এক সময়ে বড় পর্দায়ে বহু ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। আর তার পর বাংলা ধারাবাহিক। কিন্তু কখনও রুপোলি দুনিয়ার হাতছানিতে ভেসে যাননি প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। পরিবারকেই সবার উপরে রেখেছেন তিনি।
2/ 9
বাড়িতে রোজনামচার মধ্যে পুজো আচ্ছা ছিল তাঁর অন্যতম কাজ। নিজের বাড়িতেই করতেন দুর্গা পূজাও।
3/ 9
মেয়ে ছিল অভিষেকের চোখের মণি। স্ত্রী ও মেয়ের সঙ্গে রোজ আলাদা করে সময় কাটাতেন।
4/ 9
মেয়ের সঙ্গে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাল মুহূর্তের ছবি শেয়ার করতেন অভিষেক।
5/ 9
রোজ অভিনয় ও গ্ল্যামার জগতে যাতায়াতের মাঝেও আলাদা করে সময় তোলা থাকত স্ত্রী ও মেয়ের জন্য।
6/ 9
মেয়ের হাতে খাবার খাচ্ছেন অভিষেক। এভাবেই পরিবারের সঙ্গে সময় কাটত অভিনেতার।
7/ 9
মেয়ের সঙ্গে খুনশুটিতে ব্যস্ত অভিষেক চট্টোপাধ্যায়। এই ছবিগুলি শেয়ার করেছেন অভিষেক নিজেই।
8/ 9
খুবই পারিবারিক মানুষ ছিলেন অভিষেক। তা তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়।
9/ 9
বিগত কয়েকদিনে বাংলা ধারাবাহিকে বিশেষ জায়গা করে নিয়েছিলেন তিনি। তাই ধারাবাহিক অভিনেতাদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।