লাগাতার ধর্ষণে গর্ভবতী হল নাবালিকা! ৫ যুবকের বিরুদ্ধে অভিযোগ

Last Updated:
1/5
১৭ বছরের মেয়েকে বারবার ধর্ষণ করেছে ৫ যুবক৷ মেয়েটি গর্ভবতী হয়ে পড়তেই ধর্ষণের ঘটনা জানাজানি হয়ে গেল৷ তাকে ভয় দেখানোর ফলে কোনও দিন এ বিষয়ে মুখ খোলেনি নির্যাতিতা৷ Representative Photo
১৭ বছরের মেয়েকে বারবার ধর্ষণ করেছে ৫ যুবক৷ মেয়েটি গর্ভবতী হয়ে পড়তেই ধর্ষণের ঘটনা জানাজানি হয়ে গেল৷ তাকে ভয় দেখানোর ফলে কোনও দিন এ বিষয়ে মুখ খোলেনি নির্যাতিতা৷ Representative Photo
advertisement
2/5
ঘটনা কর্ণাটকের ভিট্টল গ্রামে৷ মেয়েটি সবেমাত্র দশম শ্রেণী পাস করেছে৷ আপাতত বাড়িতে রয়েছে সে৷ ৬ মাসের অন্তঃসত্ত্বা ১৭ বছরের নাবালিকা৷ Representative Photo
ঘটনা কর্ণাটকের ভিট্টল গ্রামে৷ মেয়েটি সবেমাত্র দশম শ্রেণী পাস করেছে৷ আপাতত বাড়িতে রয়েছে সে৷ ৬ মাসের অন্তঃসত্ত্বা ১৭ বছরের নাবালিকা৷ Representative Photo
advertisement
3/5
অভিযোগ ৫ যুবক নিয়মিত তাকে শারীরিক হেনস্থা করত৷ এরমধ্যে গ্রাম পঞ্চায়তও ছিল৷ তবে ধর্ষণের কথা কাউকে না বলার হুমকি দেওয়া হয়েছিল মেয়েটিকে৷ কিন্তু গর্ভবতী হয়ে পড়ায় অভিযোগ সামনে আসে৷ Representative Photo
অভিযোগ ৫ যুবক নিয়মিত তাকে শারীরিক হেনস্থা করত৷ এরমধ্যে গ্রাম পঞ্চায়তও ছিল৷ তবে ধর্ষণের কথা কাউকে না বলার হুমকি দেওয়া হয়েছিল মেয়েটিকে৷ কিন্তু গর্ভবতী হয়ে পড়ায় অভিযোগ সামনে আসে৷ Representative Photo
advertisement
4/5
নাবালিকার সঙ্গে এমন ঘটনা ঘটায় POCSO আইনে মামলা করা হয়েছে৷ সঙ্গে আরও কিছু ধারা যুক্ত হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে৷ Representative Photo
নাবালিকার সঙ্গে এমন ঘটনা ঘটায় POCSO আইনে মামলা করা হয়েছে৷ সঙ্গে আরও কিছু ধারা যুক্ত হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে৷ Representative Photo
advertisement
5/5
আপাতত এই ৫জনকেই গ্রেফতার করা হয়েছে৷
আপাতত এই ৫জনকেই গ্রেফতার করা হয়েছে৷
advertisement
advertisement
advertisement