মহাকাশ থেকে চুরি, NASA-র মহাকাশচারী ফাঁকা করে দিয়েছেন প্রাক্তন স্ত্রী-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

Last Updated:
সম্পর্কের জটিলতা ছাড়ল না মহাকাশকেও , একেবারে অভিনব এই অভিযোগ
1/7
জোর খবর , দেশ বিদেশ নয় একেবারে মহাকাশ থেকে চুরি ৷ তাও আবার চুরি করলেন খোদ মহাকাশচারী ৷ নিজের প্রাক্তন স্ত্রী-র অ্যাকাউন্টে হাত দিয়েছেন অস্ট্র্যোনট অ্যানি ম্যাকক্লেন ৷ অভিযোগ করছেন সামার ওরডেন যিনি ম্যাককালারেনের স্ত্রী ৷ Photo- File
জোর খবর , দেশ বিদেশ নয় একেবারে মহাকাশ থেকে চুরি ৷ তাও আবার চুরি করলেন খোদ মহাকাশচারী ৷ নিজের প্রাক্তন স্ত্রী-র অ্যাকাউন্টে হাত দিয়েছেন অস্ট্র্যোনট অ্যানি ম্যাকক্লেন ৷ অভিযোগ করছেন সামার ওরডেন যিনি ম্যাককালারেনের স্ত্রী ৷ Photo- File
advertisement
2/7
সামার ওরডেন এয়ার ফোর্সের ইনটেলিজন্স অফিসার  ৷ তাঁর একটি ছ বছরের ছেলে রয়েছে ৷ ২০১৪ সালে অ্যানে ম্যাকক্লেয়নকে বিয়ে করেন তিনি ৷ Photo- File
সামার ওরডেন এয়ার ফোর্সের ইনটেলিজন্স অফিসার ৷ তাঁর একটি ছ বছরের ছেলে রয়েছে ৷ ২০১৪ সালে অ্যানে ম্যাকক্লেয়নকে বিয়ে করেন তিনি ৷ Photo- File
advertisement
3/7
অ্যানে ম্যাকক্লেইন নভশ্চর ৷ ২০১৪ এই বিয়ের পর থেকেই তিনি ছেলের কাস্টডির জন্য আবেদন করেছিলেন ৷ কিন্তু বিয়ের চার বছর পরেও তাঁর স্ত্রী সেই অধিকার তাঁকে দেননি ৷ গন্ডগোলের শুরু সেই থেকেই ৷ Photo- File
অ্যানে ম্যাকক্লেইন নভশ্চর ৷ ২০১৪ এই বিয়ের পর থেকেই তিনি ছেলের কাস্টডির জন্য আবেদন করেছিলেন ৷ কিন্তু বিয়ের চার বছর পরেও তাঁর স্ত্রী সেই অধিকার তাঁকে দেননি ৷ গন্ডগোলের শুরু সেই থেকেই ৷ Photo- File
advertisement
4/7
কথায় আছে, আইনের হাত বেশ লম্বা। কিন্তু সে হাত কি মহাকাশে পৌঁছতে পারে? সেই প্রশ্নই উসকে দিয়েছে সাম্প্রতিক এক ঘটনা। মহাকাশে বসে সঙ্গীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে হানা দেওয়ার অভিযোগ জমা পড়ল নাসায়।জল, স্থলের গণ্ডী পেরিয়ে সোজা মহাকাশ। অপরাধ জগতে প্রথমবার নাম লেখাল মহাকাশ। Photo- File
কথায় আছে, আইনের হাত বেশ লম্বা। কিন্তু সে হাত কি মহাকাশে পৌঁছতে পারে? সেই প্রশ্নই উসকে দিয়েছে সাম্প্রতিক এক ঘটনা। মহাকাশে বসে সঙ্গীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে হানা দেওয়ার অভিযোগ জমা পড়ল নাসায়।জল, স্থলের গণ্ডী পেরিয়ে সোজা মহাকাশ। অপরাধ জগতে প্রথমবার নাম লেখাল মহাকাশ। Photo- File
advertisement
5/7
সামার ওয়রডেনের দাবি, তাঁর প্রাক্তন সঙ্গী অ্যান ম্যাকেন নাকি মহাকাশে বসে নজরদারি চালিয়েছেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এ পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু এই অভিযোগ নিয়ে তিনি যাবেন কোথায়?কী বলছে মহাকাশ আইন?Photo- File
সামার ওয়রডেনের দাবি, তাঁর প্রাক্তন সঙ্গী অ্যান ম্যাকেন নাকি মহাকাশে বসে নজরদারি চালিয়েছেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এ পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু এই অভিযোগ নিয়ে তিনি যাবেন কোথায়?কী বলছে মহাকাশ আইন?Photo- File
advertisement
6/7
এই মুহূর্তে আন্তর্জাতিক স্পেস স্টেশন রয়েছে ৫ টি। আমেরিকা, ইউরোপ, রাশিয়া, জাপান ও কানাডার। মহাকাশে যার কেন্দ্রে অপরাধ হবে, সেই দেশের আইনেই তাঁর বিচার হওয়ার কথা। আবার এক দেশের নাগরিক অন্য দেশের নাগরিকের বিরুদ্ধে অপরাধ করলে, প্রত্যর্পন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা যায়।Photo- File
এই মুহূর্তে আন্তর্জাতিক স্পেস স্টেশন রয়েছে ৫ টি। আমেরিকা, ইউরোপ, রাশিয়া, জাপান ও কানাডার। মহাকাশে যার কেন্দ্রে অপরাধ হবে, সেই দেশের আইনেই তাঁর বিচার হওয়ার কথা। আবার এক দেশের নাগরিক অন্য দেশের নাগরিকের বিরুদ্ধে অপরাধ করলে, প্রত্যর্পন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা যায়।Photo- File
advertisement
7/7
সামার ওয়রডেনের অভিযোগে এখন মহাকাশ আইন নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা।অ্যান পৃথিবীর মাটিতে পা রাখতেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আইনজীবীদের কাছে অ্যানের দাবি, টাকাপয়সা সব ঠিক রয়েছে কিনা তা জানতেই তিনি প্রাক্তন সঙ্গীর অ্যাকাউন্টে ঢুঁ মেরেছিলেন। নিজের ট্যুইটে তিনি জানিয়েছেন পুরো ঘটনার তদন্ত নিয়ে আশাবাদী তিনি  ৷ Photo Courtesy- Twitter Handle
সামার ওয়রডেনের অভিযোগে এখন মহাকাশ আইন নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা।অ্যান পৃথিবীর মাটিতে পা রাখতেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আইনজীবীদের কাছে অ্যানের দাবি, টাকাপয়সা সব ঠিক রয়েছে কিনা তা জানতেই তিনি প্রাক্তন সঙ্গীর অ্যাকাউন্টে ঢুঁ মেরেছিলেন। নিজের ট্যুইটে তিনি জানিয়েছেন পুরো ঘটনার তদন্ত নিয়ে আশাবাদী তিনি ৷ Photo Courtesy- Twitter Handle
advertisement
advertisement
advertisement