Lili Chakraborty: 'নিম ফুলের মধু'তে বেশ কিছুদিন দেখা নেই 'ঠাম্মি'র! অসুস্থ লিলি চক্রবর্তী?

Last Updated:
গত ১২দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। বহু বছর ধরেই সিওপিডিতে ভুগছেন। সঙ্গে রয়েছে হাঁপানি ও ব্লাড সুগার। তবে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন তিনি।
1/5
গোটা দত্ত পরিবারকে আগলে রেখেছেন তিনি। একান্নবর্তী পরিবারকে গেঁথে রেখেছেন এক সুতোয়। পর্ণা তাঁর চোখের মণি। তিনি মুশকিল আসানও বটে। তবে দর্শকদের প্রিয় 'ঠাম্মি' বেশ কিছুদিন ধরেই অনুপস্থিত 'নিম ফুলের মধু'তে। কী হয়েছে লিলি চক্রবর্তীর?
গোটা দত্ত পরিবারকে আগলে রেখেছেন তিনি। একান্নবর্তী পরিবারকে গেঁথে রেখেছেন এক সুতোয়। পর্ণা তাঁর চোখের মণি। তিনি মুশকিল আসানও বটে। তবে দর্শকদের প্রিয় 'ঠাম্মি' বেশ কিছুদিন ধরেই অনুপস্থিত 'নিম ফুলের মধু'তে। কী হয়েছে লিলি চক্রবর্তীর?
advertisement
2/5
গত ১২দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। বহু বছর ধরেই সিওপিডিতে ভুগছেন। সঙ্গে রয়েছে হাঁপানি ও ব্লাড সুগার। তবে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন তিনি।
গত ১২দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। বহু বছর ধরেই সিওপিডিতে ভুগছেন। সঙ্গে রয়েছে হাঁপানি ও ব্লাড সুগার। তবে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন তিনি।
advertisement
3/5
স্বর্ণযুগের সেরা অভিনেত্রীদের একজন তিনি। ভানু বন্দ্যোপাধ্যায় থেকে উত্তমকুমার, সৌমিত্র সকলের সঙ্গেই অভিনয় করেছেন এককালে। সাদা-কালো থেকে রঙিন তাঁর দাপট সর্বত্র।
স্বর্ণযুগের সেরা অভিনেত্রীদের একজন তিনি। ভানু বন্দ্যোপাধ্যায় থেকে উত্তমকুমার, সৌমিত্র সকলের সঙ্গেই অভিনয় করেছেন এককালে। সাদা-কালো থেকে রঙিন তাঁর দাপট সর্বত্র।
advertisement
4/5
বাড়িতেই কড়া নজরদারিতে রয়েছেন তিনি। সুস্থ হলেই আবার কাজে ফিরবেন বলে জানিয়েছেন। তবু ভক্তদের উদ্বেগ কী আর কমে!
বাড়িতেই কড়া নজরদারিতে রয়েছেন তিনি। সুস্থ হলেই আবার কাজে ফিরবেন বলে জানিয়েছেন। তবু ভক্তদের উদ্বেগ কী আর কমে!
advertisement
5/5
সম্প্রতি দেখা যাচ্ছে মা হতে চলেছে পর্ণা। তাকে নিয়েই মেতে রয়েছে দত্ত পরিবার। এই পরিস্থিতিতে ঠাম্মিকে বেশ মিস করছে সবাই।
সম্প্রতি দেখা যাচ্ছে মা হতে চলেছে পর্ণা। তাকে নিয়েই মেতে রয়েছে দত্ত পরিবার। এই পরিস্থিতিতে ঠাম্মিকে বেশ মিস করছে সবাই।
advertisement
advertisement
advertisement