ছুটি ছুটি ছুটি! স্কুল, কলেজ, অফিস বন্ধ থাকবে কবে কবে? জেনেই করে ফেলুন ব্যক্তিগত 'প্ল্যান'!
- Published by:Tias Banerjee
Last Updated:
Dussehra Holidays: বছরের শেষ মানেই উৎসবের মরশুম। ছুটি নিয়ে সবারই জিজ্ঞাস্য থাকে। স্কুল, কলেজ, অফিস যার যেখানেই যাওয়ার থাকুক, কবে কবে ছুটি জানা থাকলে সেই মতো করতে পারেন অন্যান্য পরিকল্পনা। তাই এই প্রতিবেদনে জেনে নিন বিশদে, দেশের কোন রাজ্যে কবে কবে ছুটি?
advertisement
কেন্দ্রীয় বিদ্যালয় বা কেভিএস স্কুলগুলোতে নির্দিষ্টভাবে ঋতুভিত্তিক ছুটি ঘোষণা করা হয়েছে। শরৎকালীন ছুটি থাকবে ২৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত, যা মোট দশ দিন। গ্রীষ্মকালীন ছুটি থাকবে ৯ এপ্রিল থেকে ২৮ মে পর্যন্ত, অর্থাৎ টানা পঞ্চাশ দিন। শীতকালীন ছুটি থাকবে ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত, যা মোট দশ দিন।
advertisement
উত্তর প্রদেশে শিক্ষার্থীরা কন্বর যাত্রার সময় বিশেষ ছুটি পাবে। ১৬ থেকে ২৩ জুলাই ২০২৫ পর্যন্ত মুজাফফরনগর ও মীরাটে স্কুল বন্ধ থাকবে এবং গাজিয়াবাদে ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এছাড়া অগাস্ট মাসে চেহলাম (১৪ আগস্ট), স্বাধীনতা দিবস (১৫ আগস্ট) এবং জনমাষ্টমী (১৬ আগস্ট) একসঙ্গে পড়ায় ১৪ থেকে ১৭ আগস্ট পর্যন্ত টানা চারদিনের ছুটি ঘোষণা হয়েছে। রাজ্য জুড়ে আবার ২ ও ৩ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে।
advertisement
অন্ধ্রপ্রদেশে সাধারণ স্কুল ও কলেজে দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এই ছুটি চলবে। তবে খ্রিস্টান সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ছুটি থাকবে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর, মোট ৬ দিন। বড়দিনে আবার ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। সংক্রান্তির সময় সংখ্যালঘু স্কুলে ছুটি ঘোষণা হয়েছে ১০ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত, আর সাধারণ স্কুলে ছুটি থাকবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গের ছুটি--- পশ্চিমবঙ্গে দুর্গাপূজার ছুটি দেশে সবচেয়ে বড়। এখানে ২৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা প্রায় ২৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে স্কুলে। এ বছর মোট ১৯৬ দিনের ছুটি থাকবে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে—যার মধ্যে রয়েছে ১৪৮ দিন নিয়মিত ছুটি, ১৮ দিন অতিরিক্ত ছুটি এবং ৩০ দিনের উৎসবের ছুটি। দুর্গাপূজার সময়টাতেই সবচেয়ে বেশি বিরতি দেওয়া হয়েছে, কারণ এটাই বাংলার সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব।
advertisement
advertisement
advertisement
সব মিলিয়ে দেখা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় দুর্গাপূজা ও দশেরা উপলক্ষে দীর্ঘ ছুটি ঘোষণা হলেও পশ্চিমবঙ্গ সবার থেকে আলাদা, কারণ এখানে টানা এক মাসের মতো ছুটি থাকবে। উত্তর প্রদেশে উৎসবের তারিখ অনুযায়ী মাঝেমধ্যে দীর্ঘ ছুটি মেলে, আর কেন্দ্রীয় বিদ্যালয়ে নির্দিষ্ট নিয়ম মেনে গ্রীষ্ম, শরৎ ও শীতকালের ছুটি দেওয়া হয়। জাতীয় স্তরে আবার নির্দিষ্ট কয়েকটি দিনে সারাদেশ জুড়েই একযোগে ছুটি থাকে।