধার বাড়ি.... প্রেম ভেঙে খানখান আদিত্য-অনন্যার
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এর আগে শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেম ছিল আদিত্যর। ‘আশিকি টু’ দিয়েই প্রেম শুরু দু’জনের । যদিও এই সম্পর্কের কথা তাঁরা নিজেরা কোনওদিন স্বীকার করেননি। অবশ্য এই প্রেম বেশিদূর গড়ায়নি, তার আগেই বিচ্ছেদ হয়ে যায়।
advertisement
advertisement
advertisement
বেশ কিছুদিন আগে কফি উইথ করণ-এর অষ্টম সিজনের তৃতীয় পর্বে সারা আলি খানের সঙ্গে অতিথি হয়ে আসছেন অনন্যা । করণ সারাকে জিজ্ঞাসা করেন, ‘‘অনন্যার জীবনে এমন কী রয়েছে, যা তোমার নেই।’’ উত্তরে সারা বলেন, ‘‘আমার জীবনে নাইট ম্যানেজার নেই।’’ সারার ইঙ্গিত যে আদিত্যের দিকে, তা কারও বুঝতে বাকি নেই। লাজুক চোখ নামিয়ে নেন অনন্যা। তারপর জানান, তিনি নিজেকে অনন্যা ‘কয়’ কাপুর ভাবছেন।
advertisement
advertisement
advertisement
advertisement