স্নান করেন না, হাতের নখ খান, আপনার প্রিয় বলিউড তারকাদের এই খারাপ অভ্যাসগুলোর কথা জানলে রীতিমতো আঁতকে উঠবেন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
খারাপ অভ্যাস আমাদের কার না থাকে! আমরা কেউ তার বাইরে নই! মনস্তত্ত্ব যেমন বলে কোনও মানুষ একেবারে নিখুঁত হয় না, এটা ঠিক তাই। ফলে, রুপোলি পর্দায় যাঁরা সর্বাঙ্গসুন্দর হয়ে ধরা দিয়ে থাকেন, তাঁদেরও খারাপ কোনও না কোনও অভ্যাস থাকে বইকি! থাকতে বাধ্য।
খারাপ অভ্যাস আমাদের কার না থাকে! আমরা কেউ তার বাইরে নই! মনস্তত্ত্ব যেমন বলে কোনও মানুষ একেবারে নিখুঁত হয় না, এটা ঠিক তাই। ফলে, রুপোলি পর্দায় যাঁরা সর্বাঙ্গসুন্দর হয়ে ধরা দিয়ে থাকেন, তাঁদেরও খারাপ কোনও না কোনও অভ্যাস থাকে বইকি! থাকতে বাধ্য। যতই যা-ই হোক, দিনের শেষে তাঁরাও মানুষ, আর সকলের মতো দোষে-গুণে মিলিয়েই।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় আজকাল তাঁর মুখ একটু বেশিই ভেসে ওঠে, আমাদের চোখের সামনে ভেসে উঠুক বা না উঠুক! তার কারণও আছে। বহু বছর পরে কেরিয়ার নতুন করে শুরু করেছেন ফারদিন খান। বলা হয়, কেরিয়ারের এক পর্যায়ে ফ্লপের ধাক্কা তাঁকে মাদকাসক্তির পথে নিয়ে যায়। তার জেরে যদি বা কাজ আসত, সেই রাস্তাও বন্ধ হয়ে যায়। রিহ্যাব তাঁকে জীবনের পথে আবার ফিরিয়ে এনেছে, হিরা মান্ডি, খেল খেল মে- সর্বত্রই নজর কাড়ছেন নতুন করে এই সুপুরুষ অভিনেতা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement