Lok Sabha Election Results 2024: শুধু স্মৃতি ইরানি নয়! হেরো প্রার্থীর তালিকায় মোদির আরও মন্ত্রী, রয়েছেন বাংলারও দু’জন

Last Updated:
২০১৯ এর স্যুইপিং ম্যান্ডেটে বিজেপি একাই পেয়েছিল ২৮২ টি আসন আর এনডিএ ৩০৩। সেখানে ২০২৪ এ ফলা ফল এসে দাঁড়াল- বিজেপি ২৩৯, কংগ্রেস ১০০। আসুন এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন কেন্দ্র থেকে হেরেছেন মোদি মন্ত্রিসভার প্রতিনিধিরা৷
1/8
আড়াই মাস ধরে তপ্ত দাবদাহে ভোটগ্রহণ পর্ব চলার পরে অবশেষে গত মঙ্গলবার হল ফল ঘোষণা৷ আর সেই ফল এককথায় চমকে দিয়েছে সকলকেই৷ গেরুয়া জোট এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও একক সংখ্যাগরিষ্ঠ দলের তকমা পায়নি বিজেপি৷ ৪০০- পারের স্বপ্ন দেখা এনডিএ-র বিজয় রথ থেমে গিয়েছে ২৯২ তেই৷ পার করতে পারেনি ৩০০-রও কোটা৷ সেই সঙ্গেই ভোটের লড়াইয়ে মুখ থুবড়ে পড়েছেন বিজেপির একাধিক কেন্দ্রীয় মন্ত্রী৷ তাঁদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেরও দু’জন রয়েছে৷
আড়াই মাস ধরে তপ্ত দাবদাহে ভোটগ্রহণ পর্ব চলার পরে অবশেষে গত মঙ্গলবার হল ফল ঘোষণা৷ আর সেই ফল এককথায় চমকে দিয়েছে সকলকেই৷ গেরুয়া জোট এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও একক সংখ্যাগরিষ্ঠ দলের তকমা পায়নি বিজেপি৷ ৪০০- পারের স্বপ্ন দেখা এনডিএ-র বিজয় রথ থেমে গিয়েছে ২৯২ তেই৷ পার করতে পারেনি ৩০০-রও কোটা৷ সেই সঙ্গেই ভোটের লড়াইয়ে মুখ থুবড়ে পড়েছেন বিজেপির একাধিক কেন্দ্রীয় মন্ত্রী৷ তাঁদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেরও দু’জন রয়েছে৷
advertisement
2/8
২০১৯ এর স্যুইপিং ম্যান্ডেটে বিজেপি একাই পেয়েছিল ২৮২ টি আসন আর এনডিএ ৩০৩। সেখানে ২০২৪ এ ফলা ফল এসে দাঁড়াল- বিজেপি ২৩৯, কংগ্রেস ১০০। আসুন এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন কেন্দ্র থেকে হেরেছেন মোদি মন্ত্রিসভার প্রতিনিধিরা৷
২০১৯ এর স্যুইপিং ম্যান্ডেটে বিজেপি একাই পেয়েছিল ২৮২ টি আসন আর এনডিএ ৩০৩। সেখানে ২০২৪ এ ফলা ফল এসে দাঁড়াল- বিজেপি ২৩৯, কংগ্রেস ১০০। আসুন এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন কেন্দ্র থেকে হেরেছেন মোদি মন্ত্রিসভার প্রতিনিধিরা৷
advertisement
3/8
স্মৃতি ইরানি: সবচেয়ে হাই-প্রোফাইল পরাজয়ের মধ্যে একটি অবশ্যই আমেঠিতে স্মৃতি ইরানির পরাজয়। ২০১৯ এর নির্বাচনে রাহুল গান্ধিকে পরাজিত করে পুরস্কার হিসাবে পেয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব৷ সেই স্মৃতিই এবার পরাজিত হয়েছেন কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মার কাছে৷ তা-ও ১,৬৭,১৯৬ ভোটের ব্যবধানে।
স্মৃতি ইরানি: সবচেয়ে হাই-প্রোফাইল পরাজয়ের মধ্যে একটি অবশ্যই আমেঠিতে স্মৃতি ইরানির পরাজয়। ২০১৯ এর নির্বাচনে রাহুল গান্ধিকে পরাজিত করে পুরস্কার হিসাবে পেয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব৷ সেই স্মৃতিই এবার পরাজিত হয়েছেন কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মার কাছে৷ তা-ও ১,৬৭,১৯৬ ভোটের ব্যবধানে।
advertisement
4/8
অজয় মিশ্র টেনি: বিক্ষোভরত কৃষকদের গাড়ির চাকায় পিষে মেরে ফেলার কথা মনে আছে? স্থান ছিল উত্তরপ্রদেশের লখিমপুর৷ সেই বিতর্কিত লখিমপুরের খেরি ঘটনায় জড়িত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকেও এবারে ব্রাহ্মণ ভোটের অঙ্ক মাথায় রেখে ভোট দিয়েছিল বিজেপি৷ সেই টেনিও হেরেছেন সমাজবাদী পার্টির উৎকর্ষ ভার্মার কাছে৷ ৩৪,৩২৯ ভোটে।
অজয় মিশ্র টেনি: বিক্ষোভরত কৃষকদের গাড়ির চাকায় পিষে মেরে ফেলার কথা মনে আছে? স্থান ছিল উত্তরপ্রদেশের লখিমপুর৷ সেই বিতর্কিত লখিমপুরের খেরি ঘটনায় জড়িত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকেও এবারে ব্রাহ্মণ ভোটের অঙ্ক মাথায় রেখে ভোট দিয়েছিল বিজেপি৷ সেই টেনিও হেরেছেন সমাজবাদী পার্টির উৎকর্ষ ভার্মার কাছে৷ ৩৪,৩২৯ ভোটে।
advertisement
5/8
অর্জুন মুন্ডা: ঝাড়খণ্ডের খুন্তি কেন্দ্রে শোচনীয় ভাবে পরাজিত হয়েছেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী কালীচরণ মুন্ডা৷ তাঁর ভোটের ব্যবধান ১,৪৯,৬৭৫৷
অর্জুন মুন্ডা: ঝাড়খণ্ডের খুন্তি কেন্দ্রে শোচনীয় ভাবে পরাজিত হয়েছেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী কালীচরণ মুন্ডা৷ তাঁর ভোটের ব্যবধান ১,৪৯,৬৭৫৷
advertisement
6/8
কৈলাশ চৌধুরী: কেন্দ্র রাজস্থানের বারমের৷ কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী, কৈলাশ চৌধুরী প্রায় ৪ লক্ষ ৪৮ হাজার ভোটে হেরেছেন কংগ্রেসের বিজয়ী প্রার্থী উম্মেদা রাম বেনিওয়ালের কাছে। ওই কেন্দ্রে তৃতীয় স্থানে নেমে এসেছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী৷
কৈলাশ চৌধুরী: কেন্দ্র রাজস্থানের বারমের৷ কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী, কৈলাশ চৌধুরী প্রায় ৪ লক্ষ ৪৮ হাজার ভোটে হেরেছেন কংগ্রেসের বিজয়ী প্রার্থী উম্মেদা রাম বেনিওয়ালের কাছে। ওই কেন্দ্রে তৃতীয় স্থানে নেমে এসেছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী৷
advertisement
7/8
রাজীব চন্দ্রশেখর: কেরলের তিরুঅনন্তপুরমে, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর হেরেছেন কংগ্রেস নেতা শশী থারুরের কাছে৷ ব্যবধান ১৬,০৭৭ ভোট।
রাজীব চন্দ্রশেখর: কেরলের তিরুঅনন্তপুরমে, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর হেরেছেন কংগ্রেস নেতা শশী থারুরের কাছে৷ ব্যবধান ১৬,০৭৭ ভোট।
advertisement
8/8
বিজেপির ধাক্কা শুধু এই বিশিষ্ট ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাই নয়। হেরে যাওয়া উল্লেখযোগ্য নেতামন্ত্রীদের মধ্যে রয়েছেন মহেন্দ্র নাথ পাণ্ডে, কৌশল কিশোর, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, সঞ্জীব বালিয়ান, রাও সাহেব দানভে, আর কে সিং, ভি মুরালীধরণ, এল মুরুগান, সুভাষ সরকার এবং নিশীথ প্রামাণিকের প্রার্থীরাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহার আসনটি টিএমসির জগদীশ চন্দ্র বসুনিয়ার কাছে ৩৯,০০০ ভোটে হেরেছেন। শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার পশ্চিমবঙ্গের বাঁকুড়া লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তীর কাছে ৩২,৭৭৮ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
বিজেপির ধাক্কা শুধু এই বিশিষ্ট ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাই নয়। হেরে যাওয়া উল্লেখযোগ্য নেতামন্ত্রীদের মধ্যে রয়েছেন মহেন্দ্র নাথ পাণ্ডে, কৌশল কিশোর, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, সঞ্জীব বালিয়ান, রাও সাহেব দানভে, আর কে সিং, ভি মুরালীধরণ, এল মুরুগান, সুভাষ সরকার এবং নিশীথ প্রামাণিকের প্রার্থীরাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহার আসনটি টিএমসির জগদীশ চন্দ্র বসুনিয়ার কাছে ৩৯,০০০ ভোটে হেরেছেন। শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার পশ্চিমবঙ্গের বাঁকুড়া লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তীর কাছে ৩২,৭৭৮ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
advertisement
advertisement
advertisement