Aditya Narayan & Shweta Expecting First Child|| শ্বেতার বেবি-বাম্প আগলে রাখছেন, প্রথম সন্তান কবে আসছে? আদিত্য নারায়ণ জানালেন...

Last Updated:
Aditya Narayan confirms Shweta Agarwal is pregnant: বাবা-মা হতে চলেছেন সঙ্গীত শিল্পী, অভিনেতা তথা সঞ্চালক আদিত্য নারায়ণ (Aditya Narayan) এবং তাঁর স্ত্রী শ্বেতা আগরওয়াল (Shweta Agarwal)। কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আদিত্য নিজেই।
1/7
*বাবা-মা হতে চলেছেন সঙ্গীত শিল্পী, অভিনেতা তথা সঞ্চালক আদিত্য নারায়ণ (Aditya Narayan) এবং তাঁর স্ত্রী শ্বেতা আগরওয়াল (Shweta Agarwal)। কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে এ কথা জানিয়েছেন আদিত্য নিজেই। ছবি: ইনস্টাগ্রাম। 
*বাবা-মা হতে চলেছেন সঙ্গীত শিল্পী, অভিনেতা তথা সঞ্চালক আদিত্য নারায়ণ (Aditya Narayan) এবং তাঁর স্ত্রী শ্বেতা আগরওয়াল (Shweta Agarwal)। কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে এ কথা জানিয়েছেন আদিত্য নিজেই। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
2/7
*আদিত্য নারায়ণ ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শ্বেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা গিয়েছে শ্বেতার বেবি বাম্প। সময় যে আসন্ন তা তাঁকে দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। ছবি: ইনস্টাগ্রাম। 
*আদিত্য নারায়ণ ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শ্বেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা গিয়েছে শ্বেতার বেবি বাম্প। সময় যে আসন্ন তা তাঁকে দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
3/7
*আদিত্য লিখেছেন, "Shweta & I feel grateful & blessed to share that we are welcoming our first child soon"। অর্থাৎ, "আমি এবং শ্বেতা গর্বিত। খুব তাড়াতাড়ি আমরা প্রথম সন্তানের অভিভাবক হতে চলেছি। লেখার সঙ্গে একটি বাচ্চার মুখ এবং ফিডিং বোতলের ছবিও জুড়ে দিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম। 
*আদিত্য লিখেছেন, "Shweta & I feel grateful & blessed to share that we are welcoming our first child soon"। অর্থাৎ, "আমি এবং শ্বেতা গর্বিত। খুব তাড়াতাড়ি আমরা প্রথম সন্তানের অভিভাবক হতে চলেছি। লেখার সঙ্গে একটি বাচ্চার মুখ এবং ফিডিং বোতলের ছবিও জুড়ে দিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
4/7
*মাত্র ঘণ্টা দুয়েক আগে ছবি শেয়ার করার পর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছে তাঁদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের দেওয়াল। আদিত্য  এবং শ্বেতাকে শুভেচ্ছা জানিয়েছেন নেহা ককর, শ্রেয়া ঘোষাল, নীতি মোহন, অদিতি সিং শর্মা, অনুষ্কা সেন, সেলিম মার্চেন্ট, অভিনেতা অভিকা গৌর -সহ আরও অনেকে। ছবি: ইনস্টাগ্রাম। 
*মাত্র ঘণ্টা দুয়েক আগে ছবি শেয়ার করার পর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছে তাঁদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের দেওয়াল। আদিত্য  এবং শ্বেতাকে শুভেচ্ছা জানিয়েছেন নেহা ককর, শ্রেয়া ঘোষাল, নীতি মোহন, অদিতি সিং শর্মা, অনুষ্কা সেন, সেলিম মার্চেন্ট, অভিনেতা অভিকা গৌর -সহ আরও অনেকে। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
5/7
*শ্রেয়া ঘোষালও সম্প্রতি মা হয়েছেন। ফলে এই অনুভূতি তিনি জানেন। ফলে খবর পাওয়া মাত্রই শ্রেয়া লেখেন, "সাবাশ! কী ভাল খবর! আন্তরিক শুভেচ্ছা।" নেহা কক্কর লিখেছেন, "সাবাশ! কী সুন্দর। দু'জনকেই শুভেচ্ছা।" ছবি: ইনস্টাগ্রাম। 
*শ্রেয়া ঘোষালও সম্প্রতি মা হয়েছেন। ফলে এই অনুভূতি তিনি জানেন। ফলে খবর পাওয়া মাত্রই শ্রেয়া লেখেন, "সাবাশ! কী ভাল খবর! আন্তরিক শুভেচ্ছা।" নেহা কক্কর লিখেছেন, "সাবাশ! কী সুন্দর। দু'জনকেই শুভেচ্ছা।" ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
6/7
*আদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়াল ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসেন। ২০১০ সালে একটি সিনেমায় অভিনয় করার সময়ে দু'জনের পরিচয়। আদিত্য জানিয়েছেন, এই খবর উচ্ছ্বসিত বাবা উদিত নারায়ণ। ছবি: ইনস্টাগ্রাম। 
*আদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়াল ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসেন। ২০১০ সালে একটি সিনেমায় অভিনয় করার সময়ে দু'জনের পরিচয়। আদিত্য জানিয়েছেন, এই খবর উচ্ছ্বসিত বাবা উদিত নারায়ণ। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
7/7
*সাধের অনুষ্ঠানের আয়োজন খুব তাড়াতাড়ি হবে বলেও জানিয়েছেন আদিত্য। তিনি আরও জানিয়েছেন, সম্প্রতি তাঁরা একটি গোল্ডেন রিট্রিভার দত্তক নিয়েছেন। ফলে সব মিলিয়ে দারুন একটা সময় কাটবে বলেই আশা দম্পতির।  ছবি: ইনস্টাগ্রাম।
*সাধের অনুষ্ঠানের আয়োজন খুব তাড়াতাড়ি হবে বলেও জানিয়েছেন আদিত্য। তিনি আরও জানিয়েছেন, সম্প্রতি তাঁরা একটি গোল্ডেন রিট্রিভার দত্তক নিয়েছেন। ফলে সব মিলিয়ে দারুন একটা সময় কাটবে বলেই আশা দম্পতির।  ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement