Popular Actress: হেসেই রোজগার কাড়ি কাড়ি টাকা! এক এপিসোডেই নেন ১০ লাখ, এখন ২২২ কোটির মালকিন! বলুন তো কে তিনি?

Last Updated:
Popular Actress: তিনি না হাসলে যেন শোয়ের জৌলুসই বাড়ে না৷ বর্তমানে তিনি এক-একটা এপিসোড পিছু নেন ১০ লাখ টাকা।
1/9
বলিউড থেকে টেলিভিশন জগতে এমন অনেক তারকা রয়েছেন যারা তাদের সংগ্রামে ভরা কেরিয়ারে সবাইকে অনুপ্রাণিত করেছেন। কর্মজীবনে তিনি আজ যেখানে রয়েছে তা অর্জন করতে বহু কঠোর পরিশ্রম করতে হয়েছে। তারপরেই এসেছে সাফল্য। তেমনই একজন হলেন সকলের প্রিয় কমেডি কুইন অর্চনা পুরন সিং৷
বলিউড থেকে টেলিভিশন জগতে এমন অনেক তারকা রয়েছেন যারা তাদের সংগ্রামে ভরা কেরিয়ারে সবাইকে অনুপ্রাণিত করেছেন। কর্মজীবনে তিনি আজ যেখানে রয়েছে তা অর্জন করতে বহু কঠোর পরিশ্রম করতে হয়েছে। তারপরেই এসেছে সাফল্য। তেমনই একজন হলেন সকলের প্রিয় কমেডি কুইন অর্চনা পুরন সিং৷
advertisement
2/9
তিনি একাধারে যেমন একজন সঞ্চালক তেমনই বলিউডে কমেডির জন্য পরিচিত। এই বয়সেও তিনি দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডে৷ দীর্ঘ প্রায় ৪ দশক ধরে অভিনয় জগতে রাজ করছেন অর্চনা
তিনি একাধারে যেমন একজন সঞ্চালক তেমনই বলিউডে কমেডির জন্য পরিচিত। এই বয়সেও তিনি দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডে৷ দীর্ঘ প্রায় ৪ দশক ধরে অভিনয় জগতে রাজ করছেন অর্চনা
advertisement
3/9
আজ তিনি সকলের প্রিয় কমেডি ক্যুইন৷  তবে এই জায়গায় পৌঁছনোর পিছনে রয়েছে বিরাট সংগ্রাম৷ বলিউডে অর্চনার কোনও গডফাদার ছিল না। এমনকি ফিল্ম ইন্ডাস্ট্রিরও কাউকে তিনি চিনতেন না। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন। প্রযোজক জালাল আগার 'ব্যান্ড এইড'-এর বিজ্ঞাপনে প্রথম নজরে পড়েন তিনি।
আজ তিনি সকলের প্রিয় কমেডি ক্যুইন৷ তবে এই জায়গায় পৌঁছনোর পিছনে রয়েছে বিরাট সংগ্রাম৷ বলিউডে অর্চনার কোনও গডফাদার ছিল না। এমনকি ফিল্ম ইন্ডাস্ট্রিরও কাউকে তিনি চিনতেন না। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন। প্রযোজক জালাল আগার 'ব্যান্ড এইড'-এর বিজ্ঞাপনে প্রথম নজরে পড়েন তিনি।
advertisement
4/9
একটা মাত্র বিজ্ঞাপনের পর অর্চনা পুরন সিংয়ের ভাগ্য খুলে যায়। প্রথমবারের মতো তিনি বলিউডের বড় পরিচালক বিআরচোপড়া পরিচালিত ও প্রযোজিত 'নিকাহ' ছবিতে কাজ করার সুযোগ পান। এই ছবিটি ১৯৮২ সালে মুক্তি পায়। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল রাজ বাব্বর, দীপক পরাশর এবং সালমা আগাকে। সেই বছরের ব্লকবাস্টার ছবি ছিল এটি।
একটা মাত্র বিজ্ঞাপনের পর অর্চনা পুরন সিংয়ের ভাগ্য খুলে যায়। প্রথমবারের মতো তিনি বলিউডের বড় পরিচালক বিআরচোপড়া পরিচালিত ও প্রযোজিত 'নিকাহ' ছবিতে কাজ করার সুযোগ পান। এই ছবিটি ১৯৮২ সালে মুক্তি পায়। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল রাজ বাব্বর, দীপক পরাশর এবং সালমা আগাকে। সেই বছরের ব্লকবাস্টার ছবি ছিল এটি।
advertisement
5/9
'নিকাহ' ছবিতে মাত্র ১০ সেকেন্ডের ভূমিকায় দেখা গিয়েছিল অর্চনা পুরন সিংকে। এছাড়াও তিনি একাধিক  চরিত্রে চলচ্চিত্র পরিচালকদের  মুগ্ধ করেছিলেন। এই ছবি মুক্তির পর অর্চনাকে আবারও দেখা গিয়েছিল ১৯৮৭ সালের 'জলওয়া' ছবিতে। এই ছবিতে নাসিরুদ্দিন শাহের বিপরীতে দেখা গিয়েছিল অর্চনাকে। এই ছবিতেই প্রথমবারের মতো মুখ্য চরিত্রে দেখা যায় অর্চনাকে।
'নিকাহ' ছবিতে মাত্র ১০ সেকেন্ডের ভূমিকায় দেখা গিয়েছিল অর্চনা পুরন সিংকে। এছাড়াও তিনি একাধিক চরিত্রে চলচ্চিত্র পরিচালকদের মুগ্ধ করেছিলেন। এই ছবি মুক্তির পর অর্চনাকে আবারও দেখা গিয়েছিল ১৯৮৭ সালের 'জলওয়া' ছবিতে। এই ছবিতে নাসিরুদ্দিন শাহের বিপরীতে দেখা গিয়েছিল অর্চনাকে। এই ছবিতেই প্রথমবারের মতো মুখ্য চরিত্রে দেখা যায় অর্চনাকে।
advertisement
6/9
চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয়ের পাশাপাশি অর্চনা  টেলিভিশন জগতে বেশ অ্যাক্টিভ ছিলেন। জনপ্রিয় কমেডি শো 'দ্য কপিল শর্মা শো' এবং 'কমেডি সার্কাস'-এর বিচারক হিসেবে পরিচিত। এখন এই কমেডি শো-তে হাসি দিয়ে লাখ লাখ টাকা আয় করেন তিনি।
চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয়ের পাশাপাশি অর্চনা টেলিভিশন জগতে বেশ অ্যাক্টিভ ছিলেন। জনপ্রিয় কমেডি শো 'দ্য কপিল শর্মা শো' এবং 'কমেডি সার্কাস'-এর বিচারক হিসেবে পরিচিত। এখন এই কমেডি শো-তে হাসি দিয়ে লাখ লাখ টাকা আয় করেন তিনি।
advertisement
7/9
'দ্য কপিল শর্মা শো'-তে  তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি না হাসলে যেন শোয়ের জৌলুসই বাড়ে না৷  বর্তমানে তিনি এক-একটা এপিসোড পিছু নেন ১০ লাখ টাকা। রিপোর্ট বলছে, তিনি শো-টির তৃতীয় সিজনের জন্য কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, অর্চনা পুরন সিংয়ের মোট সম্পত্তির পরিমান ২২২.৩৪৩ কোটি টাকা।
'দ্য কপিল শর্মা শো'-তে তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি না হাসলে যেন শোয়ের জৌলুসই বাড়ে না৷ বর্তমানে তিনি এক-একটা এপিসোড পিছু নেন ১০ লাখ টাকা। রিপোর্ট বলছে, তিনি শো-টির তৃতীয় সিজনের জন্য কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, অর্চনা পুরন সিংয়ের মোট সম্পত্তির পরিমান ২২২.৩৪৩ কোটি টাকা।
advertisement
8/9
চলচ্চিত্র জীবনের মতো রহস্যে মোড়া তাঁর ব্যক্তিগত জীবন৷  কর্মজীবনের মতো নানা চড়াই উৎরাই গিয়েছে তাঁর ব্যক্তিগত জীবনেও৷ প্রথম বিয়ে টেকেনি অভিনেত্রীর৷ তারপর  ৭ বছরের ছোট পরমিত শেঠিকে গোপনে বিয়ে করেন অর্চনা৷ এমনকী সেই বিয়ের খবর বহুদিন গোপনে রেখেছিলেন৷
চলচ্চিত্র জীবনের মতো রহস্যে মোড়া তাঁর ব্যক্তিগত জীবন৷ কর্মজীবনের মতো নানা চড়াই উৎরাই গিয়েছে তাঁর ব্যক্তিগত জীবনেও৷ প্রথম বিয়ে টেকেনি অভিনেত্রীর৷ তারপর ৭ বছরের ছোট পরমিত শেঠিকে গোপনে বিয়ে করেন অর্চনা৷ এমনকী সেই বিয়ের খবর বহুদিন গোপনে রেখেছিলেন৷
advertisement
9/9
১৯৯২ সালের ৩০ জুন অর্চনা-পরমিত শেঠির বিয়ে হয়। বর্তমানে তাঁদের আর্যমান এবং আয়ুষ্মান নামে দুটি ছেলে রয়েছে। দু'জনেই তাদের দাম্পত্য জীবনে খুব সুখী। 'দ্য কপিল শর্মা শো'-তে জানিয়েছিলেন যে, তিনি পরমিতের সঙ্গে বিয়ে চার বছর ধরে লুকিয়ে রেখেছিলেন কারণ পরমিত শেঠির পরিবারের অর্চনার অভিনেত্রী হওয়া নিয়ে প্রবল আপত্তি ছিল। এবং তাঁর পরিবার তাঁদের এই বিয়ের বিরুদ্ধে ছিল।
১৯৯২ সালের ৩০ জুন অর্চনা-পরমিত শেঠির বিয়ে হয়। বর্তমানে তাঁদের আর্যমান এবং আয়ুষ্মান নামে দুটি ছেলে রয়েছে। দু'জনেই তাদের দাম্পত্য জীবনে খুব সুখী। 'দ্য কপিল শর্মা শো'-তে জানিয়েছিলেন যে, তিনি পরমিতের সঙ্গে বিয়ে চার বছর ধরে লুকিয়ে রেখেছিলেন কারণ পরমিত শেঠির পরিবারের অর্চনার অভিনেত্রী হওয়া নিয়ে প্রবল আপত্তি ছিল। এবং তাঁর পরিবার তাঁদের এই বিয়ের বিরুদ্ধে ছিল।
advertisement
advertisement
advertisement