Sandipta-Soumya Wedding: বৈদিক মতে গাঁটছড়া বাঁধলেন সন্দীপ্তা-সৌম্য, চাঁদের হাসি বাঁধ ভাঙল হাতে হাত রেখেই

Last Updated:
Sandipta-Soumya Wedding: বৈদিক মতে বিয়ে সারলেন টলি নায়িকা৷ মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এবং তার গোটা টিম তাঁদের চারহাত এক করলেন৷ কন্যাদান ছাড়াই সুসম্পন্ন হল বিয়ে৷
1/5
টলিপাড়ায় বিয়ের সানাই৷  অবশেষে এল সেই শুভক্ষণ৷ দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন৷ বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷
টলিপাড়ায় বিয়ের সানাই৷ অবশেষে এল সেই শুভক্ষণ৷ দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন৷ বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷
advertisement
2/5
বৈদিক মতে বিয়ে সারলেন টলি নায়িকা৷ মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এবং তার গোটা টিম তাঁদের চারহাত এক করলেন৷ কন্যাদান ছাড়াই সুসম্পন্ন হল বিয়ে৷
বৈদিক মতে বিয়ে সারলেন টলি নায়িকা৷ মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এবং তার গোটা টিম তাঁদের চারহাত এক করলেন৷ কন্যাদান ছাড়াই সুসম্পন্ন হল বিয়ে৷
advertisement
3/5
সন্দীপ্তার বিয়ের থিম পিঙ্ক এবং হোয়াইট৷ বিয়েতে গোলাপি রঙের বেনারসি পরেছেন সন্দীপ্তা৷ হাতে শাখা পলা, গা ভর্তি গয়না, কপালে চন্দন, টায়রা-টিকলি, নাকে নথ পরে নববধূকে দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা৷ অন্যদিকে সৌম্য পরেছেন ধুতি ও হালকা গোলাপি রঙের শেরওয়ানি ও মাথায় টোপর৷
সন্দীপ্তার বিয়ের থিম পিঙ্ক এবং হোয়াইট৷ বিয়েতে গোলাপি রঙের বেনারসি পরেছেন সন্দীপ্তা৷ হাতে শাখা পলা, গা ভর্তি গয়না, কপালে চন্দন, টায়রা-টিকলি, নাকে নথ পরে নববধূকে দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা৷ অন্যদিকে সৌম্য পরেছেন ধুতি ও হালকা গোলাপি রঙের শেরওয়ানি ও মাথায় টোপর৷
advertisement
4/5
একই দিনে হচ্ছে বিয়ে আর রিসেপশন৷ বিয়ের এক ঘন্টা পরই হবে রিসেপশন৷ নিয়ম মেনেই বাঙালি মতে বিয়ে সুসম্পন্ন হল সন্দীপ্তা ও সৌম্যর৷ বৃহস্পতিবার সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল বিয়ের আসর৷ এদিন হাতে হাত রেখে নয়া পথচলা শুরু করলেন অভিনেত্রী৷
একই দিনে হচ্ছে বিয়ে আর রিসেপশন৷ বিয়ের এক ঘন্টা পরই হবে রিসেপশন৷ নিয়ম মেনেই বাঙালি মতে বিয়ে সুসম্পন্ন হল সন্দীপ্তা ও সৌম্যর৷ বৃহস্পতিবার সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল বিয়ের আসর৷ এদিন হাতে হাত রেখে নয়া পথচলা শুরু করলেন অভিনেত্রী৷
advertisement
5/5
 বিয়ের জন্য ঠিক কতটা এক্সসাইটেড ছিলেন নায়িকা তা তার প্রতিটা পোস্টেই ধরা পড়েছিল৷ সকাল থেকেই গায়ে হলুদ এবং গতকাল রাতে আইবুড়োভাতের ছবিও শেয়ার করেছিলেন নায়িকা৷ সৌম্যর সঙ্গে নতুন জীবনের শুভকামনা করেছেন সমস্ত অনুরাগীরা৷
বিয়ের জন্য ঠিক কতটা এক্সসাইটেড ছিলেন নায়িকা তা তার প্রতিটা পোস্টেই ধরা পড়েছিল৷ সকাল থেকেই গায়ে হলুদ এবং গতকাল রাতে আইবুড়োভাতের ছবিও শেয়ার করেছিলেন নায়িকা৷ সৌম্যর সঙ্গে নতুন জীবনের শুভকামনা করেছেন সমস্ত অনুরাগীরা৷
advertisement
advertisement
advertisement