Teachers Crisis in India: দেশের ১ লক্ষের বেশি স্কুলে মাত্র ১ জন শিক্ষক পড়ান! পড়ে ৩৩ লক্ষ, সবচেয়ে খারাপ অবস্থা কোন রাজ্যের? কেন্দ্রীয় রিপোর্টে চাঞ্চল্য
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Teachers Crisis in India: কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তথ্য বলছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের হিসাবে দেশে মোট ১,০৪,১২৫টি স্কুলে এক জন করে শিক্ষক রয়েছেন। বাংলার অবস্থা কী? কেন্দ্রের রিপোর্টে চাঞ্চল্য।
দেশজুড়ে স্কুলে স্কুলে শিক্ষকের অভাব। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তথ্য বলছে, প্রায় এক লক্ষেরও বেশি স্কুলে রয়েছেন মাত্র একজন শিক্ষক। এবং ওই স্কুলগুলিতে মোট পড়ুয়ার সংখ্যা প্রায় ৩৩ লক্ষ।
advertisement
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তথ্য বলছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের হিসাবে দেশে মোট ১,০৪,১২৫টি স্কুলে এক জন করে শিক্ষক রয়েছেন।
advertisement
ওই স্কুলগুলিতে ৩৩,৭৬,৭৬৯ জন পড়ুয়া ভর্তি রয়েছে। অর্থাৎ, এই ধরনের প্রতিটি স্কুলে গড়ে ৩৪ জন করে পড়ুয়া পড়াশোনা করে।
advertisement
শিক্ষার অধিকার আইন অনুসারে, প্রাথমিকে (প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) শিক্ষার ক্ষেত্রে প্রতি ৩০ জন পড়ুয়া পিছু এক জন করে শিক্ষক থাকা উচিত।
advertisement
উচ্চপ্রাথমিকের ক্ষেত্রে প্রতি ৩৫ জন পড়ুয়াপিছু এক জন করে শিক্ষক থাকলে, সেটি আদর্শ ছাত্র-শিক্ষক অনুপাত হিসাবে ধরা হয়।
advertisement
অথচ দেশজুড়ে প্রায় এক লক্ষ স্কুলে মাত্র একজন করে শিক্ষক? দেশের কোন রাজ্যে সবচেয়ে বেশি রয়েছে এই ধরনের শিক্ষকহীন স্কুল?
advertisement
কেন্দ্রের তথ্য অনুসারে, এই ধরনের স্কুল সবচেয়ে বেশি রয়েছে অন্ধ্রপ্রদেশে। তার পরেই রয়েছে উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড।
advertisement
আবার এক জন করে শিক্ষক থাকা এই স্কুলগুলিতে সবচেয়ে বেশি পড়ুয়া রয়েছে উত্তরপ্রদেশে। তার পরেই রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ।
advertisement
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে, মাত্র এক জন শিক্ষক রয়েছেন, অন্ধ্রপ্রদেশে এমন স্কুলের সংখ্যা ১২,৯১২। উত্তরপ্রদেশে এই ধরনের স্কুল আছে ৯,৫০৮টি, ঝাড়খণ্ডে রয়েছে ৯,১৭২টি, মহারাষ্ট্রে রয়েছে ৮,১৫২টি এবং কর্নাটকে আছে ৭,৩৪৯টি।
advertisement