Amir Khan: ভেঙেছে দু’টি বিয়ে, তবু এখনও বিয়ের ওপর শ্রদ্ধা আর আস্থা... খোলামেলা আড্ডায় আমির খান

Last Updated:
৫৯ বছর বয়সী এই অভিনেতার আলাপচারিতায় উঠে এল তাঁর দু’টি বিবাহবিচ্ছেদ এবং গৌরী স্প্র্যাটের সঙ্গে বর্তমান প্রেমের সম্পর্কের কথাও।
1/5
আপাতত নিজের আসন্ন ছবি ‘সিতারে জমিন পর’-এর প্রচারের কাজে ব্যস্ত বলিউড সুপারস্টার আমির খান। তবে সম্প্রতি Zoom-এর সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলাপ-আলোচনায় মজতে দেখা গেল তাঁকে। ৫৯ বছর বয়সী এই অভিনেতার আলাপচারিতায় উঠে এল তাঁর দু’টি বিবাহবিচ্ছেদ এবং গৌরী স্প্র্যাটের সঙ্গে বর্তমান প্রেমের সম্পর্কের কথাও।
আপাতত নিজের আসন্ন ছবি ‘সিতারে জমিন পর’-এর প্রচারের কাজে ব্যস্ত বলিউড সুপারস্টার আমির খান। তবে সম্প্রতি Zoom-এর সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলাপ-আলোচনায় মজতে দেখা গেল তাঁকে। ৫৯ বছর বয়সী এই অভিনেতার আলাপচারিতায় উঠে এল তাঁর দু’টি বিবাহবিচ্ছেদ এবং গৌরী স্প্র্যাটের সঙ্গে বর্তমান প্রেমের সম্পর্কের কথাও।
advertisement
2/5
বিচ্ছেদের যন্ত্রণার প্রসঙ্গে আমির বলেন যে, “ভারতে বিবাহ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখন আপনার বিয়ে ভেঙে যায়, আপনি বিচ্ছেদের পথে হাঁটেন, মানুষ সেটা পছন্দ করেন না। আবেগের দিক থেকেই তাঁদের সেটা একেবারেই পছন্দ হয় না। আমি নিজেও সেটা জানি। আর আমি বিশ্বাস করি যে, বিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যা হালকা ভাবে কখনওই নেওয়া উচিত নয়।
বিচ্ছেদের যন্ত্রণার প্রসঙ্গে আমির বলেন যে, “ভারতে বিবাহ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখন আপনার বিয়ে ভেঙে যায়, আপনি বিচ্ছেদের পথে হাঁটেন, মানুষ সেটা পছন্দ করেন না। আবেগের দিক থেকেই তাঁদের সেটা একেবারেই পছন্দ হয় না। আমি নিজেও সেটা জানি। আর আমি বিশ্বাস করি যে, বিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যা হালকা ভাবে কখনওই নেওয়া উচিত নয়।
advertisement
3/5
আমিও এই বিষয়টি সম্পূর্ণ রূপে মেনে চলি। সেই কারণেই আমি মানুষের সামনে বিষয়টিকে সততার সঙ্গে উত্থাপন করি। আর সেটা আমার করাই উচিত। আমি সত্যই বলি যে, রিনার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। কিন্তু আমরা আর বৈবাহিক সম্পর্কে থাকতে পারলাম না অথবা আমার বিয়ে হয়েছিল কিরণের সঙ্গেও। কিন্তু সেই বৈবাহিক সম্পর্কও টিকল না। তাই সেটা আমাদের সকলের জন্যই ক্ষতি। আমাদের পরিবারও এটা নিয়ে খুশি নয়। আর এটা আমরাও খুশি মনে করি না।”
আমিও এই বিষয়টি সম্পূর্ণ রূপে মেনে চলি। সেই কারণেই আমি মানুষের সামনে বিষয়টিকে সততার সঙ্গে উত্থাপন করি। আর সেটা আমার করাই উচিত। আমি সত্যই বলি যে, রিনার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। কিন্তু আমরা আর বৈবাহিক সম্পর্কে থাকতে পারলাম না অথবা আমার বিয়ে হয়েছিল কিরণের সঙ্গেও। কিন্তু সেই বৈবাহিক সম্পর্কও টিকল না। তাই সেটা আমাদের সকলের জন্যই ক্ষতি। আমাদের পরিবারও এটা নিয়ে খুশি নয়। আর এটা আমরাও খুশি মনে করি না।”
advertisement
4/5
বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে পরিচিত আমির। তাঁর মতে, বৈবাহিক জীবনে সুখ আছে, এমন ভান করা হলে কিন্তু সেটা অসততার পরিচয়ই হবে।
বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে পরিচিত আমির। তাঁর মতে, বৈবাহিক জীবনে সুখ আছে, এমন ভান করা হলে কিন্তু সেটা অসততার পরিচয়ই হবে।
advertisement
5/5
তাঁর কথায়, “আমি এই ভান করতে পারতাম যে, কিরণ আর আমি সুখী দাম্পত্যজীবনে রয়েছি। আর সেভাবেই আমরা আমাদের গোটা জীবটা কাটিয়ে দিতে পারতাম। আর ব্যক্তিগত ভাবে আমি যেটা চাই, সেটা আমি করতেই পারি। আর ও নিজে যেটা চায়, সেটা ও করতেই পারে। কিন্তু দুনিয়ার চোখে আমরা এখনও বিবাহিত। আর এভাবেই আমরা জীবন কাটাতে পারতাম, কিন্তু সেটা মিথ্যাচারণ হত। এরপর মজাচ্ছলে অভিনেতা হেসে আবার বলেন যে, বিয়েতে আমি সফল হতে পারিনি, কিন্তু বিবাহবিচ্ছেদের দিক থেকে আমি সফল হয়েছি।”
তাঁর কথায়, “আমি এই ভান করতে পারতাম যে, কিরণ আর আমি সুখী দাম্পত্যজীবনে রয়েছি। আর সেভাবেই আমরা আমাদের গোটা জীবটা কাটিয়ে দিতে পারতাম। আর ব্যক্তিগত ভাবে আমি যেটা চাই, সেটা আমি করতেই পারি। আর ও নিজে যেটা চায়, সেটা ও করতেই পারে। কিন্তু দুনিয়ার চোখে আমরা এখনও বিবাহিত। আর এভাবেই আমরা জীবন কাটাতে পারতাম, কিন্তু সেটা মিথ্যাচারণ হত। এরপর মজাচ্ছলে অভিনেতা হেসে আবার বলেন যে, বিয়েতে আমি সফল হতে পারিনি, কিন্তু বিবাহবিচ্ছেদের দিক থেকে আমি সফল হয়েছি।”
advertisement
advertisement
advertisement