পশ্চিমবঙ্গে ধীরে-ধীরে সচল হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। ইতিমধ্যেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলে গিয়েছে। চলছে পাড়ায় শিক্ষালয়ও। এমনকী ছোটদের স্কুল খোলা নিয়েও চিন্তাভাবনা চলছে। এই পরিস্থিতিতে রাজ্যের এক কোটি ছাত্রছাত্রীকে বিনামূল্যে স্কুলের পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক বৈঠকে এ বিষয়টি ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিকল্প কর্মসংস্থানে জোর দিয়ে, গত ৯ ডিসেম্বর কৃষ্ণনগরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সরকারি স্কুলের পড়ুয়াদের পোশাকের কাপড় রাজ্যেই তৈরি হোক। ভিন রাজ্য থেকে তা আনার দরকার নেই। সেইমতো, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের পোশাকের কাপড় তৈরির পাইলট প্রজেক্ট হয়েছে রাজ্যে। ভিন রাজ্য থেকে কাপড় না এনে, রাজ্যের পাওয়ার লুমেই তৈরি হচ্ছে স্কুল পড়ুয়াদের পোশাকের কাপড়।