

চিনের বড় গোপন ফাঁস! মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আনল কিছু কেবল মেসেজ যা থেকে ফের একবার ট্রাম্প প্রশাসনের কড়া দাবি, ইউহানের ভাইরোলজি ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস।Representative image


গত ডিসেম্বর মাসে চিনের ইউহানে প্রথম ছড়ায় করোনা সংক্রমণ। এই শহরই মারণ ভাইরাসের এপিসেন্টার। ২০১৮ সালে চিনে নিযুক্ত মার্কিন দূতাবাসের আধিকারিকরা ইউহানের চর্চিত সেই ভাইরোলজি ল্যাব পরিদর্শনে যান। এরপর, অডিওতে তাঁদের বলতে শোনা যাচ্ছে, '' ইউহানের ল্যাবে প্রশীক্ষণপ্রাপ্ত, দক্ষ টেকনিশিয়ান ও গবেষকের যথেষ্ট অভাব রয়েছে। ল্যাবের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন।''Representative image


প্রকাশিত কেবল থেকে এও জানা যায়, মার্কিন দূতাবাসের আধিকারিকরা জানিয়েছিলেন, ওই গবেষণাগারে SARS-এর মত ভাইরাস নিয়ে গবেষণা চলতে পারে। কিন্তু এমন কোনও ভাইরাস যা মানব শরীরে সংক্রমণ ঘটায়, তা নিয়ে গবেষণা করতে গেলে সংশ্লিষ্ট দফতরের বিশেষ অনুমতি লাগে।Representative image