Government Jobs: সীমিত সময়! আবেদন করুন আজই, দশম শ্রেণি পাশ থাকলে মোটা বেতনে সরকারি চাকরির ছড়াছড়ি
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Government Jobs: বিপুল পরিমাণে কেন্দ্র ও রাজ্য সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ
সরকারি চাকররি জন্য দিনরাত এক করে দিচ্ছেন যেমস্ত যুবক-যুবতীরা তাঁদের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দফতরে কাজের এক বড় সুযোগ রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
ভারতীয় বায়ুসেনা (Indian Airforce), নৌসেনা (Indian Navy), পোস্ট অফিস (Post Office), ছত্তীসগড়ে শিক্ষা বিভাগে মোটা বেতন ভাল চাকরির এক দুরন্ত সুযোগ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
৪,০০০ হাজারেরও বেশ শূন্যপদে কর্মী নিয়োগের বিবৃতি জারি করা হয়েছে ৷ শিক্ষাগত যোগ্যতা মাত্র দশম শ্রেণি পাশ থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
সব থেকে বেশি শূন্যস্থান পোস্ট অফিস পুরো উত্তরপ্রদেশ সার্কেলে ৪,০০০ বেশি শূন্যপদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাক বিভাগের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
মধ্যপ্রদেশে পুলিশে চাকরির সুযোগ রয়েছে ৷ আবেদনকারীরা দেখে নিতে পারেন ওয়েবসাইট recruitment.mppolice.gov.in আবেদনের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২১ ৷ মোট ৬০ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিবৃতি দিয়েছে মধ্যপ্রদেশ সরকার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
ছত্তীসগড়ে লোকসেবা আয়োগ অধ্যাপক পদে কর্মী নিয়োগের বিবৃতি দিয়েছে ৷ ৫৯৫ শূন্যপদে অধ্যাপক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ ১৩ সেপ্টেম্বর ২০২১ থেকে আবেদন করতে পারেন ইচ্ছুক কর্মপ্রার্থীরা ৷ www.psc.cg.gov.in ৷ ১২ অক্টোবর পর্যন্ত এই পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া চলবে ৷ হিন্দি (Hindi), ইংরেজি (English), ইতিহাস (History), ভূগোল (Geography)-সহ অন্যান্য বিষয়ে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
(Post Office Recruitment 2021) বিপুল সংখ্যক শূন্যপদে উত্তরপ্রদেশের (UP Postal Circle GDS Recruitment 2021) জন্য কর্মী নিয়োগ করা হবে ৷ গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগ করা হবে দশম মান পাশ থাকতে হবে মেধা তালিকা অনুযায়ী চাকরির ডাক পাবেন আবেদনকারীরা ৷ উত্তরপ্রদেশে ডাক বিভাগে যে কর্মী নিয়োগের বিবৃতি দিয়েছে সেখানে বেতন বিপিএম ১২,০০০ টাকা থেকে ১৪,৫০০ টাকা ৷ এবিপিএম বা ডাক সেবক পদে বেতন ১০ হাজার টাকা থেকে ১২,০০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
(Post Office Recruitment 2021) গ্রামীণ ডাক সেবকের অন্তর্গত অ্যাসিসট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ও ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ৷ ক্লাস টেন পাশ করলেই আবেদন করতে পারবেন আগ্রহী আবেদকরা ৷ গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গিয়েছে গত ২৩ অগাস্ট ২০২১, চলবে ২২ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
পোস্ট অফিসে (Post Office Recruitment 2021) কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে ৷ গ্রামীণ ডাক সেবক পদে ব্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় ডাক বিভাগ ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
ভারতীয় নৌসেনা (Indian Navy), Apprentice posts, এর জন্য ৫০ শতাংশ নম্বর নিয়ে ক্লাস টেন পাশ থাকতে হবে ৷ বিজ্ঞপ্তি অনুযায়ী ১ অক্টোবরের মধ্যেই ইচ্ছুক কর্মপ্রার্থীদের আবেদন করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
ভারতীয় বায়ুসেনাতেও (Indian Airforce), দশম শ্রেণি পাশ করলেই চাকরির দুর্দান্ত সুযোগ রয়েছে ৷ ১৭৪টি শূন্যপদে কর্মী নিয়োগের বিবৃতি ভারতীয় বায়ুসেনার ৷ মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff), রাঁধুনি (Cook), লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), স্টোর কিপার (Store Keeper), রং মিস্ত্রি (Painter), সুপারইডেন্ট (Superintendent)-সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ করতে হবে ৷ আগ্রহী কর্মপ্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারেন ৷ ভারতীয় বায়ুসেনার দফতরেও আবেদনপত্র জমা দেওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷