Actor Padmanabham: তেলুগু ছবিতে দাদুর চরিত্রে নিশ্চয়ই দেখেছেন এই অভিনেতাকে? তাঁর ঝুলিতে রয়েছে প্রায় ৪০০ ছবি, সেরা কমেডিয়ান হিসেবেই দর্শকদের মনে আজীবন রাজত্ব করে যাবেন

Last Updated:
টলিউডে এএনআর, এনটিআর এবং কৃষ্ণের জমানায় ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতেন পদ্মনাভম। সেই সময় তিনি যেন ভক্তদের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন। আসলে তেলুগু ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়ে তীব্র ছিল উন্মাদনা। আজকের প্রজন্ম তাঁকে সেভাবে জানেন না, কিন্তু দাদু-ঠাকুরমাদের মুখ থেকে হয়তো এই জাত অভিনেতার গল্প শোনা যেতে পারে। এই কমেডিয়ানের পুরো নাম হল বাসবরাজু ভেঙ্কট পদ্মনাভারাও।
1/5
তেলুগু বা টলিউড সিনেমা নিয়ে যদি কখনও কোনও বই লেখা হয়, তাহলে একটা গোটা অধ্যায় থাকবে শুধু অভিনেতা পদ্মনাভমের নামেই। তবে বর্তমান প্রজন্ম অবশ্য তুখোড় এই অভিনেতা তথা জাত কৌতুক অভিনেতা পদ্মনাভমের বিষয়ে তেমন ওয়াকিবহাল নয়। কিন্তু এক সময় তিনিই কাঁপাতেন ইন্ডাস্ট্রি। বর্তমানে আমরা ব্রহ্মানন্দম, এম এস নারায়ণা, সুনীল, আলি প্রমুখের বিষয়ে চর্চা করে থাকি, কিন্তু পদ্মনাভম ছিলেন সত্যিকারের কমেডিয়ান।
তেলুগু বা টলিউড সিনেমা নিয়ে যদি কখনও কোনও বই লেখা হয়, তাহলে একটা গোটা অধ্যায় থাকবে শুধু অভিনেতা পদ্মনাভমের নামেই। তবে বর্তমান প্রজন্ম অবশ্য তুখোড় এই অভিনেতা তথা জাত কৌতুক অভিনেতা পদ্মনাভমের বিষয়ে তেমন ওয়াকিবহাল নয়। কিন্তু এক সময় তিনিই কাঁপাতেন ইন্ডাস্ট্রি। বর্তমানে আমরা ব্রহ্মানন্দম, এম এস নারায়ণা, সুনীল, আলি প্রমুখের বিষয়ে চর্চা করে থাকি, কিন্তু পদ্মনাভম ছিলেন সত্যিকারের কমেডিয়ান।
advertisement
2/5
টলিউডে এএনআর, এনটিআর এবং কৃষ্ণের জমানায় ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতেন পদ্মনাভম। সেই সময় তিনি যেন ভক্তদের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন। আসলে তেলুগু ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়ে তীব্র ছিল উন্মাদনা। আজকের প্রজন্ম তাঁকে সেভাবে জানেন না, কিন্তু দাদু-ঠাকুরমাদের মুখ থেকে হয়তো এই জাত অভিনেতার গল্প শোনা যেতে পারে। এই কমেডিয়ানের পুরো নাম হল বাসবরাজু ভেঙ্কট পদ্মনাভারাও। কাড়াপা জেলার সিংহাদ্রিপুরমে জন্ম তাঁর। শিশু শিল্পী হিসেবেই কেরিয়ার শুরু, অভিনয় করেছিলেন ‘মায়ালোকম’ এবং ‘শায়ুকারু’ ছবিতে। কেরিয়ারে প্রায় ৪০০ ছবিতে অভিনয় করেছেন তিনি।
টলিউডে এএনআর, এনটিআর এবং কৃষ্ণের জমানায় ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতেন পদ্মনাভম। সেই সময় তিনি যেন ভক্তদের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন। আসলে তেলুগু ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়ে তীব্র ছিল উন্মাদনা। আজকের প্রজন্ম তাঁকে সেভাবে জানেন না, কিন্তু দাদু-ঠাকুরমাদের মুখ থেকে হয়তো এই জাত অভিনেতার গল্প শোনা যেতে পারে। এই কমেডিয়ানের পুরো নাম হল বাসবরাজু ভেঙ্কট পদ্মনাভারাও। কাড়াপা জেলার সিংহাদ্রিপুরমে জন্ম তাঁর। শিশু শিল্পী হিসেবেই কেরিয়ার শুরু, অভিনয় করেছিলেন ‘মায়ালোকম’ এবং ‘শায়ুকারু’ ছবিতে। কেরিয়ারে প্রায় ৪০০ ছবিতে অভিনয় করেছেন তিনি।
advertisement
3/5
১৯৫১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাতালা বৈভবী’ ছবিটি থেকে পদ্মনাভম খ্যাতির শিখরে উঠে গিয়েছিলেন। দিনগিরির চরিত্র অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। হাতে আসতে থাকে একের পর এক ছবি। হয়ে ওঠেন টলিউডের সেরা কমেডিয়ান। নতুন প্রজন্মেও যথেষ্ট পরিচিত এই অভিনেতা। এ যুগের একাধিক ছবিতেও অভিনয় করেছেন পদ্মনাভম। ‘ভদ্রা’ ছবিতে রবি তেজার দাদুর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। শুধু তা-ই নয়, প্রভাসের মতো অভিনেতার সঙ্গে ‘চক্রম’ ছবিতেও অভিনয় করেছেন পদ্মনাভম। সেই সঙ্গে ‘বীরভদ্র’ এবং ‘টাটা বিড়লা মধ্যালো লায়লা’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।
১৯৫১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাতালা বৈভবী’ ছবিটি থেকে পদ্মনাভম খ্যাতির শিখরে উঠে গিয়েছিলেন। দিনগিরির চরিত্র অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। হাতে আসতে থাকে একের পর এক ছবি। হয়ে ওঠেন টলিউডের সেরা কমেডিয়ান। নতুন প্রজন্মেও যথেষ্ট পরিচিত এই অভিনেতা। এ যুগের একাধিক ছবিতেও অভিনয় করেছেন পদ্মনাভম। ‘ভদ্রা’ ছবিতে রবি তেজার দাদুর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। শুধু তা-ই নয়, প্রভাসের মতো অভিনেতার সঙ্গে ‘চক্রম’ ছবিতেও অভিনয় করেছেন পদ্মনাভম। সেই সঙ্গে ‘বীরভদ্র’ এবং ‘টাটা বিড়লা মধ্যালো লায়লা’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।
advertisement
4/5
অনেকেই হয়তো জানেন না যে, পদ্মনাভমের ভ্রাতুষ্পুত্র তেলুগু ইন্ডাস্ট্রির সেরা কমেডিয়ানদের মধ্যে অন্যতম। তাঁর নাম তিরুপতি প্রকাশ। একাধিক ছবিতে নিজের কৌতুকের জাদু ছড়িয়ে দিয়েছেন তিনি। ‘জম্বালাকিড়ি পাম্বা’, ‘ভারাসুদু’, ‘অব্বায়িগারু’, ‘আনা’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিরুপতি প্রকাশ। ‘সুস্বাগতম’ ছবিতে পবন কল্যাণের বন্ধু হিসেবে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
অনেকেই হয়তো জানেন না যে, পদ্মনাভমের ভ্রাতুষ্পুত্র তেলুগু ইন্ডাস্ট্রির সেরা কমেডিয়ানদের মধ্যে অন্যতম। তাঁর নাম তিরুপতি প্রকাশ। একাধিক ছবিতে নিজের কৌতুকের জাদু ছড়িয়ে দিয়েছেন তিনি। ‘জম্বালাকিড়ি পাম্বা’, ‘ভারাসুদু’, ‘অব্বায়িগারু’, ‘আনা’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিরুপতি প্রকাশ। ‘সুস্বাগতম’ ছবিতে পবন কল্যাণের বন্ধু হিসেবে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
advertisement
5/5
এখানেই শেষ নয়; ‘হিটলার’, ‘মাস্টার’, ‘পবিত্র প্রেম’, ‘নিয়ম’, ‘গুড়ুম্বা শঙ্কর’, ‘শঙ্কর দাদা এমবিবিএস’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন তিরুপতি প্রকাশ। আল্লারি নরেশের সঙ্গে ‘সীমা তাপাকাই’ ছবিতে প্রকাশ অভিনীত চরিত্রটি ব্যাপক ভাবে হিট ছিল। এছাড়াও প্যান্থার চরিত্রগুলির জন্যও খ্যাতির শীর্ষেই থাকবেন এই কৌতুকাভিনেতা।
এখানেই শেষ নয়; ‘হিটলার’, ‘মাস্টার’, ‘পবিত্র প্রেম’, ‘নিয়ম’, ‘গুড়ুম্বা শঙ্কর’, ‘শঙ্কর দাদা এমবিবিএস’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন তিরুপতি প্রকাশ। আল্লারি নরেশের সঙ্গে ‘সীমা তাপাকাই’ ছবিতে প্রকাশ অভিনীত চরিত্রটি ব্যাপক ভাবে হিট ছিল। এছাড়াও প্যান্থার চরিত্রগুলির জন্যও খ্যাতির শীর্ষেই থাকবেন এই কৌতুকাভিনেতা।
advertisement
advertisement
advertisement