আত্মহত্যা করলেন ৪০ বছরের ব্যক্তি, শব নিতে পৌঁছলেন সাত স্ত্রী !

Last Updated:
এমন খবর শুনেছেন কখনও ...
1/4
বিষ খেয়ে আত্মহত্যা করেন ৪০ বছরের এক ব্যক্তি ৷ পোস্টমর্টেমের পর নিহত ব্যক্তির শবদেহ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ ৷ কিন্তু সেটা করতে গিয়ে তারা পরে মহা মুশকিলে ৷ Photo - Representive
বিষ খেয়ে আত্মহত্যা করেন ৪০ বছরের এক ব্যক্তি ৷ পোস্টমর্টেমের পর নিহত ব্যক্তির শবদেহ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ ৷ কিন্তু সেটা করতে গিয়ে তারা পরে মহা মুশকিলে ৷ Photo - Representive
advertisement
2/4
মৃতদেহ নিচে পুলিশ স্টেশনে পৌঁছে যান মৃতের এক বা দু‘জন স্ত্রী নয়, একেবারে ৭ -৭ জন স্ত্রী !!!Photo - Representive
মৃতদেহ নিচে পুলিশ স্টেশনে পৌঁছে যান মৃতের এক বা দু‘জন স্ত্রী নয়, একেবারে ৭ -৭ জন স্ত্রী !!!Photo - Representive
advertisement
3/4
সব মহিলাই নিজেকে মৃতের স্ত্রী বলে দাবি করছিলেন ৷ এবং আশ্চর্যের বিষয়ে কেউই অন্য আরেক স্ত্রী-র উপস্থিতির বিষয়ে কিছুই জানতেন না ৷ এখানেই শেষ নয় , সংবাদমাধ্যমের খবর অনুযায়ি প্রথম ৫ মহিলা পুলিশের কাছে শবদেহ নিতে পৌঁছন ৷ প্রত্যেকেই দাবি করেন মৃত ব্যক্তি তাঁর স্বামী ৷ প্রতি মহিলারাই দাবি ছিল তাঁর স্বামীর অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্ক থাকতেই পারে না ৷এই অসুবিধা চলাকালীনই পরিস্থিতি আরও জটিল হয় যখন আরও দুই মহিলা সেখানে পৌঁছে যান ৷ Photo - Representive
সব মহিলাই নিজেকে মৃতের স্ত্রী বলে দাবি করছিলেন ৷ এবং আশ্চর্যের বিষয়ে কেউই অন্য আরেক স্ত্রী-র উপস্থিতির বিষয়ে কিছুই জানতেন না ৷ এখানেই শেষ নয় , সংবাদমাধ্যমের খবর অনুযায়ি প্রথম ৫ মহিলা পুলিশের কাছে শবদেহ নিতে পৌঁছন ৷ প্রত্যেকেই দাবি করেন মৃত ব্যক্তি তাঁর স্বামী ৷ প্রতি মহিলারাই দাবি ছিল তাঁর স্বামীর অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্ক থাকতেই পারে না ৷এই অসুবিধা চলাকালীনই পরিস্থিতি আরও জটিল হয় যখন আরও দুই মহিলা সেখানে পৌঁছে যান ৷ Photo - Representive
advertisement
4/4
হরিদ্বারের রবিদাস বস্তি এলাকার থাকা পবন কুমার ড্রাইভার ছিলেন ৷ তিনি বাড়িতে বিষ খেয়ে ফেলার পর এক পত্নী তাঁকে নিয়ে হাসপাতালে যান ,সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় ৷  Photo - Representive
হরিদ্বারের রবিদাস বস্তি এলাকার থাকা পবন কুমার ড্রাইভার ছিলেন ৷ তিনি বাড়িতে বিষ খেয়ে ফেলার পর এক পত্নী তাঁকে নিয়ে হাসপাতালে যান ,সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় ৷ Photo - Representive
advertisement
advertisement
advertisement