Baby Birth On Wedding Night: ফুলশয্যার রাতেই হুলূস্থূল, পেটে ব্যাথা বলল নববধূ, মহিলা চিকিৎসকের হাতে জন্ম নিল সন্তান!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Baby Born On Suhag Raat: ফুলশয্যা পরিণত হল এ কোন ভয়ানক নাটকে! সুহাগ রাতেই কোলে এল সন্তান
কলকাতা: যদিও কোনও আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি, মামলাটি সামাজিক প্রত্যাশা, বিয়ের জন্য জোরপূর্বক সময়সীমা নির্ধারণ সম্পর্কে আলোচনার জন্ম দিয়েছে। একটি শিশুর কান্নার শব্দে ঘর ভরে গেল, যা নিশ্চিত করে যে বিয়ের মাত্র কয়েক ঘন্টা পরেই কনে একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছে। Photo- Represnetative
advertisement
advertisement
উত্তর প্রদেশের রামপুর জেলার এক আশ্চর্যজনক ঘটনায় এক নববধূ তার বিয়ের কয়েক ঘন্টা পরেই সন্তান প্রসব করে। আজিমনগর থানা এলাকার কুমহারিয়া গ্রামে এই অস্বাভাবিক ঘটনাটি ঘটে, যেখানে উদযাপন দ্রুত অবিশ্বাসে পরিণত হয়। অনুষ্ঠান সম্পূর্ণরূপে সম্পন্ন হওয়ার এবং অতিথিরা ছত্রভঙ্গ হওয়ার আগেই, বরের বাড়িতে একটি নবজাতকের কান্না প্রতিধ্বনিত হয়। প্রসবের অসাধারণ সময়টি গ্রাম জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে গল্পটি দ্রুত প্রচারিত হতে থাকে।
advertisement
বিয়ের রাত নাটকীয়ভাবে মোড় নেয়স্থানীয় সূত্রে জানা গেছে, কুমহারিয়া গ্রামের বাসিন্দা বর রিজওয়ান সম্প্রতি পার্শ্ববর্তী বাহাদুরগঞ্জ গ্রামের এক তরুণীকে বিয়ে করেছিলেন। জানা গেছে, এই দম্পতি বেশ কিছুদিন ধরে একে অপরকে চিনতেন এবং বিয়ের আগে তাদের মধ্যে সম্পর্ক ছিল। যখন বিষয়টি পুলিশের কাছে পৌঁছায় তখন পারিবারিক আলোচনা চলছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







