একজন মহিলা যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যখন যান তখন আশা করেন এক নতুন জীবনের৷ স্বামীর বাবা-মা হন তাঁর নতুন বাবা-মা ৷ কিন্তু সেই ‘বাবা’ যখন মেয়ের শরীরে হাত দেয় তখন তার চেয়ে নক্কারজনক আর কীই বা হতে পারে ৷ Photo- File
2/5
উত্তরপ্রদেশের মাধোটান্ডা থানায় এই ঘটনা ঘটেছে ৷ একদিন নয় পরপর দু'দিন বাড়িতেই ছেলের বউকে রেপ করেন শ্বশুর ৷ Photo- File
3/5
স্বামী খেতে কাজ করতে যাওয়ার পর বধূ বাড়িতে ঘুমোচ্ছিলেন এমন সময় হঠাৎই তাঁর ওপর হামলা করে শ্বশুর ৷ ঘুমন্ত থাকা বধুর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে ৷ Photo- File
4/5
আর দ্বিতীয় দিন তিনি রাতে গরে ঘুমোচ্ছিলেন আর স্বামী ঘুমোচ্ছিলেন বারান্দায় ৷ সেই ফাঁকা থাকার সুযোগে ফের তাকে ধর্ষণ করেন শ্বশুর ৷ Photo- File
5/5
এরপর নিজের স্বামীকে পুরো ঘটনাটি জানান ওই মহিলা ৷ তখন স্বামী স্ত্রী মিলে বেদম ঠাঁঙাতে শুরু করেন ওই ধর্ষককে ৷ মারতে মারতে মেরেই ফেলেন ওই শ্বশুরকে ৷ এপরপর পুলিশ থানায় আত্মসমর্পণ করেন তিনি ৷ Photo- File