India Most Expensive Colleges: বার্ষিক ফি ৩৯ লাখ! কোন কলেজে? দেশের সবচেয়ে ব্যয়বহুল ৫ কলেজের ফি জানলে চোখ কপালে উঠবে!

Last Updated:
India Most Expensive Colleges: শুধু বিদেশেই নয়, ভারতেও এমন অনেক কলেজ আছে, যাদের ফি অনেক বেশি, যা আমজনতার পুরো সঞ্চয় খালি করে দিতে পারে। লক্ষ লক্ষ টাকা বার্ষিক খরচ হয় পড়তে গেলে...
1/7
উচ্চ শিক্ষা এমনিতেই ব্যয়বহুল। সব শিক্ষার্থী যে সরকারি কলেজে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকেন, এমনটা নয়। প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে খরচ তুলনামূলকভাবে অনেকটাই বেড়ে যায়। তবে, এখানে যে সব কলেজ এবং ইউনিভার্সিটির কথা উল্লেখ করা হতে চলেছে, তাদের একটু অন্য দৃষ্টিতে বিচার করতে হবে। এখানে শিক্ষার মান যেমন ভাল, অধ্যয়ণের খরচও তেমনই আকাশছোঁয়া। বছর পিছু তা লাখ লাখ টাকার উপরে গিয়ে দাঁড়ায়!(File Image)
উচ্চ শিক্ষা এমনিতেই ব্যয়বহুল। সব শিক্ষার্থী যে সরকারি কলেজে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকেন, এমনটা নয়। প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে খরচ তুলনামূলকভাবে অনেকটাই বেড়ে যায়। তবে, এখানে যে সব কলেজ এবং ইউনিভার্সিটির কথা উল্লেখ করা হতে চলেছে, তাদের একটু অন্য দৃষ্টিতে বিচার করতে হবে। এখানে শিক্ষার মান যেমন ভাল, অধ্যয়ণের খরচও তেমনই আকাশছোঁয়া। বছর পিছু তা লাখ লাখ টাকার উপরে গিয়ে দাঁড়ায়!
(File Image)
advertisement
2/7
শুধু বিদেশেই নয়, ভারতেও এমন অনেক কলেজ আছে, যাদের ফি অনেক বেশি, যা আমজনতার পুরো সঞ্চয় খালি করে দিতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক দেশের ৫টি সবচেয়ে ব্যয়বহুল কলেজের নাম এবং সমস্ত বিবরণ। (File Image)
শুধু বিদেশেই নয়, ভারতেও এমন অনেক কলেজ আছে, যাদের ফি অনেক বেশি, যা আমজনতার পুরো সঞ্চয় খালি করে দিতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক দেশের ৫টি সবচেয়ে ব্যয়বহুল কলেজের নাম এবং সমস্ত বিবরণ। (File Image)
advertisement
3/7
Indian School of Business - ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসকে (ISB) দেশের সবচেয়ে ব্যয়বহুল কলেজ বলা হয়। এটি ২০০১ সালে হায়দরাবাদে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কলেজের বার্ষিক ফি প্রায় ৩৮.৫০ লাখ থেকে ৪০ লাখ টাকা। কেউ যদি চান, তাহলে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত বিবরণ পেতে পারেন। (File Image)
Indian School of Business - ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসকে (ISB) দেশের সবচেয়ে ব্যয়বহুল কলেজ বলা হয়। এটি ২০০১ সালে হায়দরাবাদে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কলেজের বার্ষিক ফি প্রায় ৩৮.৫০ লাখ থেকে ৪০ লাখ টাকা। কেউ যদি চান, তাহলে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত বিবরণ পেতে পারেন। (File Image)
advertisement
4/7
Ashoka University - অশোক বিশ্ববিদ্যালয় হরিয়ানায় অবস্থিত। এখানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির জন্য অনেক কোর্স রয়েছে। একই সঙ্গে অন্যান্য কলেজের তুলনায় এই কলেজের ফি অনেক বেশি। এখানে প্রতি বছর ফি প্রায় ৯.৪৫ লাখ টাকা। (File Image)
Ashoka University - অশোক বিশ্ববিদ্যালয় হরিয়ানায় অবস্থিত। এখানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির জন্য অনেক কোর্স রয়েছে। একই সঙ্গে অন্যান্য কলেজের তুলনায় এই কলেজের ফি অনেক বেশি। এখানে প্রতি বছর ফি প্রায় ৯.৪৫ লাখ টাকা। (File Image)
advertisement
5/7
OP Jindal College - ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিও ব্যয়বহুল কলেজের তালিকায় অন্তর্ভুক্ত। এটি দেশের ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। এখানে বার্ষিক ফি প্রায় ৭.৫০ লাখ টাকারও বেশি। এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে। (File Image)
OP Jindal College - ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিও ব্যয়বহুল কলেজের তালিকায় অন্তর্ভুক্ত। এটি দেশের ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। এখানে বার্ষিক ফি প্রায় ৭.৫০ লাখ টাকারও বেশি। এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে। (File Image)
advertisement
6/7
Manipal Academy of Higher Education - মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশনের নাম নিতেই হবে এই তালিকায়, এই বিশ্ববিদ্যালয়টি কর্নাটকের মণিপালে অবস্থিত। তথ্য অনুসারে, এখানে স্নাতক ফি প্রায় ৩.৫০ লাখ টাকা। তবে, কোর্স অনুসারে বিশদ তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত বিবরণ দেখে নেওয়া যেতে পারে। (File Image)
Manipal Academy of Higher Education - মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশনের নাম নিতেই হবে এই তালিকায়, এই বিশ্ববিদ্যালয়টি কর্নাটকের মণিপালে অবস্থিত। তথ্য অনুসারে, এখানে স্নাতক ফি প্রায় ৩.৫০ লাখ টাকা। তবে, কোর্স অনুসারে বিশদ তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত বিবরণ দেখে নেওয়া যেতে পারে। (File Image)
advertisement
7/7
IIM Ahmdabad - একই সঙ্গে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) আহমেদাবাদের কথাও উল্লেখ করতেই হয়, এটিও দেশের এক ব্যয়বহুল কলেজ। এখানে MBA পড়ানো হয়। CAT পরীক্ষায় ভাল নম্বর পাওয়ার পর এই কলেজে ভর্তি হওয়া যায়। এখানে ফি প্রায় ৩৯ লাখ টাকা। তবে, যদি কেউ বেশি নম্বর পান, তাহলে স্কলারশিপের আওতায় ফিতে ছাড় পাওয়া যেতে পারে। (File Image)
IIM Ahmdabad - একই সঙ্গে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) আহমেদাবাদের কথাও উল্লেখ করতেই হয়, এটিও দেশের এক ব্যয়বহুল কলেজ। এখানে MBA পড়ানো হয়। CAT পরীক্ষায় ভাল নম্বর পাওয়ার পর এই কলেজে ভর্তি হওয়া যায়। এখানে ফি প্রায় ৩৯ লাখ টাকা। তবে, যদি কেউ বেশি নম্বর পান, তাহলে স্কলারশিপের আওতায় ফিতে ছাড় পাওয়া যেতে পারে। (File Image)
advertisement
advertisement
advertisement