

• স্যানিটাইজারে সাধারণত ৭০ থেকে ৮০ শতাংশ অ্যালকোহল থাকে। কিন্তু সাধারণ মদে সেই অ্যালকোহলের পরিমাণ থাকে অনেক কম। তাই স্যানিটাইজারের বদলে অ্যালকোহল ব্যাবহার করার মানে হয় না। কিন্তু এই অ্যালকোহলেই যদি মদের পরিমাণ বেশি থাকে, তাহলে?


• তাহলে সেই মদ ব্যবহার করা যাবে স্যানিটাইজার হিসাবে। জাপানের হাসপাতালগুলিকে অন্তত তেমনই নির্দেশ দিয়েছে সেখানকার প্রশাসন।


• করোনা ভাইরাস সংক্রমণের ফলে দেশে স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে। তাই যে সমস্ত স্পিরিটে ৭০ থেকে ৮০ শতাংশ অ্যালকোহল থাকবে, সেগুলি হাত স্যানিটাইজ করার কাজে ব্যবহার করা যাবে।


• কিছু ভদকা আছে, যেগুলি শক্তিশালী বা স্ট্রং মদ। জাপানের প্রথাগত মদে ২২ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত মদ থাকে। তাই কিছু সংস্থা স্যানিটাইজারের বদলি হিসাবে ব্যবহারের জন্য স্ট্রং মদ বানাতে শুরু করেছেন।


• জাপানের নিয়ম অনুসারে স্যানিটাইজারে সাধারণত ৭৬.৯ শতাংশ থেকে ৮১.৪ শতাংশ পর্যন্ত মদ থাকতে হবে। এর থেকে কম থেকে কম থাকলে তা দিয়ে কাজ চলবে না।