Abir Chatterjee: 'অনেকেই আমায় গালাগাল করে'! ছবি মুক্তির আগে কেন এ কথা বললেন আবীর, কার দিকে ইঙ্গিত

Last Updated:
Abir Chatterjee: কখনও ব্যোমকেশ, কখনও সোনাদা, কখনও আবার অন্য কোনও চরিত্রে পর্দায় মুগ্ধতা ছড়িয়ে দেন একরাশ। এ হেন আবীরেরও কি সমালোচক থুরি হেটার্স থাকতে পারে?
1/5
আবীর চট্টোপাধ্যায়। টলিউডের এমন এক অভিনেতা, যাঁকে নিয়ে বিতর্ক নেই বললেই চলে। কখনও ব্যোমকেশ, কখনও সোনাদা, কখনও আবার অন্য কোনও চরিত্রে পর্দায় মুগ্ধতা ছড়িয়ে দেন একরাশ। এ হেন আবীরেরও কি সমালোচক থুরি হেটার্স থাকতে পারে?
আবীর চট্টোপাধ্যায়। টলিউডের এমন এক অভিনেতা, যাঁকে নিয়ে বিতর্ক নেই বললেই চলে। কখনও ব্যোমকেশ, কখনও সোনাদা, কখনও আবার অন্য কোনও চরিত্রে পর্দায় মুগ্ধতা ছড়িয়ে দেন একরাশ। এ হেন আবীরেরও কি সমালোচক থুরি হেটার্স থাকতে পারে?
advertisement
2/5
অনুরাগীরা মানতে না চাইলেও আবীর মনে করেন, তাঁকে পছন্দ করেন না, এমন মানুষের সংখ্যা নিছক কম নয়। নিউজ18 বাংলার সাক্ষাৎকারে তিনি বলেন, "আমিও ভাবতাম আগে যে আমাকে অপছন্দ করেন, এমন মানুষ বোধ হয় নেই। কিন্তু এখন মনে হয়, তখন খুব বোকা ছিলাম বলেই এ রকম ভাবতাম।"
অনুরাগীরা মানতে না চাইলেও আবীর মনে করেন, তাঁকে পছন্দ করেন না, এমন মানুষের সংখ্যা নিছক কম নয়। নিউজ18 বাংলার সাক্ষাৎকারে তিনি বলেন, "আমিও ভাবতাম আগে যে আমাকে অপছন্দ করেন, এমন মানুষ বোধ হয় নেই। কিন্তু এখন মনে হয়, তখন খুব বোকা ছিলাম বলেই এ রকম ভাবতাম।"
advertisement
3/5
আবীরের মতে, সময় এবং তাঁর অভিজ্ঞতা যত বেড়েছে, ততই যেন সেই অপ্রিয় সত্যি উপলব্ধি করেছেন অভিনেতা। খানিক মজার ছলেই তিনি বলেন, "প্রচুর লোক আমায় গালাগাল করে।  কিন্তু সেটা ভেবে কী করব! আমাকে আমার কাজটা করে যেতে হবে। এত মানুষ যে আমাকে ভালবাসেন, সেই দিকটাও তো দেখতে হবে।"
আবীরের মতে, সময় এবং তাঁর অভিজ্ঞতা যত বেড়েছে, ততই যেন সেই অপ্রিয় সত্যি উপলব্ধি করেছেন অভিনেতা। খানিক মজার ছলেই তিনি বলেন, "প্রচুর লোক আমায় গালাগাল করে। কিন্তু সেটা ভেবে কী করব! আমাকে আমার কাজটা করে যেতে হবে। এত মানুষ যে আমাকে ভালবাসেন, সেই দিকটাও তো দেখতে হবে।"
advertisement
4/5
যুক্তিযুক্ত সমালোচনায় আপত্তি নেই আবীরের। তবে অহেতুক নেতিবাচকতা এড়িয়ে চলতে চান অভিনেতা। কাজ করে যেতে চান মন দিয়ে। আর চান নতুন নতুন চরিত্রে অভিনয় করে  তাক লাগাতে।
যুক্তিযুক্ত সমালোচনায় আপত্তি নেই আবীরের। তবে অহেতুক নেতিবাচকতা এড়িয়ে চলতে চান অভিনেতা। কাজ করে যেতে চান মন দিয়ে। আর চান নতুন নতুন চরিত্রে অভিনয় করে তাক লাগাতে।
advertisement
5/5
১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে 'রক্তবীজ'। আপাতত নিজের ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন আবীর।
১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে 'রক্তবীজ'। আপাতত নিজের ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন আবীর।
advertisement
advertisement
advertisement