সদ্যোজাত বাছুরের রক্ত, আফ্রিকান বাঁদরের কোষ মিলিয়ে তৈরি হচ্ছে কোভ্যাক্সিন! জানাল বায়োটেক
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
আগে গরুর ভ্রূণেরসেরাম সংগ্রহ করার জন্য গর্ভবতী গাভী’কে মেরে ফেলা হত । এখন অবশ্য সদ্যোজাত বাছুরের শরীর থেকেই তা সংগ্রহ করা হয় ।
advertisement
advertisement
advertisement
advertisement
• পাশাপাশি আফ্রিকার এক বিশেষ প্রজাতির বাঁদরের যাকে বলে African Green Monkey। এই বাঁদরের কিডনির CCl-81 কোষ নিয়ে ল্যাবরেটরিতে তার কালচার করা হয়েছে। সেই কোষকে এরপর বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এর পরে ভাইরাস সমেত সেই কোষকে ৩৬ ঘণ্টা সংশ্লেষ করা হয়েছে এবং তারপরে নিষ্ক্রিয় করা হয়েছে। প্রতীকী চিত্র ।
advertisement