এই সুপারস্টারের ছবিই প্রথম ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল, ছেলে বাসেই যাতায়াত করেন, এবার নামছেন সিনেমায়
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
এই সুপারস্টারের ছেলে বাসে যাতায়াত করেন। একেবারে আমজনতার মতো। দেখলে বোঝাও যাবে না।
advertisement
advertisement
সেখানে এই সুপারস্টারের ছেলে বাসে যাতায়াত করেন। একেবারে আমজনতার মতো। দেখলে বোঝাও যাবে না। সেই সুপারস্টার আর কেউ নন, আমির খান। আর সেই স্টার কিড তাঁর ছেলে জুনেদ খান। শাহরুখ খান, কাজল, চাঙ্কি পান্ডেদের ছেলেমেয়েরা আজ স্টার। ধীরে ধীরে ইন্ডাস্ট্রির দখল নিচ্ছেন তাঁরা। তাঁদের ফ্যাশন সেন্স, জীবনযাপনের ধরন নিয়ে প্রায়ই খবর হয়। কিন্তু আমির খানের ছেলে জুনেদ অন্য ধাতুতে গড়া। তিনিও স্টার কিড। কিন্তু স্টারসুলভ জীবন তিনি যাপন করেন না। সাধারণ নাগরিকের বাসে যাতায়াত করেন।
advertisement
advertisement
সানি দেওল এবং ববি দেওল স্টার কিড হিসেবেই অভিনয় জগতে পা রেখেছিলেন। আবার রণবীর কাপুর ঋষি কাপুরের ছেলে। বর্তমানে এঁরা প্রত্যেকেই সফল। নিজেদের কৃতিত্বে ভাস্বর। আবার অনেক স্টার কিড মুখ থুবড়ে পড়েছেন। নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি মোটেই। যাই হোক, এবার আমির খানের ছেলে জুনেদ অভিনয় জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন।জুনেদ শুধু অভিনেতা নন, প্রযোজকও। আমির খানের ছেলে হয়েও সাধারণ জীবনযাপন করেন।
advertisement
নিউজ 18-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আমির বলেছিলেন, তাঁর ছেলেমেয়েরা বড় হচ্ছে। তবে জুনেদ কাজের ব্যাপারে খুব সিরিয়াস। ফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, আমির খানের মোট সম্পত্তির পরিমাণ ১৮৬২ কোটি টাকা। তাঁর প্রথম ১০০ কোটির ছবি ছিল 'গজনি'। আজ পর্যন্ত কেউ তাঁর ছবি ‘দঙ্গল’-এর বক্স অফিস রেকর্ড ভাঙতে পারেনি।