Actor: পরিচিত সব নায়িকাদের সঙ্গেই ছবি করেছেন, বাদ নেই কেউই, বেঙ্গল টাইগার-কে চিনতে পারছেন? বলুন দেখি কে তিনি?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
এখন রবি তেজার কেরিয়ারের গ্রাফ নীচে নেমে গিয়েছে ঠিকই, কিন্তু এক সময়ে রবি তেজা যাতে হাত দিতেন, তা-ই যেন সোনা হয়ে যেত।
বর্তমান সময়ে বেশিরভাগ ছবিতেই নায়িকার চরিত্র কেবল গ্ল্যামার আর গানের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু এক সময়ে ছবির নায়কদের মতো চিত্রনাট্যে নায়িকাদেরও উল্লেখযোগ্য ভূমিকা থাকত। এটাও সত্যি যে এক সময়ে নায়িকাদের বড় অভাবও ছিল। এখন সিনেমা জগতে নিত্য নতুন নায়িকাদের আবির্ভাব ঘটছে। গুগল সার্চ না করলে কোন নায়িকা কোন ছবিতে অভিনয় করছেন, তা বলাও যায় না।
advertisement
আসলে, দশ-পনেরো বছর আগেও টলিউডের যে সব নায়িকাদের কথা মনে পড়ে যায় তাঁরা হলেন ইলিয়ানা, নয়নতারা, তৃষা, কাজল আগরওয়াল, শ্রিয়া, অনুষ্কা। পরের প্রজন্মে শ্রুতি হাসান, রকুল প্রীত সিং, তমন্না, সামান্থা, অনুপমা, রাশি খান্না, রশ্মিকা এঁদের নামও উল্লেখ করতে হবে বইকি! এই যে এত নায়িকা, এঁদের প্রায় সবার সঙ্গেই অ-স্ক্রিন রোম্যান্সের রেকর্ড আছে কেবল এক নায়কের! সেই তারকা নায়ক আর কেউ নন, খোদ রবি তেজা।
advertisement
এখন রবি তেজার কেরিয়ারের গ্রাফ নীচে নেমে গিয়েছে ঠিকই, কিন্তু এক সময়ে রবি তেজা যাতে হাত দিতেন, তা-ই যেন সোনা হয়ে যেত। প্রযোজকরা ভরসা করতে পারতেন তাঁর উপরে। দর্শকও তাঁর অভিনীত ছবি পছন্দ করত। অনুষ্কার সঙ্গে তাঁর জুটির কথাই ধরা যাক! রবি তেজা অনুষ্কার সঙ্গে 'বিক্রমকুডু' এবং 'বালাদুর'-র মতো ছবি করেছিলেন। যদিও বিক্রমকুডু ব্লকবাস্টার হিট ছিল, বালাদুর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তিনি নয়নথারার সঙ্গে 'দুবাই সিনু' এবং 'অঞ্জনেউলু'-র মতো ছবি করেছেন।
advertisement
দুবাই সিনু একটি বাণিজ্যিক ব্লকবাস্টার হিট ছিল, অঞ্জনেউলুকে একটি গড় হিট বলা যায়। তিনি শ্রিয়ার সঙ্গে 'ভগীরথ' ছবিতে অভিনয় করেছিলেন। রসুল এলোর পরিচালিত এই ছবিটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল। এরপর তিনি তৃষার সঙ্গে 'কৃষ্ণ' ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবিটি বক্স অফিসে হিট হয়েছিল। ভি.ভি. বিনায়ক পরিচালিত এই ছবিটি সেই সময়ে বাণিজ্যিকভাবে ব্লকবাস্টার ছিল।
advertisement
রবি তেজা কাজলের সঙ্গে দুটি ছবি করেছিলেন। এই জুটি 'সারোচারু' এবং 'বীরা' ছবিতে অভিনয় করেছিল। তবে, এই দুটি ছবিই বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল। শ্রুতি হাসানের সঙ্গেও রবি তেজা দুটি ছবি করেছেন। একটি হল বালুপু এবং অন্যটি হল 'ক্র্যাক'। এই দুটি ছবিরই পরিচালক হলেন গোপীচাঁদ মালিনেনি। দুটি ছবিই বক্স অফিসে দারুণ হিট হয়েছিল।
advertisement
advertisement