Abhishek Aishwarya Divorce Rumor: কোনও প্রেম টেম নয়, বাপের বাড়ি বসে ষড়যন্ত্র করল বিবাহিত ননদ শ্বেতা, মা জয়ার কানে ঢাললেন 'বিষ', শেষ হল ঐশ্বর্যর সুখের সংসার

Last Updated:
Bollywood Gossip: দু চোখের 'বিষ', ভাইয়ের বউয়ের প্রতি প্রথম থেকে 'সন্দেহ', ননদের সঙ্গে বনিবনা না হওয়াই কাল হল ঐশ্বর্যের?ঘরের কথা ফাঁস করা ভিডিও ভাইরাল
1/9
বচ্চন পরিবার ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বড় ও নামজাদা পরিবার। অমিতাভ বচ্চন এবং তাঁর পরিবার জীবনে অনেক উত্থান-পতন দেখেছেন। স্টারডম থেকে পতন এবং আবার খ্যাতির চূড়ায় ফিরে আসা, অমিতাভ বুঝিয়ে দিয়েছিলেন কেন তাঁকে মেগাস্টার বলা হয়। একটা সময় ছিল যখন অমিতাভ দেউলিয়া হয়ে যান। কিন্তু তিনি পরিস্থিতির কাছে হার মানেননি এবং আজ ১৬০০ কোটি টাকার সম্পদ তৈরি করেছেন।
বচ্চন পরিবার ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বড় ও নামজাদা পরিবার। অমিতাভ বচ্চন এবং তাঁর পরিবার জীবনে অনেক উত্থান-পতন দেখেছেন। স্টারডম থেকে পতন এবং আবার খ্যাতির চূড়ায় ফিরে আসা, অমিতাভ বুঝিয়ে দিয়েছিলেন কেন তাঁকে মেগাস্টার বলা হয়। একটা সময় ছিল যখন অমিতাভ দেউলিয়া হয়ে যান। কিন্তু তিনি পরিস্থিতির কাছে হার মানেননি এবং আজ ১৬০০ কোটি টাকার সম্পদ তৈরি করেছেন।
advertisement
2/9
তবে এখন বচ্চন বাড়ির আলোচনার বিষয় হল ঐশ্বর্য রাই এবং বচ্চন পরিবারের মধ্যে মনমালিন্য। কিন্তু সম্প্রতি, অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার ছবি প্রমাণ করেছে যে সেগুলো নিছক গুজব। জয়া ও ঐশ্বর্যের সম্পর্ক নিয়ে অনেক গুজব রটেছে। কিন্তু জানেন কী জয়া বচ্চন তাঁর পুত্রবধূ ঐশ্বর্যের হাতে তাঁর সমস্ত দায়িত্ব তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু তাঁর মেয়েই মধ্যে এসে বাধা তৈরি করেন।
তবে এখন বচ্চন বাড়ির আলোচনার বিষয় হল ঐশ্বর্য রাই এবং বচ্চন পরিবারের মধ্যে মনমালিন্য। কিন্তু সম্প্রতি, অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার ছবি প্রমাণ করেছে যে সেগুলো নিছক গুজব। জয়া ও ঐশ্বর্যের সম্পর্ক নিয়ে অনেক গুজব রটেছে। কিন্তু জানেন কী জয়া বচ্চন তাঁর পুত্রবধূ ঐশ্বর্যের হাতে তাঁর সমস্ত দায়িত্ব তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু তাঁর মেয়েই মধ্যে এসে বাধা তৈরি করেন।
advertisement
3/9
শুধু সাধারণ ছাপসা সংসারে নয়, তারকাদের মধ্যেও দেখা যায় শাশুড়ি, পুত্রবধূ ও শ্যালিকার সম্পর্কের তিক্ততা। বচ্চনদের  মতো বড়লোক ও জনপ্রিয় পরিবারেও এমনই ঘটনা৷ কন্যা শ্বেতা বচ্চনের কারণে এই লড়াই বলেও গুঞ্জন ছিল। যদিও, বচ্চন পরিবার এই সব নিয়ে কখনও মুখ খোলেননি৷
শুধু সাধারণ ছাপসা সংসারে নয়, তারকাদের মধ্যেও দেখা যায় শাশুড়ি, পুত্রবধূ ও শ্যালিকার সম্পর্কের তিক্ততা। বচ্চনদের মতো বড়লোক ও জনপ্রিয় পরিবারেও এমনই ঘটনা৷ কন্যা শ্বেতা বচ্চনের কারণে এই লড়াই বলেও গুঞ্জন ছিল। যদিও, বচ্চন পরিবার এই সব নিয়ে কখনও মুখ খোলেননি৷
advertisement
4/9
বচ্চন পরিবারে তখন সব ঠিক ছিল। তাহলে কি কন্যা শ্বেতা বচ্চনের কারণে সংসারে ফাটল ধরল? পুত্রবধূর হাতে দায়িত্ব তুলে দেওয়ার বিষয়ে জয়াকে শ্বেতা কেন বলেছিলেন 'এটা করো না'। আপনার মনেও কি এমন প্রশ্ন আছে? যদি হ্যাঁ, তবে আসুন আমরা আপনাকে বলি জয়া কখন এই ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং কেন শ্বেতা তার মায়ের কাছ থেকে এই কথা শুনে মুখ ঘুরিয়ে নেন৷
বচ্চন পরিবারে তখন সব ঠিক ছিল। তাহলে কি কন্যা শ্বেতা বচ্চনের কারণে সংসারে ফাটল ধরল? পুত্রবধূর হাতে দায়িত্ব তুলে দেওয়ার বিষয়ে জয়াকে শ্বেতা কেন বলেছিলেন 'এটা করো না'। আপনার মনেও কি এমন প্রশ্ন আছে? যদি হ্যাঁ, তবে আসুন আমরা আপনাকে বলি জয়া কখন এই ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং কেন শ্বেতা তার মায়ের কাছ থেকে এই কথা শুনে মুখ ঘুরিয়ে নেন৷
advertisement
5/9
অভিষেক বচ্চন যখন ঐশ্বর্য রাইকে বিয়ে করতে চান তখন এই ঘটনাটি ঘটেছিল। এরপর পুত্রবধূ ঐশ্বর্যের সঙ্গে বাড়ির দায়িত্ব ভাগাভাগি করার কথা বলেছিলেন জয়া, কিন্তু মেয়ে শ্বেতা তাঁকে তা না করার জন্য সতর্ক করেছিলেন।
অভিষেক বচ্চন যখন ঐশ্বর্য রাইকে বিয়ে করতে চান তখন এই ঘটনাটি ঘটেছিল। এরপর পুত্রবধূ ঐশ্বর্যের সঙ্গে বাড়ির দায়িত্ব ভাগাভাগি করার কথা বলেছিলেন জয়া, কিন্তু মেয়ে শ্বেতা তাঁকে তা না করার জন্য সতর্ক করেছিলেন।
advertisement
6/9
কন্যা শ্বেতাকে নিয়ে 'কফি উইথ করণ'-এ গিয়ে জয়া বচ্চন এই কথা বলেন। করণ জোহর জয়াকে শাশুড়ি হওয়ার অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন।
কন্যা শ্বেতাকে নিয়ে 'কফি উইথ করণ'-এ গিয়ে জয়া বচ্চন এই কথা বলেন। করণ জোহর জয়াকে শাশুড়ি হওয়ার অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন।
advertisement
7/9
তিনি জিজ্ঞাসা করলেন- 'এখন আপনি আপনার পুত্রবধূর কিছু বিষয় শেয়ার করবেন? ঐশ্বর্য আসবে এবং সে আপনার কাঁধ থেকে কিছু দায়িত্বের ভার নেবে। জয়া তাতে রাজি হয়ে বললেন, এমনটাই আশা। আমি চাই সে শুধু কিছু দায়িত্ব নয়, সমস্ত দায়িত্ব নেবে।
তিনি জিজ্ঞাসা করলেন- 'এখন আপনি আপনার পুত্রবধূর কিছু বিষয় শেয়ার করবেন? ঐশ্বর্য আসবে এবং সে আপনার কাঁধ থেকে কিছু দায়িত্বের ভার নেবে। জয়া তাতে রাজি হয়ে বললেন, এমনটাই আশা। আমি চাই সে শুধু কিছু দায়িত্ব নয়, সমস্ত দায়িত্ব নেবে।
advertisement
8/9
জয়া বচ্চনের এই ব্যাপারটা বোধহয় পছন্দ করেননি শ্বেতা। তাঁর মুখের অভিব্যক্তি দেখাচ্ছিল যে তিনি তাঁর মায়ের সিদ্ধান্তে খুশি নন। জয়ার কথা শুনে মাকে বললেন- 'মা, এসব একদম করো না। এটা খুবই ভীতিকর। ধীরে ধীরে তাদের দায়িত্ব দেওয়া। এটা যে কঠিন না৷
জয়া বচ্চনের এই ব্যাপারটা বোধহয় পছন্দ করেননি শ্বেতা। তাঁর মুখের অভিব্যক্তি দেখাচ্ছিল যে তিনি তাঁর মায়ের সিদ্ধান্তে খুশি নন। জয়ার কথা শুনে মাকে বললেন- 'মা, এসব একদম করো না। এটা খুবই ভীতিকর। ধীরে ধীরে তাদের দায়িত্ব দেওয়া। এটা যে কঠিন না৷
advertisement
9/9
উল্লেখ্য, ঐশ্বর্য ও অভিষেক বচ্চন ২০০৭ সালে বিয়ে করেন। সম্প্রতি দুজনের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন ভীষণভাবে শোনা যাচ্ছিল। তবে এখন দুজনের মধ্যে সবকিছু ঠিক রয়েছে বলেই শোনা যাচ্ছে৷ তবে সময়ই সেই উত্তর দেবে৷
উল্লেখ্য, ঐশ্বর্য ও অভিষেক বচ্চন ২০০৭ সালে বিয়ে করেন। সম্প্রতি দুজনের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন ভীষণভাবে শোনা যাচ্ছিল। তবে এখন দুজনের মধ্যে সবকিছু ঠিক রয়েছে বলেই শোনা যাচ্ছে৷ তবে সময়ই সেই উত্তর দেবে৷
advertisement
advertisement
advertisement