হোম » ছবি » দেশ » স্কুল হস্টেলে ছাত্রীকে দিনের পর দিন পৈশাচিক ধর্ষণ, লকডাউনে গর্ভবতী হয়ে ফিরল বাড়ি
স্কুল হস্টেলে ছাত্রীকে দিনের পর দিন পৈশাচিক ধর্ষণ, লকডাউনে গর্ভবতী হয়ে ফিরল বাড়ি
Bangla Editor
1/ 7
*তিন বছর আগে বিশেষভাবে সক্ষম কিশোরীকে বোর্ডিং স্কুলে দিয়েছিলেন বাবা-মা। সেখানে থেকে পড়াশুনা করত সে। লক ডাউনের কারণে সকলেকেই বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। এ পর্যন্ত সব ঠিকই চলছিল। কিন্তু মঙ্গলবার কিশোরীর বাড়ির সদস্যরা বুঝতে পারেন সে গর্ভবতী হয়ে পড়েছে। প্রতীকী ছবি।
2/ 7
*লজ্জাজনক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের মেদিনীনগরে। সেখানে ওই কিশোরীর বাড়ি। ছোট থেকেই তার দুটি পা অকেজো অর্থাৎ পঙ্গু। হুইলচেয়ারই একমাত্র ভরসা। প্রতীকী ছবি।
3/ 7
*স্থানীয়দের দাবি, এ রকম শারীরিক প্রতিবন্ধকতা থাকার পরেও স্কুলের হস্টেলে তার ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে। তার জেরেই এই পরিণতি। ঘটনার জানাজানির পরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। প্রতীকী ছবি।
4/ 7
*পুলিশ জানিয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিশেষভাব সক্ষমদের জন্য একটি স্কুল চালায়। সেখানেই পড়ত ওই কিশোরী। তিন বছর ধরে দেখানেই থাকত। ছুটিতে বাড়ি আসত। এবারেও লকডাউনের জন্য তাঁকে বাড়ি নিয়ে আসে বাবা-মা। প্রতীকী ছবি।
5/ 7
*কিশোরী গর্ভবতী, সে কথা জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ হন তার বাবা। টাউন থানায় তিনি স্কুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রতীকী ছবি।
6/ 7
*অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। প্রতীকী ছবি।
7/ 7
*ইতিমধ্যেই কিসিকে একটি শেল্টার হোম পাঠানো হয়েছে নিরাপত্তার স্বার্থে। তার চিকিৎসা চলছে। জেলা প্রশাসন ঘটনার খবর পেতেই তৎপর হয়েছে। কিশোরী কত মাসের গর্ভবতী, তা জানতে শারীরিক পরীক্ষা করা হবে। প্রতীকী ছবি।
স্কুল হস্টেলে ছাত্রীকে দিনের পর দিন পৈশাচিক ধর্ষণ, লকডাউনে গর্ভবতী হয়ে ফিরল বাড়ি
*তিন বছর আগে বিশেষভাবে সক্ষম কিশোরীকে বোর্ডিং স্কুলে দিয়েছিলেন বাবা-মা। সেখানে থেকে পড়াশুনা করত সে। লক ডাউনের কারণে সকলেকেই বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। এ পর্যন্ত সব ঠিকই চলছিল। কিন্তু মঙ্গলবার কিশোরীর বাড়ির সদস্যরা বুঝতে পারেন সে গর্ভবতী হয়ে পড়েছে। প্রতীকী ছবি।
স্কুল হস্টেলে ছাত্রীকে দিনের পর দিন পৈশাচিক ধর্ষণ, লকডাউনে গর্ভবতী হয়ে ফিরল বাড়ি
*লজ্জাজনক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের মেদিনীনগরে। সেখানে ওই কিশোরীর বাড়ি। ছোট থেকেই তার দুটি পা অকেজো অর্থাৎ পঙ্গু। হুইলচেয়ারই একমাত্র ভরসা। প্রতীকী ছবি।
স্কুল হস্টেলে ছাত্রীকে দিনের পর দিন পৈশাচিক ধর্ষণ, লকডাউনে গর্ভবতী হয়ে ফিরল বাড়ি
*স্থানীয়দের দাবি, এ রকম শারীরিক প্রতিবন্ধকতা থাকার পরেও স্কুলের হস্টেলে তার ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে। তার জেরেই এই পরিণতি। ঘটনার জানাজানির পরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। প্রতীকী ছবি।
স্কুল হস্টেলে ছাত্রীকে দিনের পর দিন পৈশাচিক ধর্ষণ, লকডাউনে গর্ভবতী হয়ে ফিরল বাড়ি
*পুলিশ জানিয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিশেষভাব সক্ষমদের জন্য একটি স্কুল চালায়। সেখানেই পড়ত ওই কিশোরী। তিন বছর ধরে দেখানেই থাকত। ছুটিতে বাড়ি আসত। এবারেও লকডাউনের জন্য তাঁকে বাড়ি নিয়ে আসে বাবা-মা। প্রতীকী ছবি।
স্কুল হস্টেলে ছাত্রীকে দিনের পর দিন পৈশাচিক ধর্ষণ, লকডাউনে গর্ভবতী হয়ে ফিরল বাড়ি
*ইতিমধ্যেই কিসিকে একটি শেল্টার হোম পাঠানো হয়েছে নিরাপত্তার স্বার্থে। তার চিকিৎসা চলছে। জেলা প্রশাসন ঘটনার খবর পেতেই তৎপর হয়েছে। কিশোরী কত মাসের গর্ভবতী, তা জানতে শারীরিক পরীক্ষা করা হবে। প্রতীকী ছবি।