Rachana Banerjee at Maha Kumbh: মহাকুম্ভে রচনা বন্দ্যোপাধ্যায়ের 'অমৃত' স্নান, দিলেন ডুব, দেখুন ছবি

Last Updated:
সাংসাদ, ফলে বছরের অনেকটা সময় তাঁকে দিল্লিতে কাটাতে হয়, বিশেষ করে সংসদের অধিবেশন চলার সময়৷ এবারও তিনি সেখানে ছিলেন৷ এবং সেই সময় তিনি দেখা করেন যোগগুরু রামদেব বাবার সঙ্গে৷
1/8
এবছর মহাকুম্ভ৷ দেশের অন্যতম বড় ধর্মীয় উৎসব৷ প্রতি ৩ বছর অন্তর এই মেলা অনুষ্ঠিত হলেও মহাকুম্ভ বা পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয় প্রতি ১২ বছর অন্তর।
এবছর মহাকুম্ভ৷ দেশের অন্যতম বড় ধর্মীয় উৎসব৷ প্রতি ৩ বছর অন্তর এই মেলা অনুষ্ঠিত হলেও মহাকুম্ভ বা পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয় প্রতি ১২ বছর অন্তর।
advertisement
2/8
প্রতি তিন বছর অন্তর মেলা হয় অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে। ফলে এবছর মহাকুম্ভে কোটি কোটি পুণ্যার্থী ভিড় করেছেন৷
প্রতি তিন বছর অন্তর মেলা হয় অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে। ফলে এবছর মহাকুম্ভে কোটি কোটি পুণ্যার্থী ভিড় করেছেন৷
advertisement
3/8
প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ। শেষ মহাকুম্ভ হয় ২০১৩ সালে। ২০২৫ সালে মহাকুম্ভ মেলা হচ্ছে প্রয়াগরাজে। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।
প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ। শেষ মহাকুম্ভ হয় ২০১৩ সালে। ২০২৫ সালে মহাকুম্ভ মেলা হচ্ছে প্রয়াগরাজে। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।
advertisement
4/8
২০১৩ সালের কুম্ভ মেলায় প্রায় ১০ কোটি মানুষের সমাগম হয়েছিল। গোটা পৃথিবীতে এত মানুষের সমাগম এর আগে কোনওদিন একটি অনুষ্ঠানে হয়নি।
২০১৩ সালের কুম্ভ মেলায় প্রায় ১০ কোটি মানুষের সমাগম হয়েছিল। গোটা পৃথিবীতে এত মানুষের সমাগম এর আগে কোনওদিন একটি অনুষ্ঠানে হয়নি।
advertisement
5/8
এদের মধ্যে যেমন সাধারণ মানুষ রয়েছে, তেমনই রয়েছেন তারকারা৷ বিশেষ করে বলিউডের বহু তারকাকে দেখা গিয়েছে মহাকুম্ভে গঙ্গাস্নান করতে৷
এদের মধ্যে যেমন সাধারণ মানুষ রয়েছে, তেমনই রয়েছেন তারকারা৷ বিশেষ করে বলিউডের বহু তারকাকে দেখা গিয়েছে মহাকুম্ভে গঙ্গাস্নান করতে৷
advertisement
6/8
এবার এখানে গেলেন বাংলার অভিনেত্রী এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়৷ গেরুয়া কাপড় পরে ভক্তিভরে দিলেন ডুব৷ ছবি তুলে তা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়৷

এবার এখানে গেলেন বাংলার অভিনেত্রী এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়৷ গেরুয়া কাপড় পরে ভক্তিভরে দিলেন ডুব৷ ছবি তুলে তা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
7/8
সাংসাদ, ফলে বছরের অনেকটা সময় তাঁকে দিল্লিতে কাটাতে হয়, বিশেষ করে সংসদের অধিবেশন চলার সময়৷ এবারও তিনি সেখানে ছিলেন৷ এবং সেই সময় তিনি দেখা করেন যোগগুরু রামদেব বাবার সঙ্গে৷
সাংসাদ, ফলে বছরের অনেকটা সময় তাঁকে দিল্লিতে কাটাতে হয়, বিশেষ করে সংসদের অধিবেশন চলার সময়৷ এবারও তিনি সেখানে ছিলেন৷ এবং সেই সময় তিনি দেখা করেন যোগগুরু রামদেব বাবার সঙ্গে৷
advertisement
8/8
কুম্ভ মেলার তারিখ রাশিচক্র অনুসারে নির্ধারিত হয়। বৃহস্পতি, সূর্য এবং চাঁদের অবস্থান দ্বারা নির্ধারিত হয় তারিখ। এই তারিখগুলোতে মহাজাগতিক শক্তির দ্বারা নদী প্রভাবিত হয় বলে বিশ্বাস করা হয়।
কুম্ভ মেলার তারিখ রাশিচক্র অনুসারে নির্ধারিত হয়। বৃহস্পতি, সূর্য এবং চাঁদের অবস্থান দ্বারা নির্ধারিত হয় তারিখ। এই তারিখগুলোতে মহাজাগতিক শক্তির দ্বারা নদী প্রভাবিত হয় বলে বিশ্বাস করা হয়।
advertisement
advertisement
advertisement