আচমকাই শুটিং থেকে ছুটি নিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিয়ে ব্যাপক জল্পনা...

Last Updated:
তাহলে এ দিন আচমকা কী এমন হল অভিনেত্রীর? রচনা লিখেছেন, আপাতত কাজ থেকে ছুটি নিচ্ছেন তিনি। তারপরেই শোরগোল পড়ে যায় টি-টাউন-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা রিয়েলিটি গেম-শোর লক্ষ লক্ষ দর্শকদের মধ্যে।
1/7
*জ্বর, গায়ে ব্যথা, প্রবল শারীরিক দুর্বলতা। সোমবার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে। যা নিয়ে শুরু হয়ে যায় ব্যাপক জল্পনা। ছবি: ইনস্টাগ্রাম। 
*জ্বর, গায়ে ব্যথা, প্রবল শারীরিক দুর্বলতা। সোমবার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে। যা নিয়ে শুরু হয়ে যায় ব্যাপক জল্পনা। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
2/7
*আনলক পর্ব শুরু হওয়ার পর থেকেই সমস্ত বিধি মেনে 'দিদি নম্বর ১'-র শুটিং করছিলেন রচনা। ইতিমধ্যেই শতাধিক পড়বের শুটিং সেরে ফেলেছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম। 
*আনলক পর্ব শুরু হওয়ার পর থেকেই সমস্ত বিধি মেনে 'দিদি নম্বর ১'-র শুটিং করছিলেন রচনা। ইতিমধ্যেই শতাধিক পড়বের শুটিং সেরে ফেলেছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
3/7
*তাহলে এ দিন আচমকা কী এমন হল অভিনেত্রীর? রচনা লিখেছেন, আপাতত কাজ থেকে ছুটি নিচ্ছেন তিনি। তারপরেই শোরগোল পড়ে যায় টি-টাউন-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা রিয়েলিটি গেম-শোর লক্ষ লক্ষ দর্শকদের মধ্যে। ছবি: ইনস্টাগ্রাম। 
*তাহলে এ দিন আচমকা কী এমন হল অভিনেত্রীর? রচনা লিখেছেন, আপাতত কাজ থেকে ছুটি নিচ্ছেন তিনি। তারপরেই শোরগোল পড়ে যায় টি-টাউন-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা রিয়েলিটি গেম-শোর লক্ষ লক্ষ দর্শকদের মধ্যে। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
4/7
*রচনার এ দিন তাঁর চারটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে করোনা ভ্যাকসিন নিতে দেখা গিয়েছে। পোস্টে রচনা লেখেন, "শেষ পর্যন্ত উপসর্গ দেখা দিল। জ্বর... দুর্বলতা...", এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি করোনা আক্রান্ত হলেন রচনা?   ছবি: ইনস্টাগ্রাম। 
*রচনার এ দিন তাঁর চারটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে করোনা ভ্যাকসিন নিতে দেখা গিয়েছে। পোস্টে রচনা লেখেন, "শেষ পর্যন্ত উপসর্গ দেখা দিল। জ্বর... দুর্বলতা...", এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি করোনা আক্রান্ত হলেন রচনা?   ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
5/7
*না...করোনা আক্রান্ত হননি এই জনপ্রিয় নায়িকা। তেমন কিছুই হয়নি তাঁর। আজ করোনা টিকা নেন রচনা। তারপরেই শারীরিক দুর্বলতা অনুভব করছিলেন। জ্বর এসেছে তাঁর। তাই এ দিনের এই পোস্ট। অর্থাৎ করোনা টিকা নেওয়ার জন্য একাধিক উপসর্গ দেখা দিয়েছে তাঁর। ছবি: ইনস্টাগ্রাম। 
*না...করোনা আক্রান্ত হননি এই জনপ্রিয় নায়িকা। তেমন কিছুই হয়নি তাঁর। আজ করোনা টিকা নেন রচনা। তারপরেই শারীরিক দুর্বলতা অনুভব করছিলেন। জ্বর এসেছে তাঁর। তাই এ দিনের এই পোস্ট। অর্থাৎ করোনা টিকা নেওয়ার জন্য একাধিক উপসর্গ দেখা দিয়েছে তাঁর। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
6/7
*ক্যাপশনে রচনা আরও লিখেছেন, "শরীর ভাল না থাকায় আপাতত দু'দিন কাজ থেকে ছুটি নিচ্ছেন তিনি।" ছবি: ইনস্টাগ্রাম। 
*ক্যাপশনে রচনা আরও লিখেছেন, "শরীর ভাল না থাকায় আপাতত দু'দিন কাজ থেকে ছুটি নিচ্ছেন তিনি।" ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
7/7
*প্রসঙ্গত, রচনা রাজ্যের লক্ষ লক্ষ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় তাঁর রিয়েলিটি গেম শো 'দিদি নম্বর ১'-র জন্য। তাই তাঁর এ দনের অসুস্থতার কথা শুনে বহু মানুষ তাঁর সেরে ওঠার কামনা করেছেন। ভালবাসা জানিয়েছেন লক্ষাধিক ফ্যান। ছবি: ইনস্টাগ্রাম।
*প্রসঙ্গত, রচনা রাজ্যের লক্ষ লক্ষ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় তাঁর রিয়েলিটি গেম শো 'দিদি নম্বর ১'-র জন্য। তাই তাঁর এ দনের অসুস্থতার কথা শুনে বহু মানুষ তাঁর সেরে ওঠার কামনা করেছেন। ভালবাসা জানিয়েছেন লক্ষাধিক ফ্যান। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement