Popular Actress: হেসেই রোজগার কাড়ি কাড়ি টাকা! এক এপিসোডেই নেন ১০ লাখ, এখন ২২২ কোটির মালকিন! বলুন তো কে তিনি?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Popular Actress: তিনি না হাসলে যেন শোয়ের জৌলুসই বাড়ে না৷ বর্তমানে তিনি এক-একটা এপিসোড পিছু নেন ১০ লাখ টাকা।
advertisement
advertisement
advertisement
একটা মাত্র বিজ্ঞাপনের পর অর্চনা পুরন সিংয়ের ভাগ্য খুলে যায়। প্রথমবারের মতো তিনি বলিউডের বড় পরিচালক বিআরচোপড়া পরিচালিত ও প্রযোজিত 'নিকাহ' ছবিতে কাজ করার সুযোগ পান। এই ছবিটি ১৯৮২ সালে মুক্তি পায়। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল রাজ বাব্বর, দীপক পরাশর এবং সালমা আগাকে। সেই বছরের ব্লকবাস্টার ছবি ছিল এটি।
advertisement
'নিকাহ' ছবিতে মাত্র ১০ সেকেন্ডের ভূমিকায় দেখা গিয়েছিল অর্চনা পুরন সিংকে। এছাড়াও তিনি একাধিক চরিত্রে চলচ্চিত্র পরিচালকদের মুগ্ধ করেছিলেন। এই ছবি মুক্তির পর অর্চনাকে আবারও দেখা গিয়েছিল ১৯৮৭ সালের 'জলওয়া' ছবিতে। এই ছবিতে নাসিরুদ্দিন শাহের বিপরীতে দেখা গিয়েছিল অর্চনাকে। এই ছবিতেই প্রথমবারের মতো মুখ্য চরিত্রে দেখা যায় অর্চনাকে।
advertisement
advertisement
'দ্য কপিল শর্মা শো'-তে তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি না হাসলে যেন শোয়ের জৌলুসই বাড়ে না৷ বর্তমানে তিনি এক-একটা এপিসোড পিছু নেন ১০ লাখ টাকা। রিপোর্ট বলছে, তিনি শো-টির তৃতীয় সিজনের জন্য কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, অর্চনা পুরন সিংয়ের মোট সম্পত্তির পরিমান ২২২.৩৪৩ কোটি টাকা।
advertisement
advertisement
১৯৯২ সালের ৩০ জুন অর্চনা-পরমিত শেঠির বিয়ে হয়। বর্তমানে তাঁদের আর্যমান এবং আয়ুষ্মান নামে দুটি ছেলে রয়েছে। দু'জনেই তাদের দাম্পত্য জীবনে খুব সুখী। 'দ্য কপিল শর্মা শো'-তে জানিয়েছিলেন যে, তিনি পরমিতের সঙ্গে বিয়ে চার বছর ধরে লুকিয়ে রেখেছিলেন কারণ পরমিত শেঠির পরিবারের অর্চনার অভিনেত্রী হওয়া নিয়ে প্রবল আপত্তি ছিল। এবং তাঁর পরিবার তাঁদের এই বিয়ের বিরুদ্ধে ছিল।