Unlock 1.0: কন্টেইনমেন্ট জোনে ৩০ জুন পর্যন্ত দেশজুড়ে লকডাউন, কবে খুলবে মেট্রো রেল-সিনেমা হল-পাব, যা জানাল কেন্দ্র
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া গাইডলাইন অনুযায়ী জনজীবনকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে শিথিল করা হচ্ছে বিধিনিষেধ ৷
চতুর্থ দফার লকডাউন শেষ হওয়ার একদিন আগেই নয়া ঘোষণা ৷ Unlock 1.0, শুরু হল লকডাউন তুলে নেওয়ার প্রক্রিয়া ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, দেশ জুড়ে ৩০ জুন পর্যন্ত চলবে লকডাউন, তবে তা শুধু কন্টেইনমেন্ট জোনের ক্ষেত্রেই জারি থাকবে ৷ দেশের বাকি অংশে ধীরে ধীরে তুলে নেওয়া হবে লকডাউন৷ Unlock প্রক্রিয়া চলবে তিন দফায় ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এখন থেকে সিনেমা হলেও বদলে যাবে আগের চালু সব নিয়ম ৷ অজয় বিজলি জানিয়েছেন, সিনেমা হলে বসার জন্য নিয়মে বেশ কিছু রদবদল হবে ৷ ফ্যামিলি বা গ্রুপকে পাশাপাশি সিটে বসতে দেওয়া হবে ৷ কিন্তু অন্য লোকদের একেবারে পাশের সিটে বসানো হবে না ৷ লকডাউন পর্বে সিনেমা রিলিজেও যতি চিহ্ন পড়ে গেছে ৷ ফলে সিনেমা হল খুললেই পরপর সিনেমা রিলিজ হবে ৷ তাদের দাবি ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে সিনেমা দেখা সকলের জন্য সহজ বিষয় নয় ৷Photo- Representive
advertisement