ধর্ষিতা কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ২০ দিন ধরে লাগাতার গণধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত হোমগার্ড-সহ ৩

Last Updated:
1/8
*একবছর আগে বিয়ে হয়েছিল বছর ১৪-র কিশোরীর। কিন্তু স্বামী বাইরে থাকায় মায়ের কাছেই থাকত। সেই সুযোগে স্বামীর পরিচিত এক যুবক সম্প্রতি তাকে ধর্ষণ করে। লজ্জায়, ঘৃণায়, ভয়ে কাউকে কিচ্ছু বলতে পারবয়ে না ভেবে ঠিক করেছিল বন্ধুর বাড়ি যাবে। আর তাতেই ঘটল ভয়ঙ্কর বিপত্তি। যা শুনলে যে কেউ শিউরে উঠবেন। প্রতীকী ছবি। 
*একবছর আগে বিয়ে হয়েছিল বছর ১৪-র কিশোরীর। কিন্তু স্বামী বাইরে থাকায় মায়ের কাছেই থাকত। সেই সুযোগে স্বামীর পরিচিত এক যুবক সম্প্রতি তাকে ধর্ষণ করে। লজ্জায়, ঘৃণায়, ভয়ে কাউকে কিচ্ছু বলতে পারবয়ে না ভেবে ঠিক করেছিল বন্ধুর বাড়ি যাবে। আর তাতেই ঘটল ভয়ঙ্কর বিপত্তি। যা শুনলে যে কেউ শিউরে উঠবেন। প্রতীকী ছবি। 
advertisement
2/8
*ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে। ২০ দিন ধরে লাগাতার ধর্ষিত হওয়ার পর তাঁকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে কিশোরীর স্বামীর বন্ধু তথা প্রতিবেশী যুবক-সহ গণধর্ষণে যুক্ত হোমগার্ড এবং তার বন্ধুকে।  প্রতীকী ছবি। 
*ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে। ২০ দিন ধরে লাগাতার ধর্ষিত হওয়ার পর তাঁকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে কিশোরীর স্বামীর বন্ধু তথা প্রতিবেশী যুবক-সহ গণধর্ষণে যুক্ত হোমগার্ড এবং তার বন্ধুকে।  প্রতীকী ছবি। 
advertisement
3/8
*ঠিক কী ঘটেছিল? কিশোরী জানিয়েছে, ২৬ জুলাই প্রতিবেশী ওই যুবক তাকে গ্রাম থেকে খানিক দূরে নিয়ে গিয়েছিল। সেখানেই তাকে ধর্ষণ করে। ঘুণাক্ষরেও তখন সে এই ঘটনা ঘটবে বুঝতে পারেনি। স্বাভাবিকভাবেই সে শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। রাত ১১ টা নাগাদ স্থানীয় একটি মন্দিরের সামনে ওই যুবকই তাকে নামিয়ে দিয়ে চলে যায়।  প্রতীকী ছবি। 
*ঠিক কী ঘটেছিল? কিশোরী জানিয়েছে, ২৬ জুলাই প্রতিবেশী ওই যুবক তাকে গ্রাম থেকে খানিক দূরে নিয়ে গিয়েছিল। সেখানেই তাকে ধর্ষণ করে। ঘুণাক্ষরেও তখন সে এই ঘটনা ঘটবে বুঝতে পারেনি। স্বাভাবিকভাবেই সে শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। রাত ১১ টা নাগাদ স্থানীয় একটি মন্দিরের সামনে ওই যুবকই তাকে নামিয়ে দিয়ে চলে যায়।  প্রতীকী ছবি। 
advertisement
4/8
*কিশোরী জানিয়েছেন, বাড়িতে ফিরে মায়ের সামনে কীভাবে সে দাঁড়াবে বা মা জানতে পারলে কি হবে, এ সব ভেবেই সিদ্ধান্ত নেয় পাশের গ্রামে বন্ধু বাড়ি চলে যাবে সে। সেই মতো রাতেই হাঁটতে শুরু করে।  প্রতীকী ছবি। 
*কিশোরী জানিয়েছেন, বাড়িতে ফিরে মায়ের সামনে কীভাবে সে দাঁড়াবে বা মা জানতে পারলে কি হবে, এ সব ভেবেই সিদ্ধান্ত নেয় পাশের গ্রামে বন্ধু বাড়ি চলে যাবে সে। সেই মতো রাতেই হাঁটতে শুরু করে।  প্রতীকী ছবি। 
advertisement
5/8
*কিশোরীর অভিযোগ, সেই সময় রাস্তায় মোটরবাইক নিয়ে টহল দিচ্ছিল ওই হোমগার্ড। সে এসে নিজের পরিচয়পত্র দেখিয়ে সাহায্যের আশ্বাস দেয়। আর তাকে বিশ্বাস করাটাই হয় মারাত্বক।  প্রতীকী ছবি। 
*কিশোরীর অভিযোগ, সেই সময় রাস্তায় মোটরবাইক নিয়ে টহল দিচ্ছিল ওই হোমগার্ড। সে এসে নিজের পরিচয়পত্র দেখিয়ে সাহায্যের আশ্বাস দেয়। আর তাকে বিশ্বাস করাটাই হয় মারাত্বক।  প্রতীকী ছবি। 
advertisement
6/8
*কিশোরী পুলিশকে জানিয়েছে, যেদিন সে আধরশিত হয় প্রতিবেশীর দ্বারা সেদিন রাতেই অশোক চক্রবর্তী নামে ওই হোমগার্ড তাঁকে নিয়ে বন্ধু দুর্গা রাওয়ের বাড়িতে যায়। সেখানেই দুজনে মিলে গণধর্ষণ করে।  প্রতীকী ছবি। 
*কিশোরী পুলিশকে জানিয়েছে, যেদিন সে আধরশিত হয় প্রতিবেশীর দ্বারা সেদিন রাতেই অশোক চক্রবর্তী নামে ওই হোমগার্ড তাঁকে নিয়ে বন্ধু দুর্গা রাওয়ের বাড়িতে যায়। সেখানেই দুজনে মিলে গণধর্ষণ করে।  প্রতীকী ছবি। 
advertisement
7/8
*শুধু একদিন নয়, এই ঘটনা চলতে থাকে দীর্ঘ ২০ দিন। এরপর কিশোরীর মা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বৃহস্পতিবার কিশোরীকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় অভিযুক্ত হোমগার্ড, তার বন্ধু এবং কিশোরীর প্রতিবেশীকে।  প্রতীকী ছবি। 
*শুধু একদিন নয়, এই ঘটনা চলতে থাকে দীর্ঘ ২০ দিন। এরপর কিশোরীর মা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বৃহস্পতিবার কিশোরীকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় অভিযুক্ত হোমগার্ড, তার বন্ধু এবং কিশোরীর প্রতিবেশীকে।  প্রতীকী ছবি। 
advertisement
8/8
*অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবগ পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।  প্রতীকী ছবি।
*অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবগ পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।  প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement