Raghav Chadha-Parineeti Chopra: দৃষ্টিশক্তি হারাতে পারেন রাঘব চাড্ডা! বিয়ের ১ বছরের মধ্যেই দুঃসংবাদ! ভয়ঙ্কর কথা জানালেন আপ নেতা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Raghav Chadha-Parineeti Chopra: উদয়পুরে সাত পাকে বাঁধা পড়েন পরিনীতি চোপড়া এবং আপ সাংসদ রাঘব চাড্ডা। বিয়ের একবছর কাটেনি। তার আগেই ভয়ঙ্কর চোখের সমস্যার শিকার রাঘব।
advertisement
*আপ নেতা তথা দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ মঙ্গলবার জানিয়েছেন, "দলের কোনও কাজে রাঘব চাড্ডাকে দেখা যাচ্ছে না, কারণ তাঁর চোখের বেশ কিছু সমস্যা হচ্ছিল। সেটা বেশ জটিল। চোখের অস্ত্রোপচার হয়েছে। তার জন্য রাঘব লন্ডনে রয়েছেন। সমস্যা অনেকটাই গুরুতর, যার জন্য সে দৃষ্টিশক্তি পর্যন্ত হারাতে পারে। তবে আমি আশা করি সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে দিল্লি ফিরবে খুব তাড়াতাড়ি এবং দিল্লিতে দলের প্রচারে যোগ দেবে। ওঁর দ্রুত সুস্থতা কামনা করি।"
advertisement
advertisement
advertisement
*আম আদমি পার্টির নানা ক্যাম্পেনে তাঁর উজ্জ্বল উপস্থিতি। তাঁর প্রোফাইলের ছবি কেজরিওয়ালের গ্রেফতারির পরে বদলে দেন, সেখানে জায়গা পায় আপ নেতার জেলবন্দি ছবি। এক্স হ্যান্ডেলে লেখেন, "কেজরিওয়াল অসুস্থ, তিনি ডায়াবেটিক। তাঁকে রোজ ৫৪ ইউনিট ইনসুলিন নিতে হয়। জেলে তাঁকে সেই ইনসুলিন যথাযথভাবে দেওয়া হচ্ছে না, এটা একেবারে অমানবিক এবং প্রিজন রুল বহির্ভূত।"
advertisement