উচ্চশিক্ষিত PhD ডিগ্রিতে মোটা টাকা বেতন, শুধু থাকতে হবে এই সাবজেক্ট-কম্বিনেশন

Last Updated:
Highest Paying PhD: যে কোনও বিষয়ে পিএইচডি ডিগ্রি নিয়ে প্রার্থী ডাক্তারের উপাধি পান। তবে তারা মেডিকেল ডাক্তার নন, পিএইচডি ধারীদের নিজেদের "ডাক্তার" বলার অধিকার রয়েছে|
1/6
PhD একটি ডক্টরাল ডিগ্রি, যা যে কোনও বিষয়ে শিক্ষার সর্বোচ্চ স্তর হিসেবে বিবেচিত হয়। যে কোনও বিষয়ে PhD ডিগ্রি নিলে প্রার্থী ডাক্তার উপাধি পান। তবে তারা মেডিক্যাল ডাক্তার নন, পিএইচডি ধারীদের নিজেদের "ডাক্তার" বলার অধিকার রয়েছে। একটি পিএইচডি সাধারণত বর্তমান একাডেমিক সাহিত্যের পর্যালোচনা, মূল গবেষণা এবং একটি থিসিস জড়িত।
PhD একটি ডক্টরাল ডিগ্রি, যা যে কোনও বিষয়ে শিক্ষার সর্বোচ্চ স্তর হিসেবে বিবেচিত হয়। যে কোনও বিষয়ে PhD ডিগ্রি নিলে প্রার্থী ডাক্তার উপাধি পান। তবে তারা মেডিক্যাল ডাক্তার নন, পিএইচডি ধারীদের নিজেদের "ডাক্তার" বলার অধিকার রয়েছে। একটি পিএইচডি সাধারণত বর্তমান একাডেমিক সাহিত্যের পর্যালোচনা, মূল গবেষণা এবং একটি থিসিস জড়িত।
advertisement
2/6
1- ইনফরমেশন ইন্স্যুরেন্স ফিল্ডে PhD করার পর অনেকে নতুন ফিল্ডে কাজ করার অপশন খুলে যায়। উদাহরণ স্বরূপ, রিস্ক ম্যানেজমেন্ট এবং নতুন টুল ডিজাইন করতে শিখি।
1- ইনফরমেশন ইন্স্যুরেন্স ফিল্ডে PhD করার পর অনেকে নতুন ফিল্ডে কাজ করার অপশন খুলে যায়। উদাহরণ স্বরূপ, রিস্ক ম্যানেজমেন্ট এবং নতুন টুল ডিজাইন করতে শিখি।
advertisement
3/6
2- অর্গ্যানিক কেমিস্ট্রিতে PHD করার পর যেখানে ভাল বেতন পাওয়া যাবে সেসব জায়গায় কাজ করার সুযোগ রয়েছে। এই ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে ফার্মাসিউটিক্যাল এবং পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং।
2- অর্গ্যানিক কেমিস্ট্রিতে PHD করার পর যেখানে ভাল বেতন পাওয়া যাবে সেসব জায়গায় কাজ করার সুযোগ রয়েছে। এই ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে ফার্মাসিউটিক্যাল এবং পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং।
advertisement
4/6
3- কম্পিউটার সায়েন্স ফিল্ডে PhD করলে ক্যারিয়ারের ক্ষেত্রে ভাল বিকল্প পাওয়া যাবে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের যুগে এতে কাজ করার অনেক সুযোগ থাকবে। কম্পিউটার সায়েন্স সম্পর্কিত যে কোনও বিষয়ে PhD করার ক্ষেত্রে প্রজেক্ট ও গবেষণার সুযোগ থাকবে।
3- কম্পিউটার সায়েন্স ফিল্ডে PhD করলে ক্যারিয়ারের ক্ষেত্রে ভাল বিকল্প পাওয়া যাবে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের যুগে এতে কাজ করার অনেক সুযোগ থাকবে। কম্পিউটার সায়েন্স সম্পর্কিত যে কোনও বিষয়ে PhD করার ক্ষেত্রে প্রজেক্ট ও গবেষণার সুযোগ থাকবে।
advertisement
5/6
4- গণিতে PhD করার জন্য অনেক ক্যারিয়ারের সুযোগও পাওয়া যায়। গণিত নিজেই একটি বিশাল ক্ষেত্র। এতে জ্যামিতি ও স্ট্র্যাটিস্টিক্সে ক্যারিয়ার গড়লে ভাল বেতন পাওয়া যাবে।
4- গণিতে PhD করার জন্য অনেক ক্যারিয়ারের সুযোগও পাওয়া যায়। গণিত নিজেই একটি বিশাল ক্ষেত্র। এতে জ্যামিতি ও স্ট্র্যাটিস্টিক্সে ক্যারিয়ার গড়লে ভাল বেতন পাওয়া যাবে।
advertisement
6/6
5- পদার্থবিদ্যায় PhD করার পর লেকচারার হওয়া ছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রে বড় পদের চাকরির অপশন খোলা থাকে, যাতে বেতনে ভাল পাওয়া যায়।
5- পদার্থবিদ্যায় PhD করার পর লেকচারার হওয়া ছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রে বড় পদের চাকরির অপশন খোলা থাকে, যাতে বেতনে ভাল পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement