Abhishek Bachchan: মৃত অভিষেক বচ্চন! চোখের সামনে পড়ে ছেলের লাশ! ভয়ঙ্কর দৃশ্য কল্পনা করতেই যা হয়েছিল মা জয়ার..., জানলে আঁতকে উঠবেন

Last Updated:
Abhishek Bachchan: সালটা ১৯৯৮৷ 'হাজার চুরাশি কি মা'- ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী৷ সেখানেই তাকে চোখের সামনে পুত্র অভিষেকের মৃত্যু কল্পনা করতে বলা হয়েছিল৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করলেন অভিষেক বচ্চন৷
1/6
বলিউড অভিনেতা অভিষেক বচ্চন সর্বদাই খবরের শিরোনামে রয়েছেন । ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর নিয়ে ইতিমধ্যেই উত্তাল টিনসেল টাউন৷ অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের বিয়ে ভাঙার চর্চা নতুন নয়৷ ফের শিরোনামে উঠে এলেন বচ্চন পুত্র৷
বলিউড অভিনেতা অভিষেক বচ্চন সর্বদাই খবরের শিরোনামে রয়েছেন । ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর নিয়ে ইতিমধ্যেই উত্তাল টিনসেল টাউন৷ অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের বিয়ে ভাঙার চর্চা নতুন নয়৷ ফের শিরোনামে উঠে এলেন বচ্চন পুত্র৷
advertisement
2/6
চোখের সামনে পড়ে রয়েছে ছেলে অভিষেকের মৃতদেহ৷ ঠিক তখন কেমন অনুভূতি হবে মায়ের৷ এমন এক ভয়ঙ্কর দৃশ্য কল্পনা করতে বলা হয়েছিল জয়া বচ্চনকে৷
চোখের সামনে পড়ে রয়েছে ছেলে অভিষেকের মৃতদেহ৷ ঠিক তখন কেমন অনুভূতি হবে মায়ের৷ এমন এক ভয়ঙ্কর দৃশ্য কল্পনা করতে বলা হয়েছিল জয়া বচ্চনকে৷
advertisement
3/6
সালটা ১৯৯৮৷ 'হাজার চুরাশি কি মা'- ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী৷ সেখানেই তাকে চোখের সামনে পুত্র অভিষেকের মৃত্যু কল্পনা করতে বলা হয়েছিল৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করলেন অভিষেক বচ্চন৷
সালটা ১৯৯৮৷ 'হাজার চুরাশি কি মা'- ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী৷ সেখানেই তাকে চোখের সামনে পুত্র অভিষেকের মৃত্যু কল্পনা করতে বলা হয়েছিল৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করলেন অভিষেক বচ্চন৷
advertisement
4/6
এই ছবিতে সহ-পরিচালকের কাজ করেছিলেন অভিষেক বচ্চন৷ অভিষেক জানান, একটি দৃশ্যে অভিনয় ফুটিয়ে তুলতেই জয়াকে নিজের পুত্রের মৃতদেহ কল্পনা করতে বলা হয়েছিল৷ এই দৃশ্যের কথা ভেবেই কেঁপে উঠেছিলেন জয়া বচ্চন৷ মুহূর্তের মধ্যে মুখের অভিব্যক্তি বদলে গিয়েছিল৷
এই ছবিতে সহ-পরিচালকের কাজ করেছিলেন অভিষেক বচ্চন৷ অভিষেক জানান, একটি দৃশ্যে অভিনয় ফুটিয়ে তুলতেই জয়াকে নিজের পুত্রের মৃতদেহ কল্পনা করতে বলা হয়েছিল৷ এই দৃশ্যের কথা ভেবেই কেঁপে উঠেছিলেন জয়া বচ্চন৷ মুহূর্তের মধ্যে মুখের অভিব্যক্তি বদলে গিয়েছিল৷
advertisement
5/6
অভিষেক এক সাক্ষাৎকারে বলেন, দীর্ঘ বছর ক্যামেরা থেকে দূরে থাকার পর গোবিন্দ নিহালনির 'হাজার চুরাশি কি মা' ছবিতে অভিনয় করেছিলেন মা৷ বাড়ি ফেরার পর মা খুব দুঃখিত ছিলেন৷ তখন জানতে চেয়েছিলাম কী হয়েছে৷ মা বলেছিল মৃতদেহ দেখে নাকি ছেলেকে সনাক্ত করার একটি দৃশ্য ছিল৷
অভিষেক এক সাক্ষাৎকারে বলেন, দীর্ঘ বছর ক্যামেরা থেকে দূরে থাকার পর গোবিন্দ নিহালনির 'হাজার চুরাশি কি মা' ছবিতে অভিনয় করেছিলেন মা৷ বাড়ি ফেরার পর মা খুব দুঃখিত ছিলেন৷ তখন জানতে চেয়েছিলাম কী হয়েছে৷ মা বলেছিল মৃতদেহ দেখে নাকি ছেলেকে সনাক্ত করার একটি দৃশ্য ছিল৷
advertisement
6/6
অভিষেক আরও বলেন, আসলে পরিচালক বিশেষ পরামর্শ দিয়েছিলেন দৃশ্যটি পরিচালনা করার সময়ে৷  ওখানে আমি শুয়ে রয়েছি এমনটা কল্পনা করতে বলেছিলেন৷ শুনতে খারাপ লাগলে এইভাবেই অভিনেতারা কাজ করেন৷ আসলে কাজের জন্য এই ব্যক্তিগত অনুভূতিগুলো অনেক গভীর থেকে দেখতে হয় আমাদের৷
অভিষেক আরও বলেন, আসলে পরিচালক বিশেষ পরামর্শ দিয়েছিলেন দৃশ্যটি পরিচালনা করার সময়ে৷ ওখানে আমি শুয়ে রয়েছি এমনটা কল্পনা করতে বলেছিলেন৷ শুনতে খারাপ লাগলে এইভাবেই অভিনেতারা কাজ করেন৷ আসলে কাজের জন্য এই ব্যক্তিগত অনুভূতিগুলো অনেক গভীর থেকে দেখতে হয় আমাদের৷
advertisement
advertisement
advertisement