School Holiday List August 2024: রয়েছে পরপর ছুটি! অগাস্ট মাসে স্কুল বন্ধ থাকবে ১০ দিনেরও বেশি, দেখে নিন কবে, কবে বন্ধ থাকবে

Last Updated:
School Holiday List August 2024: সন্তানদের পরীক্ষা! নাকি টানা ছুটিতে ঘুরতে যাওয়া, অগাস্ট মাসে ভর্তি ছুটি৷
1/16
: বিভিন্ন স্কুলে এই মুহূর্তে হাফ ইয়ারলি পরীক্ষার প্রস্তুতি চলছে৷ বেশ কিছু স্কুলে অগাস্ট মাসেই হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হবে, কোথাও আবার সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষা৷ ফলে এই মাসটা স্কুল পড়ুয়া এবং তাদের পরিবারের সদস্যদের জন্য একেবারে অ্যাসিড টেস্ট৷ দুটো দিন বেশি ছুটি পেলে সকলেই বাড়িতে বসে পড়াশুনোটা আরও একটু বেশি ঝালিয়ে নিতে পারবেন৷
: বিভিন্ন স্কুলে এই মুহূর্তে হাফ ইয়ারলি পরীক্ষার প্রস্তুতি চলছে৷ বেশ কিছু স্কুলে অগাস্ট মাসেই হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হবে, কোথাও আবার সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষা৷ ফলে এই মাসটা স্কুল পড়ুয়া এবং তাদের পরিবারের সদস্যদের জন্য একেবারে অ্যাসিড টেস্ট৷ দুটো দিন বেশি ছুটি পেলে সকলেই বাড়িতে বসে পড়াশুনোটা আরও একটু বেশি ঝালিয়ে নিতে পারবেন৷
advertisement
2/16
এই অগাস্ট মাসে স্কুল, কলেজ বা ব্যাঙ্কে ছুটির পর ছুটি পাবে পড়ুয়া ও  সরকারি কর্মীরা।জুলাই মাসের ১৭ তারিখ সরকারি কর্মীরা একটা ছুটি পেয়েছেন। তবে অগাস্ট মাসে প্রায় ৭ দিন সরকারি কর্মীরা ছুটি পাবে৷ আর স্কুল পড়ুয়ারা পাবে আরও বেশিদিনের ছুটি৷  আসলে অগাস্ট মাসে একাধিক দিন ছুটি থাকবে রাজ্যের স্কুল, অফিস, কলেজে।
এই অগাস্ট মাসে স্কুল, কলেজ বা ব্যাঙ্কে ছুটির পর ছুটি পাবে পড়ুয়া ও  সরকারি কর্মীরা।জুলাই মাসের ১৭ তারিখ সরকারি কর্মীরা একটা ছুটি পেয়েছেন। তবে অগাস্ট মাসে প্রায় ৭ দিন সরকারি কর্মীরা ছুটি পাবে৷ আর স্কুল পড়ুয়ারা পাবে আরও বেশিদিনের ছুটি৷  আসলে অগাস্ট মাসে একাধিক দিন ছুটি থাকবে রাজ্যের স্কুল, অফিস, কলেজে।
advertisement
3/16
অগাস্ট মাসে ছুটির তালিকা:৩ অগাস্ট:  প্রথম শনিবার স্কুল ছুটি থাকবে
অগাস্ট মাসে ছুটির তালিকা:৩ অগাস্ট:  প্রথম শনিবার স্কুল ছুটি থাকবে
advertisement
4/16
৪ অগাস্ট: প্রথম রবিবার স্কুল, কলেজ ছুটি, ছুটি থাকবে ব্যাঙ্কেও৷
৪ অগাস্ট: প্রথম রবিবার স্কুল, কলেজ ছুটি, ছুটি থাকবে ব্যাঙ্কেও৷
advertisement
5/16
১০ অগাস্ট: দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক  ছুটি থাকবে।
১০ অগাস্ট: দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক  ছুটি থাকবে।
advertisement
6/16
১১ অগাস্ট  : রবিবার- স্কুল কলেজ অফিস আদালত ব্যাঙ্ক সর্বত্র ছুটি থাকবে।
১১ অগাস্ট  : রবিবার- স্কুল কলেজ অফিস আদালত ব্যাঙ্ক সর্বত্র ছুটি থাকবে।
advertisement
7/16
১৫ অগাস্ট: বৃহস্পতিবার- স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে সর্বত্র  ছুটি থাকবে।
১৫ অগাস্ট: বৃহস্পতিবার- স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে সর্বত্র  ছুটি থাকবে।
advertisement
8/16
১৭ অগাস্ট- এটা মাসের তৃতীয় শনিবার, স্কুল বন্ধ থাকবে৷
১৭ অগাস্ট- এটা মাসের তৃতীয় শনিবার, স্কুল বন্ধ থাকবে৷
advertisement
9/16
১৮ অগাস্ট- রবিবার বন্ধ থাকবে , স্কুল, কলেজ, অফিস, আদালত সব সরকারি অফিসা৷
১৮ অগাস্ট- রবিবার বন্ধ থাকবে , স্কুল, কলেজ, অফিস, আদালত সব সরকারি অফিসা৷
advertisement
10/16
১৯ অগাস্ট: সোমবার- রাখি পূর্ণিমার জন্য বিভিন্ন রাজ্যে সরকারি অফিস, আদালত, স্কুল কলেজ ছুটি থাকবে।
১৯ অগাস্ট: সোমবার- রাখি পূর্ণিমার জন্য বিভিন্ন রাজ্যে সরকারি অফিস, আদালত, স্কুল কলেজ ছুটি থাকবে।
advertisement
11/16
২৪ অগাস্ট: চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক ছুটি থাকবে।  স্কুলগুলিতে হাফ ছুটি হবে।
২৪ অগাস্ট: চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক ছুটি থাকবে।  স্কুলগুলিতে হাফ ছুটি হবে।
advertisement
12/16
২৫ অগাস্ট: রবিবার হওয়ায় স্কুল, কলেজ, অফিস, আদালত ব্যাঙ্ক সর্বত্র ছুটি থাকবে
২৫ অগাস্ট: রবিবার হওয়ায় স্কুল, কলেজ, অফিস, আদালত ব্যাঙ্ক সর্বত্র ছুটি থাকবে
advertisement
13/16
২৬  অগাস্ট: জন্মাষ্টমী উপলক্ষে বিদ্যালয় ছুটি থাকবে।
২৬  অগাস্ট: জন্মাষ্টমী উপলক্ষে বিদ্যালয় ছুটি থাকবে।
advertisement
14/16
৩১ অগাস্ট : পঞ্চম শনিবার বন্ধ থাকবে স্কুল ৷
৩১ অগাস্ট : পঞ্চম শনিবার বন্ধ থাকবে স্কুল ৷
advertisement
15/16
অগাস্ট মাসে বেশ কয়েকদিন টানা ছুটির সম্ভাবনাও হয়েছে। ১৭- ১৯ অগাস্ট টানা তিন দিন ছুটি পাবেন অনেকেই৷  শনি, রবিবারের পর রাখি পূর্ণিমার ছুটি যে সব জায়গায় দেওয়া হবে সেখানে টানা তিনদিনের
অগাস্ট মাসে বেশ কয়েকদিন টানা ছুটির সম্ভাবনাও হয়েছে। ১৭- ১৯ অগাস্ট টানা তিন দিন ছুটি পাবেন অনেকেই৷  শনি, রবিবারের পর রাখি পূর্ণিমার ছুটি যে সব জায়গায় দেওয়া হবে সেখানে টানা তিনদিনের
advertisement
advertisement
advertisement