Government Job News: প্রতি মাসে বেতন ৩৫,০০০! বিআইটিএম-এ 'সায়েন্স কমিউনিকেটর' নিয়োগ, আজই আবেদন করুন
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Government Job News: BITM, যা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস-এর একটি ইউনিট, তাদের ‘সায়েন্স কমিউনিকেটর’ পদে নিয়োগের জন্য আবেদন শুরু হয়েছে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : বিরলা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম (BITM), যা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস-এর একটি ইউনিট, তাদের ‘সায়েন্স কমিউনিকেটর’ পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ এই প্রতিষ্ঠানের আওতায় শিলিগুড়ির নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারে এই নিয়োগ হবে।
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—যোগ্য প্রার্থীর অবশ্যই সায়েন্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। পদটি শুরুতে এক বছরের জন্য চুক্তিভিত্তিক, তবে কর্মদক্ষতা সন্তোষজনক হলে আরও এক বছর পর্যন্ত চুক্তি বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩৫,০০০ টাকা সম্মানী প্রদান করা হবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement





