HS Exam 2025: মনের জোরের কাছে হার মেনেছে কেমোর যন্ত্রণা, সুজলিকে দেখে সত্যিই শেখার! উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যা করেছেন অবিশ্বাস্য!
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
HS Exam 2025: কেমো চলছিল, তাই গত বছর পরীক্ষা দিতে পারেননি। এবার যন্ত্রণায় কাতর হয়েও হাসপাতালে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন সুজলি।
advertisement
advertisement
advertisement
advertisement
তাঁর স্কুলের প্রধান শিক্ষিকা অর্পিতা মণ্ডল জানান, তাঁকে ফোন করে শরীর খারাপের কথা জানায় সুজলি। আর পরীক্ষায় বসতে পারবে কিনা তা নিয়ে দ্বিধা তৈরি হয়। স্থানীয় চিকিৎসক দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। দ্বিতীয় দিনের পরীক্ষা স্কুলেই দেন। প্রধান শিক্ষিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের হুগলি জেলা যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই-এর সঙ্গে যোগাযোগ করেন। নীলরতন সরকার হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। ছাত্রী জানায়, হাসপাতাল থেকেই পরীক্ষা দেবেন। সেই মতো সব ব্যবস্থা করা হয়। তিনি আরও জানান, অসম্ভব মনের জোর সুজলির। শারীরিক এত অসুস্থতা সত্বেও সে স্কুলে আসত পড়াশোনায় মনোযোগই ছিল। কাল পরীক্ষার পর কথা হল। বলল খুব যন্ত্রণা হচ্ছে। তাও পরীক্ষা শেষ করেছে। বড় হয়ে শিক্ষিকা হতে চায়, আমরা চাই ও বড় হোক।
advertisement
হুগলি জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই বলেন, গত বছর ওই ছাত্রী পরীক্ষায় বসতে পারেননি। কারণ তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। তখন তাঁর কেমো থেরাপি চলছিল। এ বছরে পরীক্ষায় বসেছেন। যে স্কুলে সিট পড়েছিল সেখানে সিক রুমে দুটি পরীক্ষা দেওয়ার পরে অসুস্থ হয়ে যান। তাঁকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ভর্তি হতে হয়। আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে বিষয়টি জানাই। তিনি অনুমতি দেন। তারপর সব ব্যবস্থা করে এই হাসপাতাল থেকেই পরীক্ষা দিচ্ছেন ওই ছাত্রী। ওঁর মনের জোর আছে, আমরা ওর সাফল্য কামনা করি।