TMC Yusuf Pathan: তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান কত টাকার মালিক? বছরে কত রোজগার? কতদূর পড়াশোনা? হলফনামায় বিরাট চমক
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Koushik Adhikary
Last Updated:
TMC Yusuf Pathan: ইউসুফ পাঠানের বিভিন্ন খাতে জমা থাকা টাকা, শেয়ার বাজারে থাকা টাকা, গাড়ি, হিরে-সোনা-রুপোর অলংকার মিলিয়ে সম্পত্তির পরিমাণ ২৪ কোটি ৬ লক্ষ ১৬ হাজার ৩৫১.৯১ টাকা।
advertisement
advertisement
*ইউসুফ পাঠান খেলাধুলার মধ্য দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে আজ তিনি খেলাধুলার গণ্ডি ছাড়িয়ে রাজনীতির আঙিনায় পা রেখেছেন। শাসক দল তৃণমূলের হয়ে তিনি এ বার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বহরমপুর কেন্দ্র থেকে, যেখানেই তার প্রতিপক্ষ সবচেয়ে চ্যালেঞ্জিং প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। ইতিমধ্যেই তিনি জমা করেছেন মনোনয়ন। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*২০২০-২১ অর্থবর্ষে রোজগারের পরিমাণ আরও কমে যায় এবং দাঁড়ায় ১ কোটি ২ লক্ষ ৩৯ হাজার ৫০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষেও রোজগারে পতন বজায় ছিল এবং দাঁড়িয়ে ছিল ৬৪ লক্ষ ১৮ হাজার ৫৫০ টাকায়। ২০২২-২৩ অর্থবর্ষে ফের ইউসুফ পাঠানের রোজগার আগের মতোই অনেকটাই বেড়ে যায়। রোজগার হয় ২ কোটি ৯৪ লক্ষ ২৮ হাজার ৭৬০ টাকা। সংগৃহীত ছবি।
advertisement
*ইউসুফ পাঠানের বিভিন্ন ব্যাঙ্কের বিভিন্ন খাতে জমা থাকা টাকা, শেয়ার বাজারে থাকা টাকা, গাড়ি, হিরে-সোনা-রুপোর অলংকার ইত্যাদি মিলিয়ে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৪ কোটি ৬ লক্ষ ১৬ হাজার ৩৫১.৯১ টাকা। অন্যদিকে, একই খাতে ইউসুফ পাঠানের স্ত্রীর নামে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ মাত্র ৫২ হাজার ৩১৫ টাকা। সংগৃহীত ছবি।
advertisement
advertisement