Jobs for Women: বিবাহিত-বিবাহ-বিচ্ছিন্না-বিধবাদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ, মাধ্যমিক পাশ থাকলেই আবেদন করুন
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Jobs for Women: আটটি ব্লকের বিভিন্ন গ্রামের স্বাস্থ্য পরিষেবার জন্য নিয়োগ করা হবে ৩১ জন আশাকর্মী। কবে থেকে আবেদন? জানুন ও জানান...
বাড়িতে ফাঁকা বসে থাকতে হবে না আর এবারে চাকরির সুবর্ণ সুযোগ মহিলাদের জন্য। মালদহ জেলার একাধিক গ্রামের স্বাস্থ্য পরিষেবার জন্য একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে আশা কর্মী। জেলা প্রশাসনের নিজস্ব ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানান হয়েছে মালদহ জেলা প্রশাসনের তরফে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
মালদহে জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, মালদহ সদর মহকুমার আটটি ব্লকের বিভিন্ন গ্রামের স্বাস্থ্য পরিষেবার জন্য নিয়োগ করা হবে ৩১ জন আশাকর্মী। ইংরেজবাজার, মানিকচক, গাজোল, পুরাতন মালদা, হবিবপুর এবং কালিয়াচক ১, ২ ও ৩ ইত্যাদি ব্লকের মোট ৩১ টি গ্রাম ও সাব সেন্টারে স্বাস্থ্য পরিষেবার জন্য ৩১ জন আশা কর্মী নিয়োগ করা হবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
এক্ষেত্রে আবেদনকারীকে বিবাহিত, বিবাহবিচ্ছিন্ন বা বিধবা মহিলা হতে হবে। প্রার্থীকে অবশ্যই উল্লেখিত পরিষেবা গ্রামের বাসিন্দা হতে হবে। যার বিধানসভা আসনের বুথের পার্ট নম্বরের সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পার্ট নম্বরের মিল থাকবে যে গ্রামের জন্য তাঁকে নির্বাচিত করা হবে। এক্ষেত্রে প্রার্থীর পরিষেবা গ্রামের বাসিন্দা হিসেবে প্রমাণের জন্য রেশন কার্ড, ভোটার কার্ড ও গ্রুপ-এ অফিসারের শংসাপত্র থাকা বাধ্যতামূলক।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
প্রার্থীকে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে। যে সকল মহিলা প্রার্থী মাধ্যমিক পাশ বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতার অধিকারী, তাঁদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচনা করা হবে। এক্ষেত্রে কেন্দ্র বা রাজ্য সরকারের স্বীকৃতি বোর্ড বা কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
আগামী ১৬ জনুয়ারি থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। অনলাইনের মাধ্যমে মালদহ জেলা প্রশাসনের নিজস্ব ওয়েবসাইট অথবা opportunity.maldadistrict.in এ গিয়ে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। আবেদনকারীর বয়স ৩০-৪০ বছরের মধ্যে হতে হবে। তবে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে, সর্বনিম্ন বয়সসীমা ২২ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। উভয় ক্ষেত্রেই আবেদনকারীর বয়স নির্ধারণ করা হবে ০১.০১.২০২৬ তারিখ অনুযায়ী।(ছবি ও তথ্য: জিএম মোমিন)






