অভিনেতার বিয়ের দিনে টলিপাড়ার ছোট বড় অভিনেতা অভিনেত্রীরা প্রায় সকলেই হাজির ছিলেন সেই রাতে। অতীতের পাতা উলটে সেই সব ছবিই ফিরে এসেছে। প্রেমের বিয়ে নয়, সম্বন্ধ করে সাত পাকে বাঁধা পড়েছিলেন দুজনে। জানা যায় ম্যাট্রিমনিয়াল সাইটের বিজ্ঞাপন থেকেই বিয়ের যোগাযোগ। আর এরপরেই একটু একটু জানা-শোনার হাত ধরে সম্পর্ক গড়িয়েছিল ছাদনাতলায়। (Photo : Collected)
আর ভালোবাসতেন কাজ। কাজ করতে করতেই অসুস্থতা। তাঁর অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না কেউ। ঘুরে ফিরে তাই চলছে স্মৃতিচারণার পর্ব।তবে টলিপাড়ার ভালোবাসার মানুষ, পরিবারকে ভালোবেসে হই হই করে বেঁচে থাকা সকলের প্রিয় 'মিঠু দা' (Abhishek Chatterjee) তাঁর কাজ ও ভালোবাসা নিয়ে চিরকাল অমলিন থেকে যাবে এই বাংলার মানুষের মনে। (Photo : Facebook)