Supreme Court on UGC New Regulation: ‘আমরা কি পিছনের দিকে এগোচ্ছি?,’ প্রবল বিক্ষোভ-বিতর্কের মাঝে UGC-র নতুন সমতা নিয়মে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার এই নির্দেশের উপরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে ২০১২-র বিধিই মেনে চলার নির্দেশ দিয়েছে আদালত পরবর্তী শুনানি ১৯ মার্চ৷
দেশজোড়া জেনারেল ক্যাটেগরির পড়ুয়াদের বিক্ষোভের মাঝেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) ‘বিতর্কিত’ নয়া বিধির উপরে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট৷ প্রধান বিচারপতি জানালেন, UGC-র নতুন বিধি যেভাবে লেখা হয়েছে, তার সংশোধন প্রয়োজন৷ নতুন বিধির বয়ানে ‘সবটাই অস্পষ্ট’৷ শীর্ষ আদালতের পরামর্শ, এই বিধির ভাষা কোনও বিশেষজ্ঞের মাধ্যমে খতিয়ে দেখা দরকার৷
advertisement
advertisement
প্রধান বিচারপতি বলেন, ‘‘সবচেয়ে খারাপ বিষয় হল, বাচ্চারা যাঁরা দক্ষিণ ভারত বা উত্তর-পূর্ব ভারত থেকে আসে...তাঁদের সংস্কৃতি সঙ্গে নিয়ে, যাঁরা সেগুলো আগে দেখেননি, তাঁরা তখন (ওদের বিষয়ে) মন্তব্য করতে শুরু করে৷ তখন আপনারা আলাদা হস্টেলের কথা বলেন৷ হা ঈশ্বর! এখন তো ইন্টারকাস্ট বিয়েও হচ্ছে৷ আবার এমন হস্টেলও আছে যেখানে সকলে একসঙ্গে থাকে৷’’
advertisement
advertisement
advertisement
2026 সালে উচ্চ শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলিতে নতুন বিধি নির্দেশ পাঠিয় UGC৷ নতুন বিধিতে শিক্ষাঙ্গনে সমতা রক্ষার নির্দেশ দেওয়া হয়৷ যার লক্ষ্য ছিল, বর্ণ-ভিত্তিক বৈষম্য রোধ করা এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা। পরে, বেশ কয়েকটি উচ্চবর্ণের সংগঠন যুক্তি দেয় যে, এই বিধানগুলির অপব্যবহার হতে পারে এবং জেনারেল ক্যাটেগরির ছাত্র এবং শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের কারণ হতে পারে। এমন ঘটনার একাধিক নিদর্শন আদালতে তুলে ধরেন তাঁরা৷
advertisement
advertisement
advertisement
ইউজিসির এমন বিধিমালার পরে এ নিয়ে প্রশ্ন তোলে বেশ কয়েকটি জেনারেল ক্যাটেগরি ছাত্র সংগঠন৷ দাবি করে, এই নতুন নিয়মের জেরে অজ্ঞাতেই জাতিগত বৈষম্য বৃদ্ধি পেতে পারে৷ নিয়মের অপব্যবহারের আশঙ্কাও তুলেছিলেন তাঁরা৷ জেনারেল স্টুডেন্টদের আইনজীবী, বিষ্ণু সরকার জৈন প্রশ্ন তোলেন, ‘জাতিগত বিদ্বেষ’ শুধুমাত্র উপজাতি এবং অনগ্রসর শ্রেণির জন্যেই প্রযোজ্য হয়৷ বাদ যায় জেনারেল ক্যাটেগরি৷








